Madhyamik Bengali second summative Exam questions
Bright Bangla Point
Final Mock Test 2023
Bengali (বাংলা)
১) ঠিক উত্তরটি নির্বাচন করো:। ১×৭=৭
১.১ পিরান কথার অর্থ হল
ক) কামিজ খ) ফতোয়া
গ) পৈতা ঘ) পাগড়ি
১.২) দিগম্বরের জটায় হাসে
ক) সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু
খ) শিশু চাঁদের কর
গ) সপ্ত মহাসিন্ধু
ঘ) দ্বাদশ রবির বহ্নিজ্বালা
১.৩ "জিঙ্গাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া"- মহাবাহু হলেন
ক) রাবণ খ) ইন্দ্রজিৎ
গ) প্রমোদ ঘ) বীরবাহু
১.৪) বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল -
ক) ছয় টাকা আট আনা খ) আট টাকা ছয় আনা
গ) আট টাকা দশ আনা ঘ) দশ টাকা আট আনা
১.৫) জম্পতি যে সমাসের উদাহরণ -
ক) বহুব্রীহি সমাস খ) নিত্য সমাস
গ) অব্যয়ীভাব সমাস ঘ) দ্বন্দ্ব সমাস
১.৬) সিংহাসন শব্দের ব্যাসবাক্যটি হল
ক) সিংহ লাঞ্ছিত আসন খ) সিংহের আসন
গ) সিংহ বঞ্চিত আসন ঘ) সিংহ চিহ্নিত আসন
১.৭) যে সমাসে অন্য পদের অর্থ প্রধান হয় সেটি হল, -
ক) বহুব্রীহি সমাস খ) দ্বন্দ্ব সমাস
গ) তৎপুরুষ সমাস ঘ) কর্মধারয় সমাস
২) কমবেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখ। ১×
২.১ রাবণ সেনাপতি পদে অভিষিক্ত করে মেঘনাদকে কি বলেছিলেন?
২.২ পবনপথে মেঘনাদের রথ উড়বার দৃশ্যের - উপমা হিসেবে কবি কোন দৃশ্যটি উপস্থাপন করেছেন ?
২.৩ "গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা"- হরিদার শোনা গল্পটি কি ?
২.৪ "বাঃ সত্যিই খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি।"- হরি কিভাবে পুলিশ সেজে অভিনয় করেছিল ?
২.৫" রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে।"- কোন ঘটনার প্রায়শ্চিত্ত উদ্দিষ্ট ব্যক্তিকে করতে হতে পারে বলে বক্তার অভিমত ?
২.৬ "তোরা সব জয়ধ্বনি কর।"- কবি কাদের জয়োধ্বনি করতে বলেছেন ?
২.৭ উপমান ও উপমের মধ্যে দুটি পার্থক্য লেখ।
২.৮) দিগু কথার অর্থ কি ?
২.৯ ব্যতিহার বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও ।
অথবা গ্রামান্তর শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ।
৩) কমবেশি সাতটি শব্দে উত্তর দাও। ৩×২= ৬
৩.১) কি অদ্ভুত কথা বললেন হরিদা"- হরিদা কে ? তার বলা কোন কথাকে, কেন অদ্ভুত বলা হয়েছে ? ১+২=৩
অথবা , "তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি "- বিরাগী টি কে ? বিরাগী কোন উপদেশ দিয়েছিলেন ? ১+২=৩
৩.২) "কাপিল লঙ্কা, কাঁপিল জলধি"- লঙ্কাপুরী এবং জলধি কেঁপে ওঠার কারণ নির্দেশ কর।
অথবা, "বিদায় এবে দেহ বিধুমুখী"- কে কার কাছে বিদায় প্রার্থনা করেছে ? বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও।
৪) কম-বেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও।
৪.১" নমি পুত্র পিতার চরণে, কর জোড়ে কহিলা"- পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ। ১+৪=৫
৪.২ বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোল আনাই বজায় আছে।- বাবুটি কে ? তার শখ ষোল আনার পরিচয় দাও।
৫) কম-বেশি ১২৫ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও।
৫.১ "সিরাজউদ্দৌলা" নাটক অবলম্বনে সিরাজউদ্দৌলার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও।
৫.২ "বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়- মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা"- বক্তা কে ? কোন পরিস্থিতিতে, তিনি কাদের এভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন ? ১+২+১ =৪
৬ ) কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও
৬.১ "কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে"- প্রসঙ্গ উল্লেখ করে মেয়েটির পা ধুয়ে জল খাওয়ার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছে ?
৬.২ "তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে"- বক্তা কে ? নির্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উদ্ধৃতিটির আলোকে বিশ্লেষণ কর।
৭) কমবেশি ১৫০ শব্দে একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর।
৭.১ অরণ্য সপ্তাহ পালন উপলক্ষ্য একটি প্রতিবেদন রচনা কর।
৭.২ মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে অপঘাতী ছাত্রী এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।
By
Amit sir
।।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.