তালনবমী- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

                 তালনবমী

           বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

A. তালনবমী গল্পের প্রশ্ন উত্তর 

১) তালনবমী গল্পটি কার লেখা ?

উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

২) তলনবমী গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে ?

উঃ তালনবমী বই থেকেই নেওয়া হয়েছে।

৩) তালনবমী গল্পে কোন সময়ের কথা বলা হয়েছে ?

উঃ ভাদ্র মাস 

৪) "ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি"- কারণ কি ?

উঃ ভাদ্র মাসে দিন ১৫ একটানা বর্ষা চলেছে। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। দু-চার ঘর শিষ্যযজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে। জশমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। বর্ষা আশায় কাজকর্ম না থাকায় তার বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি।

৫) ক্ষুদিরামের কটি ছেলে ? তাদের নাম কি ?

উঃ ক্ষুদিরামের দুটি ছেলে।

               তাদের নাম নেপাল ও গোপাল। 

৬) নেপালের বয়স কত ?

উঃ বারো বছর

৭) গোপালের বয়স কত ?

উঃ দশ বছর

৮) দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছিল কেন ?

উঃ কদিন থেকে পেট ভরে খেতে না পেয়ে ওরা দুই ভাইয়ের সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছিল ।

৯) অবস্থাপন্ন গৃহস্থের ছেলে - কার কথা বলা হয়েছে ?

উঃ আলোচ্য অংশে তালনবমী গল্পে এক চরিত্র চুনির কথা বলা হয়েছে।

১০) তালনবমী ব্রত কি বারে হয়েছিল ?

উঃ মঙ্গলবার 

১১) চুনির মা জটিপিসিমাদের বাড়ি গিয়েছিল কেন ?

উঃ মঙ্গলবারে তালনবমী ব্রত উপলক্ষ্যে ডাল ভাঙতে গিয়েছিল।

১২) জটিপিসির ভালো নাম কি ?

উঃ হরিমতী

১৩) জটিপিসি কে ?

উঃ নটোবর মুখুজ্জের স্ত্রী। তার ভালো নাম হরিমতী।

১৪) নেপাল ও গোপাল কি কি মাছ ধরেছিল ?

উঃ দুটো পুঁটি আর একটা ছোট বেলে।

১৫) নেপাল কত টাকায় তাল বিক্রি করে ?

উঃ এক পয়সায় দুটি করে। কিন্তু জটি পিসিমাকে এক পয়সায় তিনটি তাল দেবে বলেছিল। 

১৬) "বড্ড সাপের ভয় খোকাঠাকুর "-কথাটি কে কাকে বলেছিল ?

উঃ গনেশ কাওরা, গোপালকে কথাটি বলেছিল।

১৭) জটিপিসিমার বড় মেয়ের নাম কি ?

উঃ লাবণ্য

১৮) পথের পাঁচালী বইটির লেখক কে ?

উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

১৯) বিভূতিভূষণ ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখ।

উঃ চাঁদের পাহাড়, পথের পাঁচালী, আরণ্যক ইত্যাদি।

২০) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কত সালে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয় ?

উঃ ১৯৫১ খ্রিঃ 

২১) কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল ?

উঃ গোপাল জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল।

            গোপাল ছিল বছর দশেকের একটি বালক। বাড়ির সবাই যখন ঘুমিয়ে অর্থাৎ খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছিল। তখন সামান্য একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেই সময়ে গোপাল এক ছুটে গ্রামের পাশে থাকা তালদিঘির ধারে উপস্থিত হয়। মাঠে এক হাঁটু জল আর কাঁদা পেরিয়ে, সাপের ভয় না পেয়ে দিঘির তালপুকুর থেকে তাল কুড়িয়ে এনে জটি পিসিমাকে দিয়েছিল।

২২) বর্ষারাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল, তা গল্প অনুসরণে লেখো।

উঃ বর্ষারাতে গোপাল স্বপ্নে দেখেছিল যে, জটি পিসিমা তাকে আদর করে কাঁকুড়ের ডালনা , মুগের ডাল বেশি করে দিচ্ছে। লাবণ্য এক থালা গরম গরম তিল-পিটুলি ভাজা এনে তার পাতে উপুড় করে ঢেলে দিচ্ছে। গোপাল কেবল খেয়েই যাচ্ছে। 

         হঠাৎ গোপালের ঘুম ভাঙলেই দেখে সে বিছানায় শুয়ে আছে। নিমন্ত্রণের আশায় থাকলেও দিন শেষ হয়ে যায় কিন্তু নিমন্ত্রণ আর করে না। গোপালের দেখা স্বপ্ন মিথ্যা হয়ে গিয়েছিল।








Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)