পরিবেশের অবনমনের ফলাফল লেখ।
প্রশ্নঃ পরিবেশের অবনমনের ফলাফল লেখ।
উত্তরঃ পরিবেশের অবনমনের ফলাফল পরিবেশের অবনমনের ফলাফলগুলি হল -
ক) প্রাকৃতিক সম্পদের হ্রাস
খ) বায়ু দূষণ, জল দূষণ ও মৃত্তিকা দূষণের প্রকোপ বৃদ্ধি
গ) খরা ও বন্যার প্রকোপ বৃদ্ধি
ঘ) ভূমিকম্প ও ধস -এর প্রকোপ বৃদ্ধি
ঙ) বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন ঘটা
চ) জীববৈচিত্রের হ্রাস হওয়া
ছ) রাসায়নিক দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পাওয়া
জ) সামাজিক অবক্ষয়ের পরিমাণ বৃদ্ধি
ঝ) বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়া
ঞ) ভূমির উর্বরতা হ্রাস পাওয়া ইত্যাদি।
প্রশ্নঃ পরিবেশের অবক্ষয় রোধের উপায় গুলি কি কি ?
উত্তরঃ অবক্ষয় রোধের উপায় সমূহঃ পরিবেশের অবক্ষয় রোধের উপায় গুলি হল -
ক) জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে দেশের জনসংখ্যা নীতি এমনভাবে গড়ে তুলতে হবে যেন জনসংখ্যা ধারণযোগ্য স্তরে থাকে।
খ) পরিবেশ শিক্ষার মাধ্যমে পরিবেশগত গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা।
গ) কৃষিক্ষেত্রে জৈব সারের ব্যবহার বাড়িয়ে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমানো।
ঘ) নগরায়ন ও শিল্পায়নের হার কমানো।
ঙ) অরণ্য ছেদন রোধ করে বনসৃজনের মাধ্যমে অরণ্যের পরিমাণ বৃদ্ধি করা।
চ) দারিদ্র দূরীকরণ ও অর্থের সুষম বন্টন করা
ছ) আন্তর্জাতিকভাবে বিভিন্ন আলোচনার মাধ্যমে পারমাণবিক অস্ত্রশস্ত্রের ব্যবহার বন্ধ করা।
জ) উন্নয়নশীল দেশগুলোর প্রযুক্তি উন্নয়নের দিকে পরিবেশ অভিমুখী করে তোলা
ঝ) উন্নয়নশীল দেশগুলিতে অর্থনৈতিক উন্নয়নের পথকে সুগম করা।
ঞ) দেশের বড় বড় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণকালে পরিবেশকে সমানভাবে গুরুত্ব দেওয়া।
ট) জীব বৈচিত্র সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মসূচি যেমন- এজেন্ডা 21 কে সফলভাবে রূপায়ণ করা।
৩) মানুষের কার্যাবলী পরিবেশের অবনমনকে কিরূপে প্রভাবিত করে ?
উত্তরঃ পরিবেশ অবনমনের ক্ষেত্রে মানুষের ভূমিকাঃ মানুষের ভূমিকা পরিবেশ দূষণ তথা পরিবেশের অবনমনকে প্রভাবিত করে। যথা-
ক) বাস, ট্রাক, ট্যাক্সি, মোটরগাড়ি প্রভৃতি যানবাহনের ইঞ্জিনের পেট্রোল, ডিজেল প্রভৃতি পোড়ানোর জন্য উৎপন্ন হাইড্রোকার্বন বায়ুকে দূষিত করে।
খ) বাড়ি, হোটেল, বাজার ইত্যাদিতে রান্না বা জ্বালানের কাজে ব্যবহৃত কয়লা, ডিজেল ও কেরোসিন থেকে নির্গত ধোঁয়া ও স্তূপীকৃত আবর্জনা পচে বায়ুমণ্ডলকে দূষিত করে।
গ) মানুষের ব্যবহৃত বালতি, কাপ, গ্লাস, ইনজেকশনের সিরিঞ্জ ইত্যাদি এবং প্লাস্টিক দ্রব্য এবং পলিথিনের ব্যাগ, ত্রিপল ইত্যাদি নানা ধরনের বিয়োজিত পদার্থ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ মাটিকে সংক্রমিত করে।
ঘ) বিপুল জনসংখ্যার খাদ্যাভাব পূরণের জন্য ফসলের ফলন বৃদ্ধির উদ্দেশ্যে কৃষি জমিতে রাসায়নিক সার, কীটনাশক ঔষধ, আগাছা নাশক ইত্যাদি ব্যবহার করা হয়। এই সকল অদ্রাব্য পদার্থগুলির অংশবিশেষ মাটিকে দূষিত করে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.