গাছে অনেক দূরে উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারব না।"- বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে বক্তার আক্ষেপের কারণ বিশ্লেষণ কর।
প্রশ্নঃ "গাছে অনেক দূরে উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারব না।"- বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করে বক্তার আক্ষেপের কারণ বিশ্লেষণ কর।
উঃ মতি নন্দীর রচিত কোনি গল্পের অন্তর্গত আলোচ্য উক্তিটির বক্তা হলেন বিষ্টুচরণ ধর। তিনি ক্ষিতীশকে উদ্দেশ্য করে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন।
বিষ্টুচরণ ধর নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিতেন। আর সেই বক্তব্যের বিষয় সংগ্রহ করতেন ক্ষিতীশ সিংহের কাছ থেকে। তিনি বক্তৃতার মাধ্যমেই সমস্ত জনগণের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। বৃষ্টি ধরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিনোদ ভড়। তাই বিনোদ ভড়কে ডাউন দেওয়ার জন্য তিনি বক্তৃতার ওপর ভরসা করতেন। একদিন হঠাৎ ক্ষিতির সিংহ বক্তব্য বিষয়কে লিখে দেবেন না শুনে তিনি আলোচ্য কথাটি বলেছেন।
ক্ষিতীশের কথামতই, বিষ্টুচরণ ধর বিনোদ ভড়কে কেবলমাত্র বক্তৃতা দিয়ে ডাউন দিতে না চেয়ে তিনি বিনোদভড়ের বিপরীত অর্গানাইজেশন গুলিতে ঢুকতে চেয়েছিলেন। যেহেতু বিনোদ ভড় ছিলেন জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট সেহেতু তার প্রতিদ্বন্দ্বীতা করতে গিয়ে তিনি অ্যাপোলো ক্লাবের প্রেসিডেন্ট হতে চাইলেন। কিন্তু এমনি তো আর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হওয়া যায় না। তার জন্য কিছু ডোনেশন দিতে হয়। আমরা জানতে পারি লীলাবতীর ঘর ভাড়ার জন্য যে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন, সেই টাকা ফেরত দেওয়ার পরেও দু হাজার টাকা ডোনেশন আর একটা লাইমের বেলুনের কষ্টুম কেনার জন্য ১০০ টাকা দিতে পারলেই তাকে অ্যাপেলো ক্লাবের প্রেসিডেন্ট করে দেবেন। আর তা দিতে না পারলে তার বক্তৃতাও লিখে দেবেন না।তাই তার মনের মধ্যে যে স্বপ্ন ছিল তা চিরতরে নষ্ট হয়ে যাবে। এই ভেবেই বৃষ্টুচরণ ধর প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন।
কোনি(উপন্যাস) মতী নন্দী– দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali koni Question and Answer
কোনি (গল্প) মতী নন্দী – (মাধ্যমিক) দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamick Bengali koni Question and answer
কোনি (গল্প) কোনি অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আমাদের YouTube channel] সাবস্ক্রাইব করুন- Bright Bangla point
কোনি (কবিতা) মতী নন্দী দশম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 10 Bengali Suggestion | West Bengal WBBSE Class TEN X (Class 10th) Bengali Question and Answer Suggestion
কোনি(গল্প) মতী নন্দী – দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class ten X / WB Madhyamick / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10th Exam / Class 10th / WB Class 10th/ Class 10th Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী ।
সে কথা মাথায় রেখে uniqueidea54. এর পক্ষ থেকে মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম শ্রেণীর বাংলা সাজেশন / দশম শ্রেণীর বাংলা প্রশ্নোত্তর । Class 10 Bengali Suggestion / Class 10th Bengali Koni Question and Answer / Class 10 Bengali Suggestion / Class 10 Pariksha Bengali Suggestion / Bengali Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 10 Bengali Suggestion উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস দশম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 10 Bengali Suggestion / West Bengal madhyamik X Question and Answer, Suggestion / WBBSE Class 10 th Bengali Suggestion / Class 10 Bengali KONI Question and Answer / Class 10 Bengali Suggestion / MADHYAMIK Pariksha Suggestion / Class 10 Bengali Exam Guide / Class 10 Bengali Suggestion 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 10 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 10 Bengali Suggestion সফল হবে।
কোনি (গল্প) মতী নন্দী প্রশ্ন ও উত্তর
Question and Answer Suggestion.
Comments
Post a Comment
Haven't doubt please let me know.