Second summative Exam question paper 2023 class-5

Second summative Exam 2023 , Class-5 , বাংলা,  ব্যাকরণ 

 

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো         ১×৩=৩ 

১.১ "মাঠ মানে ছুট"- কবিতাটি লিখেছেন - 

ক) কার্তিক ঘোষ         খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) শিবশঙ্কর মিত্র         ঘ) বনফুল


১.২ যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে- 

ক) কালো     খ) লাল      গ) নীল.    ঘ) সাদা 


১.৩ স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল - 

ক) বাঘ    খ) মৌমাছি        গ) মোরগ     ঘ) ফড়িং 


১.৪" কুমির জানত আলু হলো গাছের - 

ক) ফল        খ) কাণ্ড        গ) মূল         ঘ) ফুল 


২) নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। (যে কোন চারটি)                                                                   ১×৪=৪  

২.১ আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল ?

উঃ আকাশ ঘিরে চাঁদের লোভের জন্য মেঘ জুঠেছিল।


২.২ ফনীমনসা গাছের মনে দুঃখের কারণ কি ?

উঃ ফণীমনসা গাছের আশেপাশের গাছগুলির সুন্দর সুন্দর পাতা দেখে তার দুঃখ হয়েছিল।


২.৩ মৌমাছিকে কিভাবে ভুল পথে চালিত করতে হয় ?

উঃ  ধনাই মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করে।


২.৪ মায়াতরু কবিতায় উল্লিখিত ভালুকটির জ্বর কখন আসতো ? 

উঃ মায়াতরু কবিতায় উল্লিখিত ভালুকটির যখন বৃষ্টি হত তখন জ্বর আসতো ।


২.৫ লিমেরিক কবিতায় লোকটি মন দিয়ে কোন বিষয়ের বই পড়তেন ?

উঃ পাখি বিষয়ে


৩। যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ।   ২×৩=৬ 

৩.১ "বোকা কুমিরের কথা" গল্পে কারা চাষ করতে গেল? তারা কিসের চাষ করেছিল ? 

উঃ বোকা কুমিরের কথা গল্পে শিয়াল ও কুমির দুজনে চাষ করতে গিয়েছিল। 

     তারা প্রথমে ধানের চাষ করেছিল। তারপর আলুর চাষ ও আখের চাষ করেছিল।


৩.২ "ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হল"- বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাঙ কি করেছিল ?

উঃ ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে নিজেই ভগবানের কাছে গিয়েছিল।


৩.৩ লিঙ্গ কত প্রকার ও কি কি ? গায়ক শব্দটির লিঙ্গ পরিবর্তন কর।

উঃ লিঙ্গ চার প্রকার যথা- ক) পুংলিঙ্গ খ) স্ত্রীলিঙ্গ গ) ক্লীবলিঙ্গ ও ঘ) উভয় লিঙ্গ।

      গায়ক শব্দটির লিঙ্গ পরিবর্তন হল - গায়িকা।


৩.৪ বহু বচনের রূপগুলি লেখ : মালা, মেঘ, ভক্ত 

উঃ মালা - মালাগুলি 

      মেঘ  - মেঘরাশি

      ভক্ত - ভক্তবৃন্দ 


৪।  যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও।      ১×৩=৩

৪.১ সাগরের সঙ্গে কুয়োর তুলনা করা চলে না কেন ? 

উঃ সাগর অনেক বৃহৎ কিন্তু কুয়ো অতি ক্ষুদ্র তাই সাগরের সঙ্গে কুয়োর তুলনা করা চলে না।


৪.২ ছাগলছানাকে তার মা কি বলে বাইরে বেরোতে দিত না ?

উঃ যাসনে ভালুকে ধরবে,বাঘে নিয়ে যাবে ,সিংহে খেয়ে নেবে।


৪.৩ উত্তম ও অধম গল্পটি পড়ে তুমি কি নীতি শিক্ষা পেলে ?

উঃ পশু যা করতে পারে, মানুষের পক্ষে তা অসম্ভব।


৫। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। 

৫.১ তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখ।

উঃ 

৫.২ বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি লেখ।

উঃ 






Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)