Chandrayaan 3 short question answer

কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩

         চন্দ্রযান - 3 (ভারত) 

 চন্দ্রযান 3 সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সমাধান করা হয়েছে।যে কোনো খুঁটিনাটি প্রশ্ন আপনি বা আপনারা পেয়ে যাবেন।

১) পৃথিবীর কয়টি দেশ মহাকাশযান পাঠিয়েছে ?

উঃ ১২ টি 


২) চাঁদে সফল অবতরণকারী দেশ কয়টি ?

উঃ ৪টি 


৩) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করেছে মোট কয়টি দেশ ?

উঃ ২টি 


৪) চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণকারী দেশের নাম কি? 

উঃ ভারত 


৫) চন্দ্রযান -৩ কবে ছাড়া হয় ?

উঃ ১৪ জুলাই ২০২৩


৬) চন্দ্রযান -৩ এর থিম কি ?

উঃ সাইন্স অফ দ্য মুন 


৭) চন্দ্রযান -৩ কবে চাঁদে সফলভাবে অবতরণ করে ?

উঃ ২৩ আগস্ট ২০২৩ 


৮) চন্দ্রযান -৩ মিশনের নেতৃত্ব কে করেন ?

উঃ সি ঋতু করিধল


৯) চন্দ্রযান -৩ মিশনের ডাইরেক্টর কে ?

উঃ মোহন কুমার 


১০) চন্দ্রযান-৩ এর প্রজেক্ট ডাইরেক্টর কে ছিলেন ?

উঃ সি বিরমুথুবেল 


১১) ইসরোর চেয়ারম্যান কে ?

উঃ এস সোমানাথ 


১২)  চন্দ্রযান-৩ রোবট গাড়ির গতিবিধির দায়িত্বে ছিলেন কোন বাঙালি বিজ্ঞানী ?

উঃ কৃশানু নন্দী 


১৩) চন্দ্রযানের তথ্য সংগ্রহকারী অংশের নাম কি ?

উঃ রোভার 


১৪) চন্দ্র থেকে পৃথিবীতে তথ্য পাঠানোর অংশের নাম কি ?

উঃ লেন্ডার 


১৫) লেন্ডার কত দিন ধরে চাঁদে তথ্য সংগ্রহ করবে ?

উঃ ১৪ দিন 


১৬) চন্দ্রযান- 3 এর ল্যান্ডার বিক্রম চাঁদের যে স্থানে অবতরণ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্থানের নাম কি রেখেছেন?

উঃ শিবশক্তি


১৭) চন্দ্রযান- ২ চাঁদের যে স্থানে আঘাত করে তার নাম কী রাখা হয়? 

উঃ তিরাঙ্গা


১৮) চন্দ্রযান- 3 ল্যান্ডারের মোট ওজন কত ছিল ?

উঃ ১৭০০ কেজি


১৯) চন্দ্রযান ল্যান্ডারের নাম কি ছিল ?

উঃ বিক্রম


২০) চন্দ্রযান- 3 এর মনিটরের নাম কি?

উঃ প্রজ্ঞান


২১) ভারত সরকার কোন দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করেছে ?

উঃ ২৩ শে আগস্ট


২২) ISRO এর পুরো নাম কি ?

উঃ Indian Space research Organisation


23) ভারত সূর্যাভিযান করবে কবে ?

উঃ ২  সেপ্টেম্বর ২০২৩ 


24) চন্দ্রযান -৩ এর প্রজ্ঞান মনিটরের ওজন কত ছিল ?

উঃ ২৬ কেজি 


25) চন্দ্রযান-৩ কবে কোথা থেকে উৎক্ষেপণ করা হয় ?

উঃ শ্রীহরিকোটার সতীশধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র










Comments

Post a Comment

Haven't doubt please let me know.

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)