Madhyamik Life-Science short question with answers
মাধ্যমিক জীববিজ্ঞান ছোট প্রশ্ন ও উত্তর সমাধান
Madhyamik Life- Science short question with answers
১) বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত ?
উঃ ৭৭.১৭%
২) প্রোটোপ্লাজমের একটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম কি ?
উঃ নাইট্রোজেন
৩) নাইট্রোজেন সংবন্ধনকারী একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উঃ অ্যাজোটোব্যাক্টর,ক্লসট্রিডিয়াম
৪) একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও।
উঃ অ্যানাবিনা,নস্টক
৫) সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখ।
উঃ রাইজোবিয়াম
৬) নাইট্রোজেন চক্র কাকে বলে ?
উঃ যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে ও জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে ও সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ ও মাটি থেকে পুনরায় বায়ুমন্ডলে আবর্তিত হয়, তাকে নাইট্রোজেন চক্র বলে।
৭) অ্যাজোলা কি ?
উঃ একপ্রকার জলজ ফার্ণ।
৮) অ্যামোনিফিকেশন কাকে বলে?
উঃ মাটিতে অবস্থিত বিয়োজকদের ক্রিয়ার ফলে মৃত জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত হয়।এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলে।
৯) নাইট্রিফিকেশন কি ?
উঃ যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মাটিতে অবস্থিত অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট যৌগে পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশন বলে।
১০) ইউট্রোফিকেশন কাকে বলে ?
উঃ জলাশয়ে ফসফেট জাতীয় সার ডিটারজেন্ট ইত্যাদি মিশলে জলজ উদ্ভিদের বিশেষ করে শৈবালের ব্যাপক বৃদ্ধি ঘটে এর ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে।
১১) শৈবাল ব্লুম কাকে বলে?
উঃ জলাশয় শৈবালের বৃদ্ধির ঘটলে জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। ফলে শৈবালের পচন ঘটে এবং জল দূষিত হয় একে শৈবাল ব্লুম বলে।
১২) ডিসলেক্সিয়া রোগ কি জন্য ?
উঃ সিসা
১৩) ইটাই ইটাই রোগ কি জন্য ?
উঃ ক্যাডমিয়াম
১৪) মিনামাটা রোগ হয় কি জন্য ?
উঃ পারদ দূষিত হলে
১৫) জীববিবর্ধন কাকে বলে ?
উঃ খাদ্যশৃংখলের মাধ্যমে DDT এক খাদক থেকে অন্য খাদ্যকে প্রবেশ করে। ফলে DDT -র ঘনত্ব বহুগুণ বেড়ে যায়, একে জীববিবর্ধন বলে।
১৬) ল্যাটিন শব্দ পপুলাস কথার অর্থ কি ?
উঃ জনগোষ্ঠী
১৭) পপুলেশন কাকে বলে ?
👉 কোন একটি ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে।
১৮) কয়েকটি বায়ুদূষিত রোগের নাম লেখ।
👉 হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি।
১৯) জল দূষণের ফলে কি কি রোগ হয় ?
👉 কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি।
২০) জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন কে ?
👉 ওয়াল্টার রোসেন
২১) জীববৈচিত্র্য বলতে কী বোঝো ?
👉 বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায়, তাকে এককথায় জীববৈচিত্র্য বলে।
২২) Hotspot কথাটি ব্যবহার করেন কে ?
উঃ নরম্যান মেয়ার্স
২৩) সমগ্র পৃথিবীতে হটস্পট অঞ্চল কটি ?
উঃ ৩৪ টি
২৪) ভারতবর্ষে কয়টি হটস্পট অঞ্চল আছে ? কি কি ?
👉 চারটি, সেগুলি হল - পূর্ব হিমালয়, ইন্দোবার্মা, পশ্চিমঘাট ও শ্রীলংকা এবং সুন্দাল্যান্ড।
২৫) এন্ডেমিক প্রজাতি কাদের বলে ?
👉 যে প্রজাতির উপস্থিতি একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে তাকে এন্ডেমিক প্রজাতি বলে।
২৬) দুটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও।
👉 জলদাপাড়া, গোরুমারা, করবেট, কানহা ইত্যাদি।
২৭) ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি ?
উঃ উত্তরাখণ্ডের করবেন (১৯৩৬)
২৮) ভারতে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় কোথায় ?
উঃ গরুমারা জাতীয় উদ্যানে।
২৯) রেডপান্ডা কোথায় দেখা যায় ?
👉 সিঙ্গলিলা জাতীয় উদ্যানে।
৩০) UNESCO - এর পুরো নাম কি ?
👉 ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেসন।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.