মাস্টার দা অশোক কুমার মুখোপাধ্যায়

         মাস্টার দা 

               অশোক কুমার মুখোপাধ্যায় 
                                             প্রতিটি প্রশ্নের মান - ১
WBBSE কর্তৃক প্রণীত পঞ্চম শ্রেণীর সিলেবাস মাস্টারদা গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা।

১) মাস্টারদা গল্পের লেখক কে ?

উঃ অশোককুমার মুখোপাধ্যায় 

২) মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন ?

উঃ সূর্য সেন 

৩) মাস্টারদার নেতৃত্বে ছেলের দল কোথায় আগুন লাগিয়েছিল ?

উঃ গোলাবারুদের ভান্ডার, অস্ত্রাগার, টেলিফোন ও টেলিগ্রাফের অফিসে আগুন লাগিয়েছিল।

৪) মাস্টারদা নেতৃত্বে ছেলের দল কি ঘোষণা করেছিল ?

উঃ চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত।

৫) রেস্তোরাঁর গায়ে নোটিসে কি লেখা ছিল ?

উঃ কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ।

৬) মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন ?

উঃ গণিত বা অংক 

৭) মাস্টারদার পোশাক কেমন ?

উঃ মাস্টার দা'র পোশাক ছিল খুবই সাদাসিধে বাঙালি ধুতি - পাঞ্জাবি। তিনি রঙিন জামা পড়তেন না

৮) এ ভারী আশ্চর্যের কথা"- আশ্চর্যের কথাটি কি ?

উঃ মাস্টারদা সাদাসিধে, চুপচাপ প্রকৃতির মানুষ হয়েও তিনি কিভাবে রাইফেল বন্দুক নিয়ে ছেলেদেরকে ক্ষেপিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন, এটাই ছিল আশ্চর্যের কথা।

৯) সূর্যসেন কোন স্কুলের শিক্ষক ছিলেন ?

উঃ উমাতারা হাইস্কুল

১০) মাস্টারদার কথামতো ছাত্ররা কখন ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত।

উঃ ভোর চারটে 

১১) মাস্টারদার মেসবাড়ি কোথায় ছিল ?

উঃ দেওয়ানজির পুকুর পাড়ে 

১২) মাস্টারদা কোন গান গাইতেন ?

উঃ রামকৃষ্ণ স্তোস্ত্র 

১৩) সূর্য সেনের আদর্শ পুরুষ কারা ছিলেন ?

উঃ রামকৃষ্ণ, বিবেকানন্দ।

১৪) সূর্য সেনের প্রিয় কবি কে ছিলেন ?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

১৫) সূর্য সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলতেন ?

উঃ কবিসম্রাট রবীন্দ্রনাথ

১৬) _________ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ।

উঃ রবীন্দ্রনাথ 

১৭) মাস্টারদা কত দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবেন ?

উঃ তিনদিন

১৮) স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখ।

উঃ ক্ষুদিরাম বসু, ভগৎ সিং 

১৯) চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত ?

উঃ বাংলাদেশ 

২০) আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে ?

উঃ ১৫ ই আগস্ট 

২১) ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত ? তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন ?

উঃ ইউনিয়ন জ্যাক, স্বাধীন ভারতের পতাকা 

২২) ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত ?

উঃ ইংরেজরা ভারতীয়দের ওপর নানাভাবে অত্যাচার চালাত এই ভারতীয়দেরকে তারা কুকুরের সঙ্গে তুলনা করত।

২৩) আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও - কারা এমন করেছিল ? কেন করেছিল ?

উঃ মাস্টারদার নেতৃত্বে কিছু অল্প বয়সী ছেলের দল এ কাজ করেছিল। 

        কারণ তারা চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিল। 

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)