Computer class-5
Computer (কম্পিউটার)
Class-5 (পঞ্চম শ্রেণী)
১) কম্পিউটার শব্দটি এসেছে__________ শব্দ থেকে।
উঃ কম্পিউট
২) CAD- এর পুরো নাম _____________।
উঃ Computer Aided Design
৩) কম্পিউটারের আবিষ্কারক হলেন _________।
উঃ চার্লস ব্যাবেজ
৪) মনিটরকে ___________ বলে।
উঃ ভিসুয়াল ডিসপ্লে ইউনিট (VDU)
১) CPU - এর পুরো কথা কি ?
উঃ Central Processing Unit
২) MICR - এর সম্পূর্ণ নাম কি ?
উঃ ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার
৩) মাউস কত ধরনের হয় ? কি কি ?
উঃ মানুষ তিন ধরনের হয় - ক) মেকানিক্যাল মাউস খ) অপটিক্যাল মাউস খ) কর্ডলেস বা রিমোট মাউস।
৪) LCD- এর সম্পূর্ণ নাম কি ?
উঃ Liquid Crystal Display
৫) LED - এর পুরো নাম কি ?
উঃ Light Emitting Diode
৬) ইমপেক্ট প্রিন্টারে___________ এর জন্য শব্দ সৃষ্টি হয়।
উঃ আউটপুট প্রকাশ
৭) মাল্টিমিডিয়া সিস্টেমে____________ ব্যবহৃত হয়।
উঃ সাউন্ড বক্স
৮) মাউস____________ এর মত দেখতে।
উঃ ইঁদুর
৯) কি বোর্ডে ___________ টি থাকে।
উঃ উইন্ডোজ কিবোর্ডে১০৫ টি, মাল্টিমিডিয়া যুক্ত কিবোর্ডে ১১২ টি ।
১০) মনিটর হল একটি___________ ডিভাইস।
উঃ আউট পুট
১১) Linux এক ধরনের____________ সিস্টেম।
উঃ অপারেটিং
C. সঠিক উত্তরটি বেছে নাও
১) ইনপুট যন্ত্রের উদাহরণ হল -
A) মাউস B) প্লটার
C) RAM D) কোনটি নয়
D বর্ণ বসিয়ে পূরণ কর
১) M _____ _____ SE
2) I_____P______T
3) PR_____N______E_____
4) K_______Y______ ______A______D
E. নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও।
১) কম্পিউটার কি ? এর বৈশিষ্ট্য লেখ।
উঃ কম্পিউটার হলো দ্রুত গতি সম্পন্ন একটি জটিল বৈদ্যুতিক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে সমস্ত তথ্য সংরক্ষণ করা যায়। পরবর্তীকালে ব্যবহারের জন্য পুনরুদ্ধারও করা যায়।
বৈশিষ্ট্যঃ ক) কম্পিউটার খুব অল্প সময়ে দ্রুত কাজ করতে পারে।
খ) নির্ভুলভাবে যেকোনো কাজ করতে সক্ষম।
গ) কম্পিউটার অনেক তথ্য ধারণ করতে সক্ষম।
ঘ) ক্লান্তিহীন ও নির্ভুলভাবে একই কাজ বারবার করতে পারে।
২) আউটপুট ডিভাইস কাকে বলে ? উদাহরণ দাও।
উঃ যে ডিভাইসের সাহায্যে প্রসেসিং এর পর প্রাপ্ত ফলাফল কম্পিউটার সিস্টেমের বাইরে প্রকাশ করা হয় তাকে আউটপুট ডিভাইস বলে।
যেমন- মনিটর,প্রিন্টার,প্লটার ইত্যাদি।
৩) কম্পিউটার ব্যবহার লেখ।?
উঃ
৪) কম্পিউটারের কয়টি অংশ ও কি কি ?
উঃ ,চারটি - CPU,Input Unit, Output Unit, Memory
৫) ইনপুট ডিভাইস কাকে বলে ? উদাহরণ দাও।
উঃ কম্পিউটার সিস্টেমের যে অংশের সাহায্যে বাইরের থেকে কোন তথ্য প্রসেসিং অংশের কাছে পাঠানো যায়, তাকে ইনপুট ডিভাইস বলে।
যেমন - কী-বোর্ড,মাউস,স্ক্যানার ইত্যাদি।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.