ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না"।- নব নব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার কর।

 ১) "ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না"।- নব নব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার কর।

উঃ পৃথিবীতে মানবজাতির একটিই ধর্ম তা হল মানবতা। ধর্ম বলতে বোঝায় যা ধারণ করে রাখে। একটি নির্দিষ্ট উপাসনা পদ্ধতি মেনে যা কিছু গড়ে ওঠে তা-ই ধর্ম। এই ভিত্তিকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছিল হিন্দু, ইসলাম, খ্রিস্টান ইত্যাদি ধর্ম। সৈয়দ মুজতবা আলী তার "নব নব সৃষ্টি" প্রবন্ধে বাঙালি জাতির চরিত্রের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে ধর্ম প্রসঙ্গটি এনেছেন।

            আলোচ্য রচনাংশে লেখক ধর্ম বলতে হিন্দু ও ইসলাম এই দুই ধর্মকেই বুঝিয়েছেন। বাঙালিরা উদার মনের অধিকারী। পরকে আপন করে নেওয়া তাদের সহজাত বৈশিষ্ট্য। আবার এই বাঙালি চরিত্রের মধ্যে বিদ্রোহ লক্ষ্য করার মতো। এই বাঙালিরা প্রাচীন ঐতিহ্যের অনুকরণ কখনো মেনে নিতে পারেনি। তাই যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তখনই বাঙালি জাতি বিদ্রোহী হয়ে ওঠে। ধর্মের পরিচয় মানবিকতায় উজ্জ্বল হয়ে ওঠে।। তাই ধর্ম বদলালে যে এই জাতির চরিত্রের বদল ঘটাতে কখনো সক্ষম হয় না। ইহা শুধু বাঙালি হিন্দুর মধ্যেই সীমাবদ্ধ নয়। বাঙালি মুসলমানও এই কর্মে তৎপর হয়ে ওঠে। তাই বলা হয় ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)