মাধ্যমিক বাংলা ব্যাকরণ WBBSE Bengali grammar samas
মাধ্যমিক স্তরের অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ পদের ব্যাসবাক্যসহ সমাসের উদাহরণ।
West Bengal Board Of Secondary education
Second summative evaluation Madhymik.
নীচের সমাসবদ্ধ পদগুলির ব্যাসবাক্যসহ সমাস লেখ।
১) ঈসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি।
উঃ গররাজি - নয় রাজি = নঞ তৎপুরুষ
২) রামদাস আর কোন প্রশ্ন করিলো না।
উঃ রামদাস - রামের দাস= সম্বন্ধ তৎপুরুষ
৩) তোরা সব জয়ধ্বনি কর।
উঃ জয়ধ্বনি - জয় সূচক ধ্বনি= মধ্যপদলোপী কর্মধারয়
৪) কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবুমশায়।
উঃ বাবুমশায় - যিনি বাবু তিনিই মশাই= কর্মধারয় সযমাস
৫) নির্বোধ আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি।
উঃ নির্বোধ - নেই বোধ = নঞ তৎপুরুষ
৬) ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন।
উঃ ক্ষণ ব্যাপী কাল= ব্যপ্তি তৎপুরুষ
৭) সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন।
৮) অপর্যাপ্ত তৈলনিষিক্ত।
উঃ তৈলনিষিক্ত - তৈল হইতে নিষিক্ত= অপাদান তৎপুরুষ
৯) ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর।
উঃ চিরসুন্দর- চিরকাল ব্যাপী সুন্দর= ব্যপ্তি তৎপুরুষ।
১০) দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়।
উঃ বহ্নিজ্বালা- বহ্নির জ্বালা = সম্বন্ধ তৎপুরুষ
১১) সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়।
উঃ সর্বনাশী - সর্ব নাশ করেন যিনি = উপপদ পুরুষ
১২) বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা।
উঃ ভাগ্যাকাশে - ভাগ্যের আকাশে = সম্বন্ধ তৎপুরুষ
১৩) দিনরাত গুমরে গুমরে মরচে।
উঃ দিনরাত - দিন ও রাত = দ্বন্দ্ব সমাস
১৪) পলাশী প্রান্তরে কলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল।
উঃ পলাশী প্রান্তরে - পলাশী নামক প্রান্তরে = মধ্যপদলোপী কর্মধারয়।
১৫) যথাবিধি লয়ে গঙ্গোদক।
উঃ যথাবিধি - বিধিকে অতিক্রম না করে = অব্যয়ীভাব
১৬) বিদায় এবে দেহ বিধুমুখী।
উঃ বিধুমুখী - বিধুর মতো মুখ যার= উপমান কর্মধারয়
১৭) ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে।
উঃ ইন্দ্রজিৎ - ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি = উপপদ তৎপুরুষ
১৮) ফেলাইলা কনক বলয় দূরে।
উঃ কনকবলয় - কনক দ্বারা নির্মিত বালা= করণ তৎপুরুষ
১৯) বুড়োমানুষের কথাটি শুনো।
উঃ বুড়োমানুষ - বুড়ো যে মানুষ = কর্মধারয়
২০) পরমাত্মা আপনার কল্যাণ করুন।
উঃ পরমাত্মা - পরম যে আত্মা = সাধারণ কর্মকার।
২১) ওটা কি একটা বহুরূপী ।
উঃ বহুরূপী - বহু রূপ ধারণ করেন যিনি = উপপদ তৎপুরুষ
২২) একটা ফুলসাজি এগিয়ে দিচ্ছে।
উঃ ফুলসাজি - ফুলের জন্য সাজি = নিমিত্ত তৎপুরুষ
২৩) খুব উঁচুদরের সন্ন্যাসী।
উঃ উঁচুদর - উঁচু দর যার = বহুব্রীহি সমাস
২৪) কৃত্তিবাস রামায়ণ রচনা করেন।
২৫) কহিলা রাক্ষসপতি।
উঃ রাক্ষসপতি - রাক্ষসদের পতি = সম্বন্ধ তৎপুরুষ।
West Bengal Board Of Secondary education.
নিম্নলিখিত পদগুলির ব্যাসবাক্য সহ সমাস লেখ।
১)) চরণকমল - চরম কমলের ন্যায় = উপমিত কর্মধারয়
২) বহুরূপী - বহু রূপ ধারণ করেন যিনি = উপপদ তৎপুরুষ
৩) দশানন - দশ আনন যার = বহুব্রীহি সমাস
৪) নিমরাজি - নিম ভাবে রাজি = নঞ তৎপুরুষ
৫) দম্পতি - জায়া ও পতি = দ্বন্দ্ব সমাস
৬) মনমাঝি - মন রূপ মাঝে = রূপক কর্মকার
৭) পুরুষসিংহ - পুরুষ সিংহের ন্যায় = উপমিত কর্মধারয়
৮) সিংহাসন - সিংহ চিহ্নিত আসন = মধ্যপদলোপী কর্মধারয়
৯) দেশান্তর - অন্য দেশ = নিত্য সমাস
১8) দুর্ভিক্ষ - ভিক্ষার অভাব = অব্যয়ীভাব সমাস
১১) চরণপদ্ম - চরণ পদ্মের ন্যায় = উপমিত কর্মধারয়
১৩) বীনাপাণি - বীনা পানিতে যার = বহুব্রীহি সমাস
১৪) ত্রিভুবন - তিন ভুবনের সমাহার = দ্বিগু সমাস
১৫) উপনদী - নদীর সমীপে= অব্যয়ীভাব
১৬) পঞ্চবটী - পঞ্চ বটের সমাহার = দ্বিগু সমাস
১৭) অহর্নিশ - অহ ও নিশা = দ্বন্দ্ব সমাস
১৮) পিতাঠাকুর - যিনিই পিতা তিনিই ঠাকুর = কর্মধারয়
১৯) আমরা - আমি ও তুমি = দ্বন্দ্ব সমাস
২০) প্রলয়োল্লাস - প্রলয়ের নিমিত্ত উল্লাস = নিমিত তৎপুরুষ
২১) পলান্ন - পল মিশ্রিত অন্ন = কর্মধারয় সমাস
২২) হাতাহাতি - হাতে হাতে যে যুদ্ধ = ব্যতিহার বহুব্রীহি
২৩) কাজলকালো - কাজলের মতো কালো = কর্মধারয়
২৪) তুষারধবল - তুষার ধবলের ন্যায় = উপমিত কর্মধারয়
২৫) দশানন - দশ আনন যার = বহুব্রীহি সমাস
২৬) সবিনয়- বিনয়ের সহিত বর্তমান = সহার্থক বহুব্রীহি
আমাদের ইউটিউব চ্যানেল -
Comments
Post a Comment
Haven't doubt please let me know.