ভারতের নগরায়নের প্রধান সংস্থা গুলি আলোচনা করো। Madhyamik geography class10
প্রশ্ন: ভারতের নগরায়নের প্রধান সংস্থা গুলি আলোচনা করো।
Madhyamik geography: class10
ভূমিকাঃ নগরায়ন হলো সভ্যতার সবচেয়ে উন্নত পর্যায়। প্রথমে মানুষ স্থায়ীভাবে বসবাস করে গ্রাম তৈরি করে। সেই গ্রাম নানা কর্মের উন্নতির সাথে সাথে শহর, নগর, মহানগর প্রভৃতি অবস্থায় পৌঁছায়। ভারতে প্রায় একত্রিশ ভাগ মানুষ শহরে বাস করলেও এ দেশের শহর ও নগর গুলি বিভিন্ন সমস্যার সম্মুখীন।
অপরিকল্পিত নগরায়নঃ শহরগুলি যেমন অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে তেমনি জনসংখ্যাও অপরিকল্পিতভাবে বৃদ্ধি পেয়েছে। এটি নগরায়নের মূল সমস্যা। অতিরিক্ত জনসংখ্যা শহরের অর্থনীতিকে দুর্বল করেছে এবং শহরের পরিবেশ নষ্ট করেছে।
মানুষের শহরমুখী প্রবণতাঃ ভারতীয় গ্রামের অর্থনীতি দুর্বল বলেই ভালো কাজের সুযোগে মানুষ গ্রাম থেকে শহরে আসে। ফলে শহরের জনসংখ্যা মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে। এই মানুষদের বেশিরভাগটা অদক্ষ বলে শহরে বেকারত্বের সৃষ্টি হয়েছে।
বস্তির সমস্যাঃ অধিক জনসংখ্যার কারণেই শহরে বসবাসের সমস্যা খুব বেশি। অল্প জায়গায় ছোট ছোট ঘরে ঠাসাঠাসি ভাবে অনেক মানুষকে একসঙ্গে থাকতে হয়। কাজের সুযোগ যেখানে কম। বিশেষ করে বস্তি অঞ্চলে সেখানে এই সমস্যা খুব বেশি।
বস্তি সমস্যাঃ বড় শহরগুলির বস্তির সমস্যা গভীর। দেখা গেছে বড় শহরগুলির প্রায় ২৫ থেকে ৩০ ভাগ মানুষ বস্তিবাসী। স্বল্প পরিসর জায়গা, অস্বাস্থ্যকর পরিবেশ, পানীয় জলের সমস্যা, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বস্তিগুলোর নিত্যদিনের সমস্যা।
পরিবহনঃ প্রায় সব শহরেই যাতায়াত একটা বড় সমস্যা। শহর গুলির আয়তনের তুলনায় রাস্তার দৈর্ঘ্য অনেক কম। ফুটপাতের অভাব, সংকীর্ণ রাস্তার কারণে যানবাহনের গতি অনেক ধীর।
স্বাস্থ্যঃ এমনিতেই বস্তি অঞ্চল গুলির পরিবেশ মোটেই স্বাস্থ্যকর নয়। অন্যদিকে কলকারখানা, অতিরিক্ত যানবাহনের কারণে শহরে দূষণের মাত্রা অনেক বেশি। ফলে শহরবাসী বিশেষ করে বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি দেখা দেয়।
শিক্ষাঃ শহরের অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে সকলের জন্য প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা সম্ভব হয় না ।তাই শহরেও নিরক্ষর মানুষের সংখ্যা কম নয়।
বিদ্যুৎঃ অতিরিক্ত জনসংখ্যার কারণেই শহরে প্রায়ই বিদ্যুতের ঘাটতি দেখা দেয়।
নিকাশি সমস্যাঃ ভারতে এমন কোন শহর খুঁজে পাওয়া যাবে না যেখানে জল নিকাশের সমস্যা নেই। অপরিকল্পিতভাবে শহর গড়ে ওঠা এর মূল কারণ। বর্ষাকালে নিকাশের সমস্যা আরও প্রকট হয়। বর্ষা ঋতুতে অতিরিক্ত বৃষ্টিতে মুম্বাই, কলকাতা ইত্যাদি শহরে দুর্ভোগ চরম আকার নেয়।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.