1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ কর
প্রশ্ন ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ কর।
উঃ ভূমিকাঃ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম গুরুত্বপূর্ণ আন্দোলন হল সিপাহী বিদ্রোহ। ১৮৫৭ খ্রিস্টাব্দে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা অর্থনৈতিক শোষণের ফলে কৃষকদের দুর্দশা চরমে উঠেছিল। ফলে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতিঃ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে পন্ডিতদের মধ্যে নানা মত পার্থক্য রয়েছে। কেউ কেউ একে নিছক একটি সামরিক বা সামন্ত বিদ্রোহ বলে মনে করেছেন। আবার কেউ কেউ একে জাতীয় মুক্তির সংগ্রাম বলে অভিহিত করেছেন। ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল বলে অনেকে একে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন।
গণবিদ্রোহঃ ঐতিহাসিক জন কে, ম্যালেসন প্রমূখ এই বিদ্রোহের গণ চরিত্রের উপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে এই বিদ্রোহ কেবলমাত্র সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দিল্লি, কানপুর, অযোধ্যাসহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এভাবে এই বিদ্রোহ একটি গণবিদ্রোহে পরিণত হয়েছিল।
জাতীয় বিদ্রোহঃ ঐতিহাসিক রবার্টসন, কার্ল মার্কস এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। তাদের মতে বিহার, উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলে অসামরিক লোকজন ও জমিদারশ্রেণী ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে উঠেছিল।
বিভিন্ন ঐতিহাসিকদের মতামতঃ সুপ্রকাশ রায় প্রমুখ ঐতিহাসিকগণ এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে কৃষকদের অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। বিনায়ক দামোদর সাভারকার এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। অধ্যাপক সুশোভন সরকার এই বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন।
বিপক্ষে যুক্তিঃ বিভিন্ন ঐতিহাসিক উপরিউক্ত মতামত গুলির বিরোধিতা পোষণ করেছেন। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার দেখিয়েছেন যে, এই বিদ্রোহে জনগণ ছিল নীরব দর্শক মাত্র। এই বিদ্রোহ ভারতের কয়েকটি ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এমনকি এই বিদ্রোহ দমন করার জন্য কিছু কিছু দেশীয় রাজা ইংরেজদের সাহায্য করেছিল। তাই এই বিদ্রোহ প্রথম জাতীয় সংগ্রাম ও নয় প্রথম স্বাধীনতা সংগ্রামও নয়।
উপসংহারঃ প্রকৃত অর্থে ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ছোট করে দেখানো যুক্তিসঙ্গত নয়। দেশের সাধারণ মানুষই যে এই বিদ্রোহের প্রাণশক্তি ছিল একথা অস্বীকার করা যায় না। তাই এই বিদ্রোহ স্থানীয় কৃষকদের প্রতিরোধ, জাতীয় প্রতিরোধ প্রভৃতি বিভিন্ন ধারা-উপধারার সংমিশ্রণে ঘটেছিল।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.