বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা কর। History broad question WBBSE history
১) বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা কর।
উঃ ঊনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে শিক্ষার্থীরা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করতে শুরু করে। এই সময় বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার যথেষ্ট অগ্রগতি শুরু হয়। বিজ্ঞান ও কারিগরি বিষয়ে শিক্ষাদানের জন্য নানা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে।
আই এ সি এসঃ বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের অবদান অসামান্য। তিনি কলকাতায় বৌ বাজার স্ট্রিটে আই এ সি এস প্রতিষ্ঠা করেন। তিনি সাধারণ মানুষের দান করা অর্থে এই প্রতিষ্ঠানটি চালু রাখেন। এর নিজস্ব ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স দেশ-বিদেশে বিভিন্ন বিজ্ঞান পত্রিকায় এখানকার বিজ্ঞানীদের গবেষণার কাজ প্রকাশিত হয়।
কলকাতা বিজ্ঞান কলেজঃ লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলাকে বিভক্ত করলে সারা দেশ জুড়ে স্বদেশী আন্দোলন শুরু হয়। স্বদেশে বিজ্ঞান চর্চা প্রসারের জন্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় কলকাতায় বিজ্ঞান কলেজ স্থাপিত হয়। তারকনাথ পালিত ও রাসবিহারী ঘোষের যৌথ উদ্যোগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করে । নানা বিজ্ঞানীদের প্রচেষ্টায় এখানে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে।
বসু বিজ্ঞান মন্দিরঃ ভারতে আধুনিক বিজ্ঞান চর্চা প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখযোগ্য। স্যার জগদীশচন্দ্র বসু ইহা প্রতিষ্ঠা করেন। এখানে তিনি পদার্থবিজ্ঞান, রসায়ন, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স প্রভৃতি বিষয়ে গবেষণা করেন। বাংলা ভাষায় তার লেখা অব্যক্ত গ্রন্থটি বিজ্ঞান চর্চায় বিশেষ গুরুত্বপূর্ণ। ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেন প্রাণীর মতো উদ্ভিদেরও প্রাণ আছে, অনুভূতি শক্তি আছে।
জাতীয় শিক্ষা পরিষদঃ স্বদেশী আন্দোলনের সময় বাংলায় জাতীয় শিক্ষা আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। ১৯০৬ খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ৯২ জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। এর প্রধান উদ্দেশ্য গুলি হল - জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দান করা, শিক্ষার্থীদের মধ্যে দেশসেবা মনোভাব জাগিয়ে তোলা, নৈতিক শিক্ষাদান করা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো প্রভৃতি।
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটঃ বাংলায় কারিগরি শিক্ষা প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারকনাথ পালিত এর প্রতিষ্ঠাতা। বাংলার বহু শিক্ষিত যুবক এখানে কারিগরি বিদ্যালাভ করে স্বনির্ভর হয়ে ওঠে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.