পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা কর অথবা কার্পাস চাষের অনুকূল পরিবেশগুলির বর্ণনা দাও। ভূগোল class10
প্রশ্ন পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা কর
অথবা
কার্পাস চাষের অনুকূল পরিবেশগুলির বর্ণনা দাও।
Madhyamik geography:
ভূমিকাঃ কার্পাস বয়ন শিল্প প্রাচীন কাল থেকেই ভারতবর্ষে ঐতিহ্যবাহী। ইহা একটি একক বৃহত্তম শিল্প। প্রাচীনকালে ইহা কুটির শিল্প হিসাবে বিস্তৃত ছিল। ইংরেজদের আগমনের সঙ্গে সঙ্গে কুটির শিল্প ধ্বংস হয় এবং এদেশে বস্ত্রশিল্প কেন্দ্র গড়ে উঠতে থাকে। হাওড়ার ঘুষুড়িতে ভারতবর্ষের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়।
কাঁচামালের যোগানঃ রেগুর মৃত্তিকা সমৃদ্ধ মহারাষ্ট্রের ডেকান ট্রাপ ও গুজরাটের মালাবার অঞ্চলে প্রচুর পরিমাণে মাঝারি আঁশের তুলো চাষ হয়। এছাড়া মুম্বাই, কান্দালা বন্দর দিয়ে বিদেশ থেকে উন্নত মানের তুলো আমদানি করা হয়।
আর্দ্র জলবায়ুঃ এই অঞ্চলের সামুদ্রিক আর্দ্র জলবায়ু হওয়ায় এখানে সুতোকল ও বস্ত্রবয়ন শিল্প স্থাপনে সাহায্য করেছে।
বন্দরঃ মুম্বাই, কান্দালা, নভসেবা ও বর্তমানে গড়ে ওঠা মুদ্রা বন্দর দিয়ে বিদেশ থেকে উন্নত মানের তুলো আমদানি এবং বিদেশে বস্ত্র রপ্তানির সুবিধা আছে।
বিদ্যুৎঃ নিকটবর্তী জলবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক কেন্দ্র থেকে প্রাপ্তবিদ্যুৎ এই শিল্পে ব্যবহৃত হয়।
মূলধনঃ প্রাথমিক অবস্থায় স্থানীয় পার্শি ও ভুটিয়ারা শিল্পে মূলধন বিনিয়োগ করে। এই সম্প্রদায়ের শিল্প পরিচালনা দক্ষতা বস্ত্র শিল্পের উন্নতি ঘটিয়েছে।
শ্রমিকঃ নিকটবর্তী অঞ্চল ঘনবস্তিপূর্ণ হওয়ায় এখানে বেশ কয়েকটি টেক্সটাইল কলেজ আছে। ফলে শিল্পে দক্ষ শ্রমিকের অভাব হয় না।
এছাড়াও এই অঞ্চলে উন্নত সড়ক পথ ও রেল পরিবহন ব্যবস্থা, বস্ত্রের বিপুল চাহিদা এখানকার বস্ত্রশিল্প গড়ে তুলতে সাহায্য করেছে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.