Class-9 History question answer

 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক নবম শ্রেণী ইতিহাস। প্রথম অধ্যায়

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন(MCQ)

                                                প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর 

১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ।

১.১) ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন -

ক) রুশো                             খ) মন্তেস্কু 

গ) ভলতেয়ার                       ঘ) চতুর্দশ লুই 

উঃ গ) ভলতেয়ার

১.২) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন - 

ক) আলফ্রেড কোবান                  খ) গোল্ড স্মিথ 

গ) ষোড়শ লুই                              ঘ) অ্যাডাম স্মিথ 

উঃ ঘ) অ্যাডাম স্মিথ 

১.৩) ফ্রান্সে শ্রমকর বা বেগার খাটাকে বলা হত - 

ক) করভি                              খ) টাইথ 

গ) গ্যাবেল                             ঘ) টেইলি 

উঃ ক) করভি 

১.৪) পোইসির চুক্তি অনুসারে স্বেচ্ছাকর দিত - 

ক) অভিজাতারা                      খ) যাজকরা 

গ) কৃষকরা                              ঘ) স্যাঁকুলোৎরা 

উঃ খ) যাজকরা

১.৫) ফ্রান্সে বুর্জোয়া শ্রেণী ছিল __________ এস্টেটের অন্তর্ভুক্ত।

ক) প্রথম                                  খ) দ্বিতীয় 

গ) তৃতীয়                                  ঘ) এদের কোনোটি না 

উঃ গ) তৃতীয় শ্রেণি 

১.৬) আমি ঈশ্বরের প্রতিনিধি - কথাটি কার ?

ক) চতুর্দশ লুই                            খ) পঞ্চদশ লুই 

গ) ষোড়শ লুই                            ঘ) অষ্টাদশ লুই 

উঃ ক) চতুর্দশ লুই 

১.৭) স্পিরিট অফ লজ গ্রন্থটি কার লেখা ?

ক) রুস্তান                             খ) রুশো 

গ) মন্তেস্কু                             ঘ) ভলতেয়ার 

উঃ গ) মন্তেস্কু

১.৮) মানুষ স্বাধীন সত্ত্বা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই শেষ শৃঙ্খলে আবদ্ধ"- উক্তিটি কার ? 

ক) রুশো                              খ) ভলতেয়ার 

গ) মন্তেস্কু                             ঘ) জন লক 

উঃ ক) রুশো

১.৯) ফরাসি বিপ্লবের যেসব দার্শনিকের ভূমিকা ছিল তারা হলেন - 

ক) রুশো                                 খ) ভলতেয়ার 

গ) টমাস পেইন                        ঘ) কুয়েশনে 

উঃ ক) রুশো 

১.১০) বিশ্বকোষের রচয়িতা ছিলেন - 

ক) কুয়েশনে                            খ) দিদেরো 

গ) টুর্গ                                     ঘ) এলেমবার্ট 

উঃ খ) দিদেরো


বিভাগ - খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক (VSA) প্রশ্নঃ 

২) নিজের প্রশ্নগুলির উত্তর দাও।

                                           প্রতিটি প্রশ্নের মান- ১

A. একটি বাক্যে উত্তর দাও।

১) ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কি কি ?

উঃ ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ হলো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।

২) ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন ?

উঃ ভলতেয়ার

৩) লেটার দি কেশেট বলতে কী বোঝো? 

উঃ ফ্রান্সে দুর্নীতিগ্রস্ত বিচারকরা যে গ্রেফতারি পরোয়ানা প্রয়োগ করে বিনা বিচারে নাগরিকদের কারারুদ্ধ করতেন তাকে লেটার দি কেশেট বলে।

৪) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে ? 

উঃ অ্যাডাম স্মিথ 

৫) করভি বলতে কী বোঝো ? 

উঃ ফ্রান্সে শ্রমকর বা বেগার খাটা করভি নামে পরিচিত।

৬) ফ্রান্সে মেটায়ার কাদের বলা হত ? 

উঃ ফ্রান্সে ভাগচাষী, যারা অনাহারে দিন কাটাতো তারা মেটায়ার নামে পরিচিত।

৭) বেষ্টনী আইন কি ? 

উঃ যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের জন্য ছোট কৃষিজমিগুলি বড় কৃষি খামারের আওতায় নিয়ে আসা হয়, তাকে বেষ্টনী আইন বলে।

৮) ফ্রান্সে বুর্জোয়ারা কোন সম্প্রদায় ভুক্ত ছিলেন ?

উঃ তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।

৯) ঐশ্বরিক রাজতন্ত্রের মূল কথা কি ? 

উঃ রাজা ঈশ্বরের প্রতিনিধি, তাই রাজা তার কাজের জন্য ঈশ্বরের কাছে দায়বদ্ধ।

১০) ফরাসি পার্লামেন্টকে কি বলা হত ?

উঃ  স্টেটস জেনারেল 

১১) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো ?

উঃ ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগ পৃথকীকরণ করাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলে।

১২) সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কাকে বলা হয়? 

উঃ রুশো 

উঃ লেসাফেয়ার নীতি কি ? 

উঃ সর্বপ্রকার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণহীন অবাধ বাণিজ্য তত্ত্বকে লেসাফেয়ার নীতি বলা হয়।

১২) প্যারিকমিউন কি ?

উঃ ১৮৭১ খ্রিস্টাব্দে ১৮ মার্চ প্যারিসে শ্রমজীবী মানুষ তৃতীয় নেপোলিয়নের তৈরি বুর্জোয়া পার্লামেন্টের বিরোধিতা করে প্যারিকমিউন বা পৌর শাসন গঠন করেন।

১৩) জিরন্ডস্ট ও জ্যাকোবিনদের মধ্যে মূল তফাৎ কি ?

উঃ জিরন্ডিস্টরা ছিলেন রাজতন্ত্রের বিরোধী ও প্রজাতন্ত্রের সমর্থক। কিন্তু জ্যাকোবিনরা ছিলেন গণতন্ত্রের সমর্থক।

১৪) ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল ? 

উঃ ১৭৮৯ খ্রিস্টাব্দে 

১৫) অ্যাসাইনেট কি ? 

উঃ ফ্রান্সে প্রচলিত নতুন কাগজের নোটকে এসাইনেট বলে।

১৬) রাজা ষোড়শ লুই ও রানী আঁতোয়ানেতকে কবে গিলোটিনে শিরচ্ছেদ করা হয়েছিল ? 

উঃ ১৭৯৩ খ্রিস্টাব্দে ২১ শে জানুয়ারি।

১৭) নেপোলিয়নকে কেন বিপ্লবের ধ্বংসকারী বলা হয় ? 

উঃ নেপোলিয়ন অপদার্থ ডাইরেক্টরদের সরিয়ে কনসুলেটের শাসন প্রবর্তন করেন। তিনি মানুষের জীবনে সাম্য, মৈত্রী ফেরালেও স্বাধীনতা ফিরিয়ে দেননি তাই তাকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয়।

১৮) ফরাসি নাগরিকদের জন্য গণতান্ত্রিক অধিকার ঘোষিত হয়েছিল কোন বছর ? 

উঃ ১৭৯২ খ্রিস্টাব্দে ১০ আগস্ট

১৯) ১৭৯১ খ্রিস্টাব্দের ফরাসি সংবিধান রচনার সঙ্গে যুক্ত দুজন ব্যক্তির নাম লেখ। 

উঃ রোবসপিয়ার, মিরাবো, মুনিয়ের প্রমূখ

২০) The rights of women গ্রন্থটির রচয়িতা কে ?

উঃ মেরি অলিম্পে-ডি-গুগস

৩. সত্য বা মিথ্যা নিরূপণ করো 

১) বাস্তিল দুর্গের পতন ঘটে ১৮৮৯ খ্রিস্টাব্দে ।

উঃ মিথ্যা

২) ফ্রান্সে কর ব্যবস্থা ভালো হওয়া সত্বেও তৃতীয় সম্প্রদায়ের মানুষ বিদ্রোহী হয়ে ওঠে,।

উঃ মিথ্যা

৩) ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিলেন। 

উঃ সত্য

৪) দার্শনিক মন্তেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণে বিশ্বাসী ছিলেন।

উঃ সত্য

৪. শূন্যস্থান পূরণ কর 

১) রাজা ষোড়শ লুই___________ যন্ত্রে প্রাণ হারান। 

উঃ গিলোটিন যন্ত্রে

২) কুয়েশনে হলেন একজন_____________ পন্থি। 

উঃ ফিজিওক্র্যাট

৩) টেনিস কোর্টের শপথ নেওয়া হয়______ জুন ১৭৮৯ খ্রিস্টাব্দে। 

উঃ ২০ জুন 

৪)___________ হলেন একজন বিখ্যাত জ্যাকোবিন নেতা। 

উঃ রোবসপিয়ার 

৫) ফরাসি সংবিধান রচনার কাজ সম্পন্ন হয়________ খ্রিস্টাব্দে।

উঃ ১৭৯১ 

৬) ফরাসি সেনাপতি ছিলেন _____________।

উঃ দামুরিয়েজ 

৭) ____________মৃত্যুর পর সন্ত্রাসের শাসনের অবসান ঘটে।

উঃ রোবসপিয়রের 

৮)____________ কে ফরাসি বিপ্লবের জননী বলা হয়।

উঃ প্যারিস 

৯) ____________ কে ফরাসি বিপ্লবের জনক বলা হয়।

উঃ রুশো 

১০) ঝড়ের পাখি বলা হয় _____________কে।

উঃ রুশো


৫) সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন  

     দু-তিন টি বাক্যে লেখ 

                                                          প্রতিটি প্রশ্নের মান 2 

১) ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হত কেন ? 

উঃ  

২) ফরাসি বিপ্লবের কয়েকটি উল্লেখযোগ্য দিক তুলে ধরো।

উঃ 

৩) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলার তিনটি কারণ উল্লেখ কর।

উঃ ক) ফ্রান্সের রাজা -রানীর অমিতব্যায়িতার জন্য জাতীয় আয়ের এক ভাগ খরচ করা।

খ) রাজা রানীর বহু অনুগত কর্মচারী ও আপনজনকে রাজস্ব থেকে অব্যাহতি দেওয়া।

গ) রাজা ও কর্মচারীদের নানা আর্থিক দুর্নীতি।

৪) ফ্রান্সের একটি প্রত্যক্ষ ও একটি পরোক্ষ করের নাম বল।

উঃ ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ কর হল টেইলি এবং একটি পরোক্ষ কর হল গ্যাবেলা।

৫) বিপ্লব পূর্ব ফ্রান্সের পুরাতন তন্ত্র বলতে কী বোঝো ? 

উঃ ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের পুরনো সমাজ, অর্থনীতি, রাজনীতি ও ধর্মীয় ব্যবস্থাকে এক কথায় বলে পুরাতন তন্ত্র বা ওল্ড রেজিম।

৬) বিপ্লব পূর্ব ফ্রান্সের সমাজের তিনটি সম্প্রদায়ের নাম কি কি? 

উঃ ক) যাজক শ্রেণী, খ) অভিজাত শ্রেণী, গ) বুর্জোয়া ও সাধারণ সম্প্রদায়

৭) দার্শনিক ভোলতেয়ার কি কি কারণে স্মরণীয় ? 

উঃ দার্শনিক ভলতেয়ার তার লেখনীর মাধ্যমে যাজক ও অভিজাতদের দুরাচার তুলে ধরেছিলেন। এছাড়া ব্যক্তিস্বাধীনতা, প্রজাকল্যান ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থন করে কাঁদিদ ও লেওর ফিলোজফিক নামে দুটি গ্রন্থ রচনা করেছিলেন।

৮) দার্শনিক রূশোর লেখা দুটি বই কি কি ? 

উঃ অসাম্যের সূত্রপাত এবং সামাজিক চুক্তি।

৯) মার্কেন্টাইল অর্থনীতি বলতে কী বোঝো? 

উঃ 

১০) ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কে রচনা করেন ? 

উঃ অ্যাডাম স্মিথ

১১) জ্যাকোবিন দলের দুজন সদস্যের নাম বল।

উঃ কুঁত, কারনো,শ্যাভো 

১২) ফরাসি জনগণ কেন বাস্তিল দুর্গ  আক্রমণ করেছিল ?

উঃ 

১৩) জ্যাকোবিন ও জিরন্ডিস্টদের মধ্যে দুটি পার্থক্য লেখ।

উঃ

১৪) তৃতীয় শ্রেণীর সঙ্গে স্টেটস জেনারেল নিয়ে রাজার দ্বন্দ্বের কারণ কি ?

উঃ

১৫) টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো? 

উঃ ১৭৮৯ খ্রিস্টাব্দে ২০ জুন জাতীয় সভার তৃতীয় স্টেটের প্রতিনিধিরা টেনিস খেলার মাঠে সমবেতভাবে শপথ নেন, যতদিন না ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচিত হচ্ছে ও যাজক, অভিজাতদের বিশেষ অধিকার খর্ব করা হচ্ছে, ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে এবং জনমত গঠনের জন্য নানা স্থানের সভা সমিতিও করবে । এটিই টেনিস কোর্টের শপথ নামে পরিচিত।

১৬) সংবিধান সভার ধর্মীয় সংস্কার কর্মসূচি বলতে কী বোঝো ?

উঃ

১৭) ফ্রান্সে কেন বিপ্লব রক্ষার আহ্বান করা হয়েছিল ?

উঃ ক) বিপ্লবের দ্বারা ফরাসি সমাজে সমতা আসবে।

খ) অত্যাচারী বুরবোঁ রাজবংশ এবং সুবিধাভোগী যাজক ও অভিজাতদের ধ্বংস করবে বিপ্লব ।

গ) অসৎ মানুষ কালোবাজারি ও ফাটকাবাজদের নির্মূল করতে সক্ষম হবে।

১৮) ফরাসি বিপ্লবের সময় বিপ্লব রক্ষার দুটি পদক্ষেপ উল্লেখ করো। 

উঃ ক) সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠা।

খ) জ্যাকোবিনদের লাল সন্ত্রাসের পর কনভেনশনের শাসনের শেষের দিকে থার্মিডোরিয় শাসনের দ্বারা শ্বেত সন্ত্রাসের রাজত্ব।

১৯) ব্রান্সউইক ঘোষণা বলতে কী বোঝো? 

উঃ রাশিয়ার সেনাপতি ব্রান্সউইক দ্বিতীয় লিওপোল্ডের মৃত্যুর পর, তার পুত্র দ্বিতীয় ফ্রান্সিসের পক্ষ নিয়ে ফরাসি সংবিধান সভাকে হুঁশিয়ারি দেন যে, রাজা রানীর কোন ক্ষতি হলে তারা প্যারিস ধ্বংস করে ছাড়বে। এটি ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত।

২০) কাদের উদ্যোগে কিভাবে দ্বিতীয় ফরাসি বিপ্লব শুরু হয়েছিল ?

২১) জনগণের বিপ্লব, বিপ্লবের জনগণ- কথাটির অর্থ কি?

উঃ ফ্রান্সে জনগণের বিপ্লব ক্রমশ বিপ্লবের জনগণে পরিণত হয়েছিল। তাদের মন ও মানসিকতা বিপ্লবের অগ্নিমন্ত্রে গড়ে উঠেছিল। তাই ফ্রান্সের বিপ্লব জনগণের তৈরি করা বিপ্লব আবার বিপ্লবই জনগণকে তৈরি করেছিল। বিপ্লবই তাদের ভেতরের আশা, উদ্যমকে জাগ্রত করে বাঁচতে শিখিয়েছিল।

২২) 1789 খ্রিস্টাব্দে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রের দুটি ধারা ব্যক্ত কর।

উঃ ক) সব মানুষই জন্ম পর্যন্ত ও সারাজীবন স্বাধীন। তার অধিকার সার্বজনীন ও সকলের কাছে সমান।

খ) আইনের কাজ হল সমাজের ঘনিষ্ঠকর কাজকর্মের প্রতিরোধ করা।

২৩) ফরাসি বিপ্লবের প্রভাব ব্যক্ত করো 

উঃ

২৪) প্রথম শক্তিজোট সম্পর্কে টীকা লেখ।

উঃ 

২৫) ফ্রান্সে জ্যাকোবিন শাসকের প্রকৃতি কি ছিল ?

উঃ 

২৬) রাজতন্ত্রের শবযাত্রা বলা হয় কাকে ? 

উঃ ফ্রান্সের নারীরা পলাতক রাজা রানীকে পাহারা দিয়ে রাজধানিতে ফিরিয়ে আনতো একে রাজতন্ত্রের শবযাত্রা বলে।

২৭) সাঁকুলোৎ কাদের বলা হয় ? 

উঃ ফ্রান্সের ভবঘুরে, সর্বহারা দিনমজুর সম্প্রদায়কে সাঁকুলোৎ বলা হত।

D . নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ( প্রতিটি উত্তর সাত আটটি বাক্যে) 

                                                 প্রতিটি প্রশ্নের মান ৪ 

১) ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণ আলোচনা কর।

উঃ

২) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলার কারন গুলি বিবৃত কর।

উঃ

৩) ফ্রান্সে বিপ্লব পূর্ব কর ব্যবস্থার পরিচয় দাও।

উঃ

৪) ফ্রান্সে দৈব রাজতন্ত্রের ধারণা বিবৃত কর।

উঃ

৫) অভিজাতদের রাজার বিরুদ্ধে বিদ্রোহের কারণ আলোচনা কর।

উঃ

৬) অভিজাত বিদ্রোহের ফলাফল বর্ণনা কর।

উঃ

৭) বাস্তিল দুর্গের পতনের সুদুর প্রসারী প্রভাব আলোচনা কর।

উঃ

৮) সংবিধান সভার প্রশাসনিক কার্যাবলী বর্ণনা কর।

উঃ

৯) ফ্রান্সে জনগণের বিপ্লবের প্রভাব আলোচনা কর।

উঃ

১০) ফরাসি বিপ্লবে নারীদের অবদান আলোচনা কর।

উঃ 

১১) ফরাসি সংবিধানে সামন্ততন্ত্রের বিলোপ সম্পর্কে কি কি বলা হয়েছে ?

উঃ

১২) ফরাসি বিপ্লবে নিচুতলার সংযোগের কারণ আলোচনা কর।

উঃ


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)