প্রফেসর শঙ্কুর ডাইরি কর্ভাস
প্রশ্নঃ "যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে"- কার কথা বলা হয়েছে ? কোন জিনিসের কথা বলা হয়েছে? একথা বলার কারন কি ? ১+১+৩=৫
উঃ আলোচ্য প্রশ্নোদ্ধৃত অংশে কর্ভাসের সম্পর্কে একথা বলা হয়েছে।
এখানে জিনিসটি বলতে সার গাছের -20 পাওয়ারের সোনার চশমার কথা বলা হয়েছে।
কর্ভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। প্রফেসর শঙ্কু তার অরনিথন যন্ত্রের সাহায্যে মানুষের জ্ঞান ও বুদ্ধিকে পাখির মস্তিষ্কে পরিচালিত করেছিলেন। তাই মানুষের মতোই সেই কাকটি আচরণ করতো। সেই দেখে যাদুকর আর্গাসের লোভ হয়। তিনি কর্ভাসকে দশ হাজার এস্কুডো দিয়ে কিনতে চান। তাতে কর্ভাসকে না পেয়ে, এক সময়ে তিনি করভাসকে চুরি করে নিয়ে যান।
কর্ভাস জানতো যে, আর গাছের মাইনাস ২০ পাওয়ারের চশমাটি চোখ থেকে খুলে নিলে তিনি আর কিছুই দেখতে পান না। সেই সুযোগ বুঝেই গাড়িতে করে কর্ভাসকে নিয়ে যাওয়ার সময় তার চোখ থেকে চশমাটি ফেলে দেয় এবং কর্ভাস নিজেও আর গাছের হাত থেকে রক্ষা পায়। তাই আলোচ্য অংশে একথা বলা হয়েছে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.