আমাদের পরিবেশ Environmental science class 5

     Second summetive evaluation 


    দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

    আমাদের পরিবেশ 

 ৬৪ পৃষ্ঠা থেকে ১১৯ পৃষ্ঠা পর্যন্ত 

ক) পূর্ণ বাক্যে উত্তর দাও    
                                           প্রতিটি প্রশ্নের মান - ১

১) পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন ?

উঃ অনুর্বর, কাঁকর ও পাথর মেশানো লালমাটি । 

২) দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম কি ?

উঃ রূপনারায়ণ 

৩) কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত নাম কি ?

উঃ হলদি নদী

৪) নিত্যবহ নদী কাকে বলে ?উদাহরণ দাও ।

উঃ যে সকল নদীতে সারাবছর জল থাকে অর্থাৎ যে সকল নদী সারাবছর প্রবহমান তাদের নিত্যবহ নদী বলে।

যেমন - গঙ্গা নদী 

৫) পর্বতের মাথায় বরফ জমে কেন ?

উঃ নদী বা সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। ওপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে জলীয় বাষ্পে পরিণত হয়।তারপর আরও ঘনীভূত হয়ে প্রথমে জলকনা ও ফরে বরফে পরিণত হয়। তাই পর্বতের মাথায় বরফ জমে থাকে।

৬) গঙ্গা নদীর গতিপথ লেখ।

উঃ গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য ২৫২৫ কিলোমিটার।ইহা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। প্রথমদিকে এর নাম ভাগীরথী। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে এর প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছ। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলী নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।

৭) রবীন্দ্রনাথের জন্মস্থান কোথায় ?

উঃ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে

৮) আমার সোনার বাংলা গানটি কবে কে রচনা করেছেন ?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ খ্রিঃ 

৯) নদীমাতৃক সভ্যতা কাকে বলে ?

উঃ প্রাচীনকালে বড় বড় শহরগুলি নদীর ধারে গড়ে উঠতো। নদীর জলকেই কাজে লাগিয়েই তারা ফসল ফলাতো। নদীর ওপর নির্ভর করে তারা বেঁচে থাকতো। নদী ছিল তাদের কাছে মায়ের মত। তাই এইসব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। যেমন - সুমের সভ্যতা, সিন্ধু সভ্যতা ইত্যাদি।

১০) সভ্যতা কাকে বলে ?

উঃ সভ্যমানুষের সকল কাজকর্মকে একত্রে সভ্যতা বলে।

১১) উত্তর 24 পরগনার_________ একটা পুরনো বন খন্ড আছে।

উঃ পারমাদানে

১২) নতুনভাবে বন তৈরি হয়েছে কোথায় ?

উঃ নদীয়া জেলার বেথুয়াডহরিতে

১৩) সুন্দরবনের কয়েকটি নদীর নাম লেখ।

উঃ মাতলা,গোসাবা,কালিন্দী ইত্যাদি।

১৪) সুন্দরবন কোথায় অবস্থিত ?

উঃ দক্ষিণ চব্বিশ পরগনা 

১৫) শ্বাসমূল কাকে বলে ?

উঃ সুন্দরবনের লবনাক্ত মাটিতে জন্মানো যেসকল উদ্ভিদের মূল মাটি থেকে উপরে উঠে এসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, তাদের শ্বাসমূল বলে।

যেমন - সুন্দরী,গরান ইত্যাদি।

১৬) ঠেসমূল কোন গাছে দেখা যায় ?

উঃ কেয়া গাছে 

১৭) সুন্দরবনের অধিবাসীদের কাজকর্ম লেখো।

উঃ সুন্দরবন অঞ্চলের অধিবাসীরা নানা কাজ করে।কেউ মধু সংগ্রহ করে,কেউ নৌকা তৈরি করে অথবা নৌকা চালানোর কাজ করে।আবার কেউ মাছ ধরে। এইভাবে নানা কাজ করে।

১৮) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি ?

উঃ সান্দাকফু

১৯) একশৃঙ্গ গন্ডার কোথায় আছে ?

উঃ জলপাইগুড়ি জেলার জলদাপাড়া অভয়ারণ্যে।

২০) অযোধ্যা পাহাড় কোথায় আছে ?

উঃ পুরুলিয়া 

২১) মালদা কিজন্য বিখ্যাত ?

উঃ ফজলি আমের জন্য

২২) কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত ?

উঃ রায়গঞ্জে কুলিক নদীর তীরে 

২৩) দার্জিলিং জেলার কয়েকটি বৈশিষ্ট্য লেখ।

উঃ বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত,ম্যাল,টয়ট্রেন, রোপওয়ে আছে। এছাড়া এখানকার চা জগৎবিখ্যাত।এখানে সাদা অর্কিডের জন্য বিখ্যাত।

২৪) সাদা অর্কিডের জন্য বিখ্যাত কোন জেলা ?

উঃ দার্জিলিং 

২৫) জলপাইগুড়ি____ ও____ নদীর তীরবর্তী শহর।

উঃ তিস্তা,করলা

২৬) বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয় কাকে ?

উঃ আলিপুরদুয়ার 

২৭) মহানন্দা নদীর জন্ম কোথায় ?

উঃ দার্জিলিং জেলার ডাওহিল

২৮) রেশম শিল্প ও পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত কোন জেলা ?

উঃ মুর্শিদাবাদ 

২৯) মোরব্বা বিখ্যাত কোথায় ?

উঃ বীরভূমের সিউরি

৩০) মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত কোন জেলা ?

উঃ নদীয়া জেলার কৃষ্ণনগর 

৩১) সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত কোথায় ?

উঃ বর্ধমান 

৩২) টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা ?

উঃ বাঁকুড়া জেলা 

৩৩) ছৌ নাচ কোথায় বিখ্যাত ?

উঃ পুরলিয়া

৩৪) তমলুকের আদি নাম কি ?

উঃ তাম্রলিপ্ত

৩৫) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ? ইহা কোন নদীর তীরে অবস্থিত ?

উঃ কলকাতা,হুগলী 

৩৬) কলকাতা কি জন্য বিখ্যাত ?

উঃ পাতাল রেল, চিড়িয়াখানা,হাওয়া অফিস, ভিক্টোরিয়া মেমোরিয়াল এর জন্য কলকাতা বিখ্যাত।

৩৭) কোথায় পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে ?

উঃ হলদিয়া

৩৮) কোথাকার কাজুবাদাম বিখ্যাত ?

উঃ দীঘা

৩৯) বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত কোন শহর ?

উঃ বহরমপুর 

৪০) চিংড়ি খালি দুর্গের ভগ্নাবশেষ কোথায় আছে ?

উঃ ডায়মন্ডহারবার 

৪১) বড় রেলওয়ে স্টেশন কোথায় আছে ?

উঃ খড়গপুর

৪২) রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে ?

উঃ বর্ধমানের চিত্তরঞ্জন 

৪৩) চৈতন্যদেবের জন্মস্থান কোথায় ?

উঃ নবদ্বীপ 

৪৪) রাসমেলার জন্য বিখ্যাত কোন শহর ?

উঃ শান্তিপুর 

৪৫) ___ও ___নদীর মিলনস্থলে নবদ্বীপ অবস্থিত ।

উঃ ভাগীরথী,জলঙ্গী

৪৬) দুটি পারিবারিক সম্পদের নাম লেখ।

উঃ জ্ঞান ও বুদ্ধি 

৪৭) মনীষী কাদের বলে ?

উঃ যারা দেশের হয়ে কাজ করেছেন এবং দেশের মঙ্গলের জন্য দেশের মানুষের কথা ভেবেছেন তাদের মনীষী বলে।

যেমন - রবীন্দ্রনাথ ঠাকুর,রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ।

৪৮) মানুষকে হাতে-কলমে শিক্ষার কথা বলেছিলেন কে ?

উঃ স্বামী বিবেকানন্দ 

৪৯) প্লেগ রোগীদের জন্য সেবা করেছেন কে ?

উঃ বেগম রোকেয়া 

৫০) গান্ধীজীর প্রকৃত নাম কি ?

উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী 

৫১) বাঘা যতীন নামে কে পরিচিত ?

উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় 

৫২) মাস্টারদা নামে কে পরিচিত ?

উঃ সূর্যসেন 

৫৩) ক্ষুদিরাম বসুর মৃত্যু হয় কবে ?

উঃ ১৯০৮ খ্রিঃ

৫৪) গান্ধীবুড়ি নামে কে পরিচিত ?কেন ?

উঃ মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত।

          আমাদের দেশকে স্বাধীন করার জন্য মেয়েরাও এগিয়ে এসেছিল। ইংরেজ শাসনের বিরুদ্ধে তারাও লড়াই করেছিল। মাতঙ্গিনী হাজরা অসংখ্য মানুষকে একজোট করে লড়াই করেছিলেন। ইংরেজরা তাকে ভয় দেখালেও তিনি লড়াই ছাড়েননি। গান্ধীজীর মতোই লড়াই করেছিলেন। তাই লোকে তাকে শ্রদ্ধা করে নাম দিয়েছিলেন গান্ধীবুড়ি।

৫৫) সাধারণতন্ত্র দিবস পালিত হয় কবে ?

উঃ ২৬ শে জানুয়ারি 

৫৬) স্বাধীনতা দিবস পালিত হয় কবে ?

উঃ ১৫ই আগস্ট 

৫৭) শিক্ষক দিবস পালন করা হয় কবে ?

উঃ ৫ই সেপ্টেম্বর 

৫৮) শিশু দিবস পালিত হয় কার জন্মদিন উপলক্ষে ?

উঃ জওহরলাল নেহরু 

৫৯) পরিবেশ দিবস পালিত হয় কবে ?

উঃ ৫ই জুন 

৬০) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ?

উঃ জওহরলাল নেহেরু

৬১) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীর নাম কি ?

উঃ আবুল কালাম আজাদ 

৬২) আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি কেন ?

উঃ১৯৪৭ সালে আমরা স্বাধীনতা লাভ করি।এই স্বাধীন দেশটাকে কেমন করে আমরা চালাবো তার নিয়ম চালু হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। তাই সেই দিনটিকে আমরা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি।

৬৩) তিতুমীর কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ?

উঃ তিতুমীর ও তার সঙ্গীরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দেশীয় জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

৬৪) বাঁশের কেল্লা কে তৈরি করেন ?

উঃ তিতুমীর 

৬৫) তিতুমীরের প্রকৃত নাম কি ?

উঃ মীর নিসার আলী 

৬৬) হারভেস্টার কি ?

উঃ ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার।

৬৭) আগে কীটনাশক হিসাবে কি ব্যবহার করা হতো ?

উঃ নিমপাতা 

৬৮) সবুজ বিপ্লব কাকে বলে ?

উঃ 

৬৯) স্কোয়াশ কি ?

উঃ স্কোয়াস একটি সবজি ইহা ঝিঙে গাছের মতো দেখতে আর ফলটা খেতে অনেকটা পেঁপের মতো।

৭০) তরাই এর_____ আর____ খুব বিখ্যাত।

উঃ আনারস,কলা

৭১) রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয় ?

উঃ তুঁত গাছ

৭২) ডি ভি সি এর পুরো কথা কি?

উঃ দামোদর ভ্যালি কর্পোরেশন 

৭৩) ডিভিসি কেন তৈরি হয়েছিল ?

উঃ প্রধানত বন্যা বন্ধ করার উদ্দেশ্যে ডি ভি সি তৈরী করা হয়েছিল। বৃষ্টির জল পাহাড়ী অঞ্চল থেকে নেমে এসে বার বার বন্যা ঘটাত। তাছাড়া সেই জল কৃষিকাজে ব্যবহার করার উদ্দেশ্যে ডি ভি সি তৈরী করা হয়েছিল।

৭৪) পশ্চিমের পাহাড়ি লাল মাটিতে কোন ফসলের চাষ হয় ?

উঃ অড়হর,মুসুর,

৭৫) দক্ষিণের নোনা জমিতে কি চাষ হয় ?

উঃ 

৭৬) দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখ।

উঃ সরপুঁটি, ন্যাদোশ ইত্যাদি।

৭৭) মাছ ধরা হয় কি দিয়ে ?

উঃ জাল,বঁড়শি,ঘুনি,পোলো ইত্যাদি।




,

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)