হযবরল সুকুমার রায় বাংলা গল্প

   দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

           হ য ব র ল 

          সুকুমার রায় 

১৫ পৃঃ থেকে ২৭ পৃঃ পর্যন্ত 

পূর্ণবাক্যে উত্তর দাও

                                           প্রতিটি প্রশ্নের মান - ১

১) বিজ্ঞাপন পেয়েছ ? হ্যান্ডবিল ?- কার উক্তি? 

উঃ সুকুমার রায়ের "হ য ব র ল " গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হল কাক।

২) শ্রীকাকেশ্বর কুচকুচের বাসস্থান কোথায় ?

উঃ ৪১ নং গেছোবাজার, কাগেয়াপটি।

৩) হিজ বিজ বিজ- এর শ্বশুরের নাম কি ?

উঃ বিস্কুট

৪) কাকের বয়স গোনার পদ্ধতিটা কেমন ?

উঃ চল্লিশ বছর হলেই বয়স ঘুরিয়ে দেয় তখন আর ৪১,৪২ হয় না 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তারপর আবার বাড়তে শুরু করে।

৫) "আমার বয়স তো কত উঠল নামল আবার উঠলো"- উক্তিটি কার ? তার বর্তমান বয়স কত ?

উঃ উক্তিটির বক্তা হলো কাক। তার বর্তমান বয়স ১৩।

৬) কাকের হ্যান্ডবিলে কি লেখা ছিল ?

উঃ                শ্রীশ্রী ভূসুন্ডিকাগায়ো নমঃ 

               ৪১ নং গেছোবাজার কাগেয়াপটি 

আমরা হিসাবি ও বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য এক ইঞ্চি ১ ।/০। CHILDREN HALF PRICE  অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতার মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত, ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠালেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠিয়ে থাকি।

             সাবধান।       সাবধান           সাবধান। 

আমরা সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলীন, অর্থাৎ দাঁড়কাক। আজকাল নানা শ্রেণীর পাতিকাক, রামকাক প্রভৃতি নিম্নশ্রেনীর কাকেরাও অর্থলোভের নানা রূপ ব্যবসা চালাচ্ছে। সাবধান! তাহাদের বিজ্ঞাপনের চটক দেখে প্রতারিত হইবেন না।

৭) হিজি বিজ বিজ কে ?

উঃ হিজিবিজবিজ হল একটা জন্তু। মানুষ না বাঁদর, পেঁচা না ভূত, ঠিক বোঝা যাচ্ছিল না- সে খালি হাত-পা ছুঁড়ে হাসছিল আর বলছিল, এই গেল গেল - নাড়ি ভুঁড়ি সব ফেটে গেল।


                                                           প্রশ্নের মান ৩ 

১) ছাগলের উপাধি খাদ্য বিশারদ হয়েছিল কেন ?

উঃ ছাগলের গলায় ঝোলানো সার্টিফিকেটে লেখা ছিল শ্রীব্যাকরণ শিং,বি এ খাদ্যবিশারদ। ছাগল খুব চমৎকার ব্যা করতে পারে। তাই তার নাম ব্যাকরণ আর শিং তো ছিলই। ইংরেজিতে লিখবার সময় লিখে বিএ অর্থাৎ ব্যা। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা খাওয়া যায় না তার সব নিজে পরীক্ষা করে দেখেছে। তাই তার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ।

২) গল্পে জন্তুটার নাম কি? তার সাংঘাতিক রকমের হাসির কারণ কি ?

উঃ গল্পে জন্তুটার নাম ছিল হিজি বিজ বিজ। 

      হিজি বিজ বিজ নিজের কল্পনায় নিজেই সাংঘাতিক রকম হাসছিল। যেমন সে বলেছে পৃথিবীতে যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙ্গায় এসে পড়তো আর ডাঙ্গার মাটি সব গুলিয়ে প্যাচপ্যাচে কাদা হয়ে যেত আর লোকগুলো তার মধ্যে আছাড় খেয়ে পড়তো তাহলে হোঃ হোঃ হোঃ। আবার বলেছে, একটি লোক কুলফি খেতে গিয়ে ভুল করে সাজিমাটি খেয়ে ফেলে, তাহলে হোঃ হোঃ করে আবার হাসতেছিল। এইসব কারণে হিজি বিজ বিজ হাসছিল।

৩) হিসেবের শেষে মোটা মোটা অক্ষরের কি লেখা ছিল ?

উঃ হিসাবের শেষে মোটা মোটা অক্ষরে লেখা ছিল যে ,সাত  দু-গুনে ১৪, বয়স ২৬ ইঞ্চি, জমা ২ ।/০।। সের, খরচ ৩৭ বছর।






Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)