সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি লেখ

প্রশ্নঃ সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখ।

উঃ সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি হল - 

১) বায়ুপ্রবাহঃ বায়ুপ্রবাহ হল সমুদ্রস্রোত সৃষ্টির মূল কারণ। সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত বায়ু জলকণার সঙ্গে সংঘর্ষ লেগে জলকে তাড়িয়ে নিয়ে সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটায়। সমুদ্রের ওপর প্রবাহিত নিয়ত বায়ু সমুদ্র স্রোত উৎপত্তিতে সর্বাধিক সাহায্য করে। প্রধানত তিনটি মহাসাগরেই আয়ন বায়ু পশ্চিমা বায়ু ও মেরু বায়ু সমুদ্র স্রোত উৎপত্তি ঘটায়।

২) পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বলঃ 

           পৃথিবীর আবর্তনে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ুর মতো সমুদ্রস্রোতও উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। পৃথিবীর আবর্তনের কারণেই নিরক্ষরেখার উভয়দিকে পশ্চিমগামী উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি ঘটে।

৩) সমুদ্র জলের উষ্ণতাঃ নিরক্ষরেখা থেকে মেরু রেখার দিকে সমুদ্র জলের উষ্ণতা কমতে থাকে। অধিক উষ্ণতায় নিরক্ষীয় অঞ্চলের জলের ঘনত্ব কমে এবং আয়তনে বৃদ্ধি হয়ে তা বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে বয়ে যায়। শীতল মেরু অঞ্চলের অধিক ঘনত্বের জল অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে।

৪) সমুদ্র জলের লবনতা ও ঘনত্বঃ জলে লবণ বেশি থাকলে ঘনত্ব বাড়ে এবং এই জল অন্তঃস্রোত রূপে কম লবণাক্ত ও কম ঘনত্বের জলের দিকে প্রবাহিত হয়। অপরদিকে কম লবণাক্ত জল হালকা ও কম ঘনত্ব হয় বলে বহিস্রোতরূপে বেশি ঘনত্বের জলের দিকে বয়ে যায়।

৫) বরফের গলন ও বাষ্পীভবনঃ মেরু অঞ্চলে বরফ গলে অতিরিক্ত জল সমুদ্রে মিশে। এখানে বাষ্পীভবনের হার কম। জলতলের উচ্চতা এখানে কিছুটা বেশি বলেই সমতা রক্ষার কারণে এই জল সমুদ্রস্রোত রূপে নিম্ন অক্ষাংশের দিকে বয়ে যায়। মেরু অঞ্চলের এই স্রোতের সঙ্গেই হিমশৈল ভেসে আসে।


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)