চন্দ্রাভিযান৩ chandrayan 3 report in bengali
প্রশ্নঃ ভারতের চন্দ্রযান-৩ প্রসঙ্গে একটি প্রতিবেদন রচনা কর।
চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান ৩
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ ই জুলাই ২০২৩ : শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দুপুর ২.৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে চন্দ্রযান ৩ । ইসরো সূত্রে জানা গিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে তৃতীয় চন্দ্রাভিযানের ল্যান্ডার। অবতরণ সফল হলে চাঁদের মাটিতে গড়বে রোবট গাড়ির চাকা। আমেরিকা, রাশিয়া ও চীনের পরেই ভারত হবে চতুর্থ দেশ, যার তৈরি যানের চাকার ছাপ পড়বে চাঁদের বুকে।
ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী জানান, ওই লন্ডারের ভেতরে থাকা যন্ত্রটি বর্ণালী বিশ্লেষণ করে তার ভিতরে অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড ও জলের উপাদান আছে কিনা তা বুঝতে পারবে। ঋতু বৈচিত্র্য অথবা দিন রাতের আবহাওয়ার কি তফাৎ হচ্ছে তাও ধরতে পারবে।
এদিন উৎক্ষেপণের সময় শ্রীহরিকোটায় মহাকাশ গবেষণা কেন্দ্রে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান শ্রীধর পানিক্কর সোমনাথ এবং কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র প্রসাদ ।এছাড়াও ছিলেন ইসরোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বিজ্ঞানীরা। উৎক্ষেপণ দেখার জন্য গ্যালারিতে দর্শকদের জায়গা ছিল। ইউটিউবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রেখেছিল ইসরো। দেশের বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে সেই সম্প্রচার দেখানো হয়েছে।
.
Comments
Post a Comment
Haven't doubt please let me know.