শরীর অসুস্থ থাকার কারণে তুমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনা সেইনিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্ররচনা কর।
@ শরীর অসুস্থ থাকার কারণে তুমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনা সেইনিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্ররচনা কর।
উঃ
মাননীয়,
প্রধান শিক্ষক মহাশয়
বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়
বালিপুর হুগলি
বিষয়- বিদ্যালয় অনুপস্থিত থাকার কারণে ছুটির মঞ্জুর পত্র
মহাশয়,
আমি আপনার বিদ্যালয়ের একজন অধিষ্ঠিত ছাত্র/ছাত্রী। নাম - __________ শ্রেণী - __________ বিভাগ- ________ ক্রমিক নম্বর - __________ বিগত পাঁচ দিন যাবৎ শরীর অসুস্থ থাকার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারি না।
সুতরাং মহাশয়, আমি যাতে কোন শাস্তি না পাই আপনি এর উপযুক্ত ব্যবস্থা করে বাধিত করবেন।
তারিখ_____ বিনীত
আপনার বিশ্বস্ত ছাত্র/ছাত্রী
নাম ______________।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.