কোনি গল্পের সাজেশন, অভিষেক কবিতার সাজেশন, সিরাজদৌলা, বহুরূপী গল্পের সাজেশন, second summative evaluation Bengali suggestion class 10

 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

       মাধ্যমিক (দশম শ্রেণী)

            কোনি 

               মতি নন্দী

 সপ্তম পরিচ্ছেদ থেকে দশম পরিচ্ছেদ (৩১ পৃঃ থেকে ৪৯ পৃঃ)

                          সপ্তম পরিচ্ছেদ 

প্রতিটি প্রশ্নের মান ৫

১) "কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে"-বক্তা কে? আলোচ্য উক্তির মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে?***

২) "হাড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার।"-ভাত কটার শব্দকে জীবন্ত ব্যাপার বলে মনে হয়েছে কেন ?***

                        অষ্টম পরিচ্ছেদ 

৩) খিদ্দা, এবার আমরা কি খাব ? "- বক্তা কে ? কোন পরিস্থিতিতে বক্তা কেন একথা বলেছে ?

                        নবম পরিচ্ছেদ 

৪) এটা বুকের মধ্যে পুষে রাখুক "- বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কেন ?***

৫) কোনিকে চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গিয়ে কি ঘটনা ঘটেছিল ? 

৬) কনে কিভাবে বাংলা সাঁতার দলের জায়গা পেল ? ***


                   বহুরূপী

 প্রশ্নের মান ৫

১) "হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে।"-হরিদার জীবনের নাটকীয় বৈচিত্রের পরিচয় দাও। 

২) "বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা "- আজকে বলতে কোন দিনের কথা বলা হয়েছে ? সেই দিনের সন্ধ্যার চেহারার বর্ণনা দাও।

প্রশ্নের মান ৩

১) "অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না"- বক্তা কে ? অদৃষ্ট হরিদ্বার এই ভুলকে ক্ষমা করবে না কেন ?

২) বিরাগী কে ? বিরাটি জগদীশ বাবুকে কি উপদেশ শুনিয়েছিলেন ? 

                অভিষেক

প্রশ্নের মান ৫

১) অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্রটি ব্যাখ্যা কর।

২) যুদ্ধযাত্রার প্রাক্কালে ইন্দ্রজিতের সাজ-সজ্জার পরিচয় দাও।

প্রশ্নের মান ৩

১) "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া"- মহাবাহু কে ? তার বিস্ময়ের কারণ কি ?

২) "এ অদ্ভুত বার্তা জননী"- অদ্ভুত বার্তাটি কি ? তাকে অদ্ভুত বার্তা বলার কারণ কি ?

৩) হা ধিক মোরে"- বক্তা কাকে কেন ধিক জানিয়েছে?

সিরাজদ্দৌলা

১) সিরাজের সাথে ওয়াটসের কথোপকথন আলোচনা কর।

২) "তোমাদের কাছে আমি লজ্জিত"- বক্তা কাকে একথা বলেছেন ? তাদের কাছে লজ্জিত হওয়ার কারণ কি ?

৩) সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে সিরাজের চারিত্রিক বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

             পথের দাবী 

১) প্রশ্নের মান ৫ 

১) "পথের দাবী" গদ্যাংশ অবলম্বনে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। 

২) "পলিটিকাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সামনে হাজির করা হলো।"-  তারপর কি ঘটেছিল পাঠ্যাংশ অনুসরণে আলোচনা কর।

প্রশ্নের মান ৩ 

১) "বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোল আনাই বজায় আছে।"- বাবুটি কে ? তার শখ ষোলআনা পরিচয় দাও।

২) "এসব কথা বলার দুঃখ আছে "- বক্তা কে ? তিনি কেন এ কথা বলেছেন ?

৩) "বুড়ো মানুষের কথাটা শুনো"-বুড়ো মানুষটি কে ? তার কোন কথা শুনতে বলা হয়েছে ?

৪) "কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ"-বক্তা কে ? একথা বলার কারণ কি ?





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)