Posts

Showing posts from February, 2020

ইতিহাস থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Image
১)  সেন বংশের প্রতিষ্ঠাতা কে? উঃ সামন্ত সেন ২) সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উঃ বিজয় সেন ৩ সনোখার মূর্তি লেখ, নৈহাটি তাম্রশাসন থেকে কার সম্পর্কে জানা যায়? উঃ বল্লাল সেন ৪) গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন কে? উঃ লক্ষণ সেন ৫) কোন রাজার আমলে তুর্কি আক্রমণ করেছিল? উঃ লক্ষণ সেন ৬) ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রচয়িতা কে? উঃ হলায়ুধ ৭) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? উঃ দন্তীদুর্গ ৮) রাষ্ট্রকূটদের রাজধানী কোথায় ছিল? উঃ নাসিক ৯) মহাবলীপুরমের রথ মন্দির নির্মিত হয় কার আমলে? উঃ দ্বিতীয় নরসিংহ বর্মন ১০) সেন বংশের শেষ রাজা কে ছিলেন? উঃ লক্ষণ সেন ১১) চোল বংশের কোন রাজা অভিযানে বিশেষ পারদর্শী ছিলেন? উঃ রাজেন্দ্র চোল ১২) ভারতে হুন আক্রমণ কোন গুপ্ত রাজার আমলে হয়েছিল? উঃ কুমার গুপ্ত ১৩) মত্ত বিলাস প্রহসন গ্রন্থটির রচয়িতা কে? উঃ মহেন্দ্র বর্মন ১৪) ধীমান ও বিটপাল ভাস্কর্যটি তৈরি হয়েছিল কোন যুগে? উঃ পাল যুগে ১৫) চেঙ্গিস খাঁ কার রাজত্বকালে ভারতে আসেন? উঃ ইলতুৎমিস ১৬) রেহলা গ্রন্থের রচয়িতা কে? উঃ ইবন বতুতা ১৭) ইবন বতুতা কার সময় ভারতে আসেন? উঃ মুহাম্মদ...

Hs shabdartha tatta উচ্চমাধ্যমিক ভাষাতত্ত্বের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Image
১) শব্দার্থের প্রসার কাকে বলে ?উদাহরণ দাও। উঃ সময়ের পরিবর্তনের সাথে কোন শব্দ আদিতে যে অর্থে ব্যবহৃত হত, বর্তমানে সেই অর্থ ছাড়াও যদি নতুন অর্থ বা অর্থ সমস্ত প্রকাশ করে তাহলে তাকে অর্থের প্রসার বলে। উদাহরণ: কালী শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু কিন্তু বর্তমান অর্থ লাল-নীল যে কোন কালিকে বোঝায়। গাঙ-শব্দের আদি অর্থ গঙ্গা নদী  গাঙ-শব্দের বর্তমান অর্থ যে কোন নদী ২) শব্দার্থের সংকোচ বলতে কী বোঝো? উদাহরণ দাও উঃ কোন শব্দ আদিতে যে ব্যাপক অর্থে ব্যবহৃত হতো বর্তমানে সেই অর্থের ব্যাপকতা কমে গেলে তাকে শব্দার্থ সংকোচ বলে। উদাহরণ: অন্ন শব্দের আদি অর্থ খাদ্য।               অন্ন শব্দের বর্তমান অর্থ ভাত।                মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু।                মৃগ শব্দের বর্তমান অর্থ হরিণ। ৩) শব্দার্থের রূপান্তর বলতে কী বোঝো? উদাহরণ দাও উঃ কোন শব্দ আদিতে যে অর্থ ব্যবহৃত হতো, বর্তমানে তা যদি পরিবর্তিত হয়ে এক নতুন অর্থ প্রকাশ করে তাকে শব্দার্থের রূপান্তর বলে। উদাহর...

ইতিহাসের প্রশ্ন উত্তর

Image
১) সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে কে অভিহিত করেছেন? উঃ ভিন্সেন্ট স্মিথ ২) এলাহাবাদ প্রশস্তি তে কবিরাজ বলে আখ্যায়িত করা হয় কাকে? উঃ সমুদ্রগুপ্তকে ৩) সমুদ্রগুপ্তের সমসাময়িক দুজন কবির নাম লেখ। উঃ হরিষেন, বসুবন্ধু ৪) সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত বলেছেন কে? উঃ গোখলে ৫) সমুদ্র গুপ্তের পুত্রের নাম কি? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ৬) দেবীচন্দ্রগুপ্তম গ্রন্থটি কে রচনা করেন? উঃ বিশাখদত্ত ৭) সমুদ্রগুপ্তের পর পরবর্তী রাজা কে ছিলেন? উঃ রাম গুপ্ত ৮) রামগুপ্তকে কে হত্যা করেছিলেন? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ৯) গুপ্ত সাম্রাজ্যের উন্নতির চরম শিখরে উঠেছিল কার সময়ে? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ১০) শক রাজারা কি নামে পরিচিত ছিলেন? উঃ ক্ষত্রপ ১১) শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ১২) বিক্রমাদিত্যের সভাকবিরা কি নামে পরিচিত ছিলেন? উঃ নবরত্ন ১৩) নবরত্ন সভায় উল্লেখযোগ্য কবি কে ছিলেন? উঃ কালিদাস ১৪) বিক্রমাদিত্যের রাজধানী কোথায় ছিল? উঃ উজ্জয়িনী ১৫) ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ১৬) মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্...

Competitive examination's question and answer 30টি

Image
১) টোডা উপজাতি কোথায় বাস করে? উঃ নীলগিরি পর্বত ২) ইউরিয়া গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ কে প্রস্তুত করেছিলেন? উঃ হোলার ৩) পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কত শতাংশ? উঃ ১৩% ৪) দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলে? উঃ হেটারোক্যারিয়ান ৫) শ্বাসনালী ফুলকা দেখা যায় কোন প্রাণীর দেহে? উঃ মাছ ৬) ভারতীয় সংবিধানের 19 নং ধারার বিষয়বস্তু কি? উঃ স্বাধীনতার অধিকার ৭) বিখ্যাত সঙ্গীত" ইম্যাজিন"কার রচনা? উঃ জন লেনন ৮) জগদ্দল কি? উঃ একটি পুরানো ফোর্ড গাড়ি ৯) শাইলক চরিত্রটি কোন নাটকের? উঃ দ্য মার্চেন্ট অফ ভেনিস ১০) ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উঃ কুতুবউদ্দিন আইবক ১১) পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত? উঃ রেগুর ১২) নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট এর জলাশয় সৃষ্টি করা হয়েছে কোন নদীর ওপরে? উঃ কৃষ্ণা ১৩) "come away with me "-অ্যালবামটি কার? উঃ নোরা জোন্স ১৪) যেতে পারি কিন্তু কেন যাবো-কার লেখা? উঃ শক্তি চট্টোপাধ্যায় ১৫) দীন ই ইলাহী-র প্রবক্তা কে? উঃ আকবর ১৬) ভারতের সবুজ বিপ্লব প্...

Class 11 Bengali suggestion 2020

সাহিত্যের ইতিহাস ১) ধাঁধা কাকে বলে? ধাঁধার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। ২) প্রবাদ কাকে বলে? প্রবাদের  বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ৩) বিদ্যাপতির কবি প্রতিভা আলোচনা করো। ৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৫) কাজী নজরুল ইসলামের কবি প্রতিভা আলোচনা করো। ৬) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেছিলেন? কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো। ৭) চর্যাপদের সমাজজীবন এবং ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো।

ইতিহাস প্রশ্ন ও উত্তর

১) আর্য কথার অর্থ কি? উঃ শ্রেষ্ঠ বা সৎ বংশজাত ব্যক্তি ২) কোন রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? উঃ দ্বিতীয় মহিপাল ৩) কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখ? উঃ দিব্যক ৪) কৈবর্ত বিদ্রোহ কে দমন করেন? উঃ রামপাল ৫) বিক্রমশীলা মহাবিহার, ওদন্তপুরী বিহার, সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? উঃ ধর্মপাল ৬) কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উঃ দ্বিতীয় কদফিসিস ৭) কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উঃ কনিষ্ক ৮) কবে শকাব্দ প্রবর্তন হয়? উঃ 78 খ্রী: কনিষ্ক ৯) রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? উঃ কলহন ১০) কনিষ্কের রাজধানী কোথায়? উঃ পুরুষপুর ১১) কোন বৌদ্ধ সংগীতিতে মহাযান ধর্মমত সংঘটিত হয়? উঃ চতুর্থ বৌদ্ধ সংগীতি ১২) কনিষ্কের সভাকবি কে ছিলেন? উঃ বসুবন্ধু ১৩) বুদ্ধচরিত কে রচনা করেন? উঃ অশ্বঘোষ ১৪) কুশান আমলে দুজন চিকিৎসক এর নাম লেখ। উঃ চরক, সুশ্রুত ১৫) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? উঃ সিমুক ১৬) সিমকের রাজধানী কোথায় ছিল? উঃ পৈথান ১৭) সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উঃ গৌতমীপুত্র সাতকর্ণী ১৮) নাসিক প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়? উঃ সাতকর্ণী ১৯) সাতবাহন বংশের ...

ইতিহাসের 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Image
১) ভারতবর্ষের প্রাচীনতম নাম কি ছিল? উঃ জম্বুদ্বীপ ২) ভারতকে নৃতত্বের জাদুঘর বলে কে অভিহিত করেছেন? উঃ ভিনসেন্ট স্মিথ ৩) অশোকের শিলালিপির পাঠোদ্ধার কত সালে হয়েছিল? উঃ ১৮৩৭ সালে ৪) রবতক শিলালেখ থেকে কার সম্পর্কে জানা যায়? উঃ প্রথম কনিষ্ক ৫) মেহেরৌলি স্তম্ভলেখ কার লেখা? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ৬) মান্দাসোর লেখ কার লেখা? উঃ যশোবর্মন ৭) গোয়ালিয়র প্রশস্তি কার লেখা? উঃ প্রতিহার ভোজ ৮) জগজ্জীবনপুর তাম্রশাসন কার লেখা? উঃ মহেন্দ্র পাল ৯) দেওপাড়া প্রশস্তি কার লেখা? উঃ উমাপতি ধর ১০) গৌড়বহ গ্রন্থটি কার লেখা? উঃ বাকপতিরাজ ১১) ভোজ প্রবন্ধ কার লেখা? উঃ বল্লাল সেন ১২) কাব্য মীমাংসা কার লেখা? উঃ রাজশেখর বসু ১৩) রাসমালা কার লেখা? উঃ সোমেশ্বর ১৪) ফো-কুয়ো-কি গ্রন্থটি কার লেখা? উঃ ফা-হিয়েন ১৫) সি ইউ কি গ্রন্থটি কার লেখা? উঃ হিয়েন সাঙ ১৬) তবকাৎ ই নাসিরী গ্রন্থটি কার লেখা? উঃ মিনহাজ উদ্দিন ১৭) লামা তারানাথ কোন দেশের লোক ছিলেন? উঃ তিব্বত ১৮) মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? উঃ তামা ১৯) হরপ্পা সভ্যতার নিদর্শন কে আবিষ্কার করেন? উঃ চার্লস ম্যাসন ২০) মহেঞ্জোদারো কে...

ভারতের ইতিহাস সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর

Image
১) প্রাজ্ঞ -পারমিতা গ্রন্থের রচয়িতা কে? উঃ নাগার্জুন ২) প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? উঃ রাজগৃহে ৩) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? উঃ বৈশালীতে ৪) তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? উঃ পাটলিপুত্র ৫) চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? উঃ কাশ্মীরে কুণ্ডল বনবিহারে ৬) প্রথম বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল? উঃ বিম্বিসার/ অজাতশত্রু ৭) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল? উঃ কালাশোক ৮) তৃতীয় বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল? উঃ অশোক ৯) চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল? উঃ কনিষ্ক ১০) ভারতবর্ষে অঞ্চল ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা কবে ঘটেছিল? উঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক ১১) মহাজন' শব্দের অর্থ কি? উঃ বৃহৎ রাজ্য ১২) ষোড়শ মহাজনপদ কত দূর বিস্তৃত ছিল? উঃ কাবুল থেকে গোদাবরী তীর পর্যন্ত ১৩) দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? উঃ অস্মক ১৪) ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে প্রজাতান্ত্রিক রাজ্যটির নাম কি? উঃ বৃজি ও মল্ল ১৫) হর্যঙ্ক বংশের রাজা কে ছিলেন? উঃ বিম্বিসার ১৬) বিম্বিসার কোথায় রাজত্ব করতেন? উঃ মগধ রাজ্যের ১৭) বিম্বিসারের পর মগধের রাজা কে ছিলেন? ...

উচ্চমাধ্যমিক সাহিত্যের ইতিহাসে 5 নম্বর প্রশ্ন সহ উত্তর

1) রামায়নে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? দাবা খেলায় পশ্চিমবঙ্গে সাফল্য বিচার করো। উত্তর: সুপ্রাচীন মহাকাব্য রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে বলা যায়, রাবণের স্ত্রী মন্দোদরী হলেন দাবা খেলার স্রষ্টা।                   পশ্চিমবঙ্গে দাবা খেলার সূচনা হয় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে। ১৮৫০ খ্রিস্টাব্দে John cochrane এর উদ্যোগে এই খেলার সূত্রপাত হয়েছিল। Calcutta chess club হল ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব। ১৯৫৯ সালে West Bengal chess association গড়ে ওঠে। এই রাজ্যে দাবার শ্রীবৃদ্ধি ঘটানোই ছিল এই অ্যাসোসিয়েশন এর মূল উদ্দেশ্য। ইহা all India chess federation স্বীকৃত। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ এদেরই উদ্যোগে শুরু হয়।                       ১৯৬১ সালে প্রথম রাজ্যে দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন প্রাণকৃষ্ণ কুন্ডু। রাজ্যে দাবা খেলায় সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 6 জন গ্র্যান্ডমাস্টার, 9 জন ইন্টারন্যাশনাল মাস্টার, দুজন মহিলা গ্র্যান্ড মাস্টার এব...

Physics and chemistry questions and answer

Image
1) ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? উঃ ৯.৮ মিটার/সেকেন্ড ×সেকেন্ড ২) সিজিএস পদ্ধতিতে ওজনের একক কি? উঃ ডাইন ৩) এসআই পদ্ধতিতে ওজনের একক কি? উঃ নিউটন ৪) ভরের নিত্যতা সূত্রের আবিষ্কারক কে? উঃ আইনস্টাইন ৫) পৃথিবীতে শক্তির উৎস কি? উঃ সূর্য ৬) বরফের গলনাঙ্ক কত? উঃ 0 ডিগ্রি সেলসিয়াস ৭) ন্যাপথলিন এর গলনাঙ্ক কত? উঃ ৮০ ডিগ্রী সেলসিয়াস ৮) লোহার গলনাঙ্ক কত? উঃ ১৫৩৯ ডিগ্রী সেলসিয়াস ৯) জলের হিমাঙ্ক কত? উঃ 0 ডিগ্রি সেলসিয়াস ১০) দুটি উদ্বায়ী পদার্থের নাম লেখ। উঃ কর্পূর, আয়োডিন ১১) দু'খন্ড বরফকে চাপ দিলে জোড়া লাগে কারণ কি? উঃ পুনঃশিলীভবন ১২) কয়েকটি অনুদ্বায়ী পদার্থের নাম লেখ উঃ গ্লিসারিন, পারদ ১৩) জলের স্ফুটনাঙ্ক কত? উঃ 100 ডিগ্রী সেলসিয়াস ১৪) প্রেসার কুকারে অধিক বাষ্পচাপের জলের স্ফুটনাঙ্ক কত? উঃ ১১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২০ ডিগ্রী সেলসিয়াস ১৫) বরফ গলনের লীন তাপ কত? উঃ ৮০ ক্যালোরি/গ্রাম ১৬) জলের বাষ্পীভবনের লীন তাপ কত? উঃ ৫৩৭ ক্যালোরি/গ্রাম ১৭) লীন তাপের আন্তর্জাতিক একক কি? উঃ জুল/কেজি ১৮) লীন তাপের একক কি? উঃ ক্যালোরি/গ্রাম 19) ব্লিচিং পাউডারের ঝা...

ভৌত বিজ্ঞান বিষয়ের কিছু প্রশ্ন উত্তর

Image
1) SI পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কি? উঃ মোল ২) পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়? উঃ আলোকবর্ষ ৩) আলোকবর্ষ মূল একক না লব্ধ একক? উঃ মূল একক ৪) তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ একক এর উদাহরণ দাও। উঃ ভরবেগের একক ৫) সমবেগে চলাকালীন কোন বস্তুর ত্বরণ কত? উঃ 0 ৬) নিউটনের কোন গতি সূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্র টি প্রতিষ্ঠিত হয়? উঃ তৃতীয় গতিসূত্র ৭) পরমাণুবাদের জনক হলেন কে? উঃ ডালটন ৮) ইলেকট্রন আবিষ্কার করেন কে? উঃ টমসম ৯) ইলেকট্রনে কোন আধানযুক্ত কণা থাকে? উঃ ঋণাত্মক ১০) পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয় কি দিয়ে? উঃ প্রোটন ও নিউট্রন ১১) প্রোটন আবিষ্কার করেন কে? উঃ রাদারফোর্ড ১২) প্রথমে কোন আধান কণা থাকে? উঃ ধনাত্মক ১৩) নিউট্রন আবিষ্কার করেন কে? উঃ স্যাডউইক ১৪) একটি নিস্তড়িত কণার উদাহরণ দাও উঃ নিউট্রন ১৫) পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা কে কি বলে? উঃ ভর সংখ্যা ১৬) পর্যায় সারণির প্রথম মৌল টির নাম কি? উঃ হাইড্রোজেন ১৭) হাইড্রোজেন এর তিনটি আইসোটোপ কি কি? উঃ সাধারণ হাইড্রোজেন, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম ১৮) সিজিএস পদ্ধতিত...

ইতিহাসের কয়েকটি প্রশ্ন ও উত্তর

১) বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? উঃ গৌতম বুদ্ধ ২) গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? উঃ ৫৬৬খ্রী:পূ: কপিলাবস্তু রাজ্যের শাক্যবংশে ৩) গৌতম বুদ্ধের পিতার নাম কি? উঃ শুদ্ধোদন ৪) গৌতম বুদ্ধের মাতার নাম কি? উঃ মায়া দেবী ৫) জন্মকালে গৌতম বুদ্ধের নাম কি ছিল? উঃ সিদ্ধার্থ ৬) গৌতম বুদ্ধ কার কাছে মানুষ হন? উঃ গৌতমী ৭) গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি? উঃ গোপা ৮) গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? উঃ রাহুল ৯) গৌতম বুদ্ধের গৃহত্যাগ কে কি বলে? উঃ মহাবীর নিষ্ক্রমণ ১০) গৌতম বুদ্ধ দিব্য জ্ঞান লাভ করেছিলেন কত বছর বয়সে? উঃ ৩৫ বছর ১১) যে গাছের তলায় তিনি বুদ্ধত্ব লাভ করেন তার নাম কি? উঃ বৌদ্ধ বৃক্ষ ১২) যে স্থানে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব অর্জন করেন তার নাম কি? উঃ বুদ্ধগয়া ১৩) গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মমত প্রচার করেন? উঃ সারনাথে ১৪) গৌতম বুদ্ধের দুজন শিষ্যের নাম লেখ। উঃ বিন্দুসার, প্রসেনজিৎ ১৫) গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? উঃ কুশিনগর এ ৮০ বছর বয়সে ১৬) গৌতম বুদ্ধের দেহ থাকবে বৌদ্ধ শাস্ত্রের কি বলে? উঃ মহাপরিনির্বাণ ১৭) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উঃ ত্রিপিটক ১৮) তিনটি পিটকের ...

হরপ্পা সভ্যতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

Image
১) ভারতবর্ষে কৃষিকেন্দ্রিক সভ্যতার সূত্রপাত কোথায় হয়েছিল? উঃ বেলুচিস্তানের মেহেরগড় এ বোলান নদীর তীরে ২) মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ খননের কাজ কবে শুরু হয়েছিল? উঃ ১৯৭৪ খ্রিস্টাব্দে ৩) কার নেতৃত্বে মেহেরগড় সভ্যতার খননের কাজ শুরু হয়েছিল? উঃ ফ্রাঁসোয়া জারেজ ৪) কয়েকটি পর্বে মেহেরগড় সভ্যতার ক্রমবিকাশ ঘটেছিল? উঃ ৭টি ৫) মেহেরগড় সভ্যতা ছিল হরপ্পা সভ্যতার পূর্ববর্তী না পরবর্তী? উঃ পূর্ববর্তী ৬) হরপ্পা কোথায় অবস্থিত? উঃ পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টগোমারি জেলায় ৭) মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? উঃ পাকিস্তানের সিন্ধু রাজ্যের লারকান জেলায় ৮) হরপ্পা কবে আবিষ্কৃত হয়? উঃ ১৯২২খ্রী: ৯) হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? উঃ নগর কেন্দ্রিক ১০) হরপ্পা সভ্যতার সময়সীমা নির্ণয় করো। উঃ খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ----খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ ১১) হরপ্পা সভ্যতায় বাড়িগুলি কি দিয়ে তৈরি ছিল? উঃ পোড়া ইঁট দিয়ে ১২) বিশ্বের আর কোন দেশে এই রকম জল নিকাশি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়নি-----এ কথা কে বলেছিলেন? উঃ ঐতিহাসিক ব্যাসাম ১৩) হরপ্পার শস্যাগার টি কে কার সঙ্গে তুলনা করেছেন? উঃ...

এক কথায় সাধারণ জ্ঞানের ৪০টি প্রশ্নোত্তর

Image
১) আলোকের কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম? উঃ বেগুনি ২) speed post বইটির লেখক কে? উঃ শোভা দে ৩) প্যারাডাইস রিগেন্ড কার লেখা? উঃ জণ মিল্টন ৪) land of cakes কোন দেশকে বলা হয়? উঃ স্কটল্যান্ড ৫) কোন দেশকে পৃথিবীর sugar bowl বলা হয়? উঃ কিউবা ৬) চেঞ্চু কোন রাজ্যের উপজাতি? উঃ অন্ধ্রপ্রদেশ ৭) পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? উঃ ভ্যাটিকান সিটি ৮) সাইক্লোন বা এন্টি সাইক্লোন কিসের প্রভাবে হয়? উঃ বাণিজ্যিক বায়ু ৯) গডউইন অস্টিন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এটি কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? উঃ নাঙ্গা পর্বত ১০) কোন দেশের মধ্য দিয়ে বিষুব রেখা অতিক্রম করেছে? উঃ ব্রাজিল ১১) সূর্যের দৃশ্যমান পীত মণ্ডল কে কি বলা হয়? উঃ আলোক মন্ডল ১২) উপকূলবর্তী সংকীর্ণ উপসাগরকে কি বলা হয়? উঃ খাঁড়ি ১৩) কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত পালকির নাম কি? উঃ জোজিলা ১৪) কোনদিকে এমারেল্ড অয়েল বলা হয়? উঃ আইসল্যান্ড ১৫) ম্যাটারহর্ন কোন পর্বতমালায় অন্তর্গত? উঃ আল্পস ১৬) কোন জাতীয় কয়লার কার্বনের ভাগ সবচেয়ে বেশি? উঃ অ্যানথ্রাসাইট ১৭) ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে অবস্থিত? উঃ দ...

Internet and networking

Introduction        The internet is a global network of interconnected network, enabling users to share information along multiple channels. A computer that connects to the internet can access information from a vast arry of available servers and other computers by moving information from them to the the computer's local memory.       • a majority of widely accessible information on the the internet consists of interlinked hypertext documents and other resources of the the world wide web (www).        • computer users typically manage sent and received information with web browsers; Aadhaar software for users interface with computer networks includes specialised programs for electronic mail, online chat, file transfer and file sharing.        •the movement of information in the the internet is achieved via a system of interconnected computer networks that share data by packet switching using the the standar...

উচ্চমাধ্যমিক বাংলা ভাষাতত্ত্বের কয়েকটি প্রশ্ন উত্তর

Image
১) বাংলায় গুচ্ছ ধ্বনির সংখ্যা কত? উঃ ২০০ টির বেশি ২) লোকনিরুক্তি কাকে বলে? উদাহরণ দাও। উঃ দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষা সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদান-প্রদানের ফলে কোন একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে নতুন শব্দটি আমাদের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে, তাকেই লোকনিরুক্তি বলে। উদাহরণ: আর্মচেয়ার>আরামকেদারা। ৩) ভাষার সর্বাপেক্ষা ছোট অর্থপূর্ণ একক কি? উঃ রূপ ৪) উপসর্গ কাকে বলে? উঃ উপসর্গ এক ধরনের অব্যয়, যা শব্দের আগে বসে অর্থ পরিবর্তন করে। অনেক সময় একে পদের আদিতে বসা তদ্ধিত প্রত্যয় বলা হয়। ৫) জোড় কলম শব্দ কাকে বলে? উঃ কখনো একই ভাষায় বা ভিন্ন ভিন্ন ভাষায় দুটি পৃথক শব্দ কাটা জোড়া করে যে শব্দ তৈরি হয় তাকে জোড় কলম শব্দ বলে। যেমন: ধোয়া+কুয়াশা=ধোঁয়াশা ৬) পদদ্বৈত কাকে বলে? উঃ একই শব্দ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদদ্বৈত বলে । যেমন: হাসতে-হাসতে, খেতে-খেতে ৭) ক্র্যানবেরি রূপমূল কাকে বলে? উঃ ক্র্যানবেরি রূপমূল হল এক ধরনের পরাধীন রূপমূল। এর কোন নিজস্ব আভিধানিক অর্থ নেই। ইহা একটি শব্দ কে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। যেমন: আলাপ, বিলা...

Computer virus

Introduction                 While viruses can be intentionally destructive (for example, by destroying data), many other viruses are fairly benign aur merely annoying. Some viruses have a delayed payload, which is sometimes called a bomb. For example, a virus might display a message on a specific day or wait until it has infected a certain number of files or computers. A time bomb occurs during a practicular data or time and a logic bomb occurs when the user of a computer takes an action that triggers the bomb.             However,the predominant negative effect of viruses is there uncontrolled self reproduction, which wastes aur overwhelms computer resources. Antivirus software                Antivirus software consists of computers  programs that attempt to identify, thwart and eliminate computer viruses and other malicious software (malware). Antivirus software ...

উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাসের কয়েকটি প্রশ্ন উত্তর

Image
১) চারণ কবি মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম কি? উঃ যজ্ঞেশ্বর দে ২) অহিংস আন্দোলনের আইকন সাদা-কালোয় চলমান গান্ধীজীর লাঠি হাতে ছবিটি কে এঁকেছেন? উঃ নন্দলাল বসু ৩) ১৯৫৩ খ্রিস্টাব্দে প্রথম বেসরকারি আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা কাদের মধ্যে অনুষ্ঠিত হয়? উঃ ভারত ও জাপানের মধ্যে ৪) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? উঃ সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে ৫) কোন প্রক্রিয়ায় বাক্যের চেহারা বদলে যায়? উঃ সংবর্তন ৬) পৃথিবীর প্রাচীনতম Lexicography"-র নাম কি? উঃ নিরুক্ত ৭) মৃণাল সেন পরিচালিত প্রথম ছবির নাম কি? উঃ রাতভোর ৮) শৈলী শব্দের অপর নাম কি? উঃ রীতি ৯) ভারতমাতা সিরিজের ছবিগুলি কে এঁকেছেন? উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর ১০) নিজের বাড়িতে ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট প্রতিষ্ঠা করেন কে? উঃ হেমেন্দ্রনাথ মজুমদার ১১) মাঝে মাঝে রবিবারে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিজ্ঞান শিক্ষা দিতে আসতেন কে? উঃ সতীনাথ ঘোষ ১২) শৈলী বিজ্ঞান সম্পর্কে The dress of thought" কথাটি কে বলেছেন? উঃ স্যামুয়েল ওয়েসলি ১৩) গঙ্গাফড়িং শব্দটি কোন ধরনের রুম মূল? উঃ মিশ্র রূপমূল ১৪) ভাওয়াইয়া গানের গায়ক দের কি বলে...

উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সম্ভাব্য প্রশ্নাবলী ২০২০

Image
রচনাধর্মী প্রশ্ন (অনধিক 150 টি শব্দে) কে বাঁচায় কে বাঁচে ১) 'মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়'-মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন?  ১+৪ ২) "ওটা পাশবিক স্বার্থপরতা"-কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে? উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও।  ১+১+১+২ ৩) কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় চরিত্র ও নিখিলের চরিত্র আলোচনা করো। ৫ ভাত ৪) "দাঁতগুলো বের করে সে কমেন্টের মতোই হিংস্র ভঙ্গি করে"-কার সম্পর্কে কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল, তা ভাত গল্প অবলম্বনে লেখ। ১+৪ ৫) "ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় হাতের স্পর্শে"-কে কিভাবে ভাতের জোগাড় করল? তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। ৩+২ ভারত বর্ষ ৬) সাম্প্রদায়িকতাবিরোধী গল্প হিসাবে ভারত বর্ষ ছোটগল্প কতখানি সার্থক আলোচনা করো। ৭) দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে"-প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনার বিবরণ দাও। ৮) আমি কে তা দেখতে পাচ্ছিস না?-কোন প্রশ্নের উত্তরের পক্ষে কথা বলেছেন? গল্প অনুসারে বক্তা স্বরূপ উদঘাটন করো। ক্রন্দন...

উচ্চমাধ্যমিক বাংলা ভাষাতত্ত্বের ইতিহাসে এবারের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: আধুনিক ভাষাবিজ্ঞান এর ধারা গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর: আধুনিক বিশ্বে ভাষার উদ্দেশ্য রীতিনীতিকে বোঝানোর জন্য তিনটি ধারা লক্ষ্য করা যায়---- ১) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান::       কি) এই প্রকার ভাষাবিজ্ঞানের ধারায়, একটি ভাষার গঠনগত দিক আলোচনা করা হয়।        খ)  এই প্রকার ভাষাবিজ্ঞানের ধারায় , ভাষার আলোচনা একটিমাত্র কালের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই একে এককালিক ভাষাবিজ্ঞানও বলে।        গ)  এই পদ্ধতিতে ভাষায় ব্যবহৃত ধ্বনি , শব্দ, বাক্য বা বাক্যাংশ বিশ্লেষণের সময় তার অতীতকালের রূপ নির্ণয় করা হয় না। ২) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান:        ক)  এই প্রকার ধারায় কোন ভাষার উৎস ,ইতিহাস ও তার ক্রম বিবর্তনের রূপরেখা আলোচিত হয়।         খ) এই প্রকার ধারায় কোন ভাষার আলোচনা একটিমাত্র কালের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই একে কালক্রমিক ভাষাবিজ্ঞান বলে।         গ ) এই পদ্ধতিতে ভাষার ইতিহাস রচনার জন্য লিখিত তথ্য-প্রমাণ, প্রাচীন পুঁথি প্রভৃতি সাহায্য নেওয়া হয়। ...

Competitive exams (Bank MBA MCA LIC etc) previous years 20 questions and answer

1) what is the the permanent memory built into to your computer called? And: Ram 2) various applications and documents are represented on the windows desktop by ----icons 3) all the deleted files go to----recycle bin 4) in MICR,C stand for----character 5) E-male addresses separate the user name from the the ISP using the------symbol. And: @ 6) what type of the device is a computer printer? And: output 7) the contents of--------are lost when the computer turns off. And: storage 8) for crating a document, you use command at file menu. Ans: new 9) programs from the same developer, sold bundled together, that provide beta integration and share common features, toolbars and menus are non as--------- Ans: software suites 10) these servers stored and manages files for network users....... Ans: file 11) in a ring topology, the computer in profession of the.................. Can transmit data. Ans: token 12) this type of viruses are often transmitted by a floppy disk left in...

কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম

Image
১) দক্ষিণ ভারতের কাশি_ মাদুরাই ২) নীল পর্বত বলা হয়- নীলগিরি পর্বত ৩) প্রাসাদ নগরী বলা হয়- কলকাতা ৪) ভারতের উদ্যান নগরী বলা হয়_ ব্যাঙ্গালোর ৫) ভারতের প্রবেশদ্বার বলা হয়_ মুম্বাই ৬) ভারতের হলিউড-মুম্বাই ৭) গোলাপি শহর_ রাজস্থান ৮) আরব সাগরের রানী - ক‌োচি ৯) এশিয়ার রোম-দিল্লি ১০) ভারতের ভূস্বর্গ- কাশ্মীর ১১) প্রাচ্যের ভেনিস- কোচি ১২) ভারতের কমলালেবুর শহর- নাগপুর ১৩) ভারতের গ্লাসগো- হাওড়া ১৪) ভারতের তালা চাবির শহর- আলিগড় ১৫) সবুজ নগরী- চেন্নাই ১৬) উত্তর ভারতের প্রবেশদ্বার- শিলিগুড়ি ১৭) ত্রাসের নদী- তিস্তা ১৮) গঙ্গার প্রবেশদ্বার-হরিদ্বার ১৯) পঞ্চ নদের দেশ-পাঞ্জাব ২০) ইলেকট্রনিক্স শহর- ব্যাঙ্গালোর ২১) ভারতের সিলিকন ভ্যালি-ব্যাঙ্গালোর ২২) ভারতের বিজ্ঞান নগরী- ব্যাঙ্গালোর ২৩) ভারতের ম্যানচেস্টার-আমেদাবাদ ২৪) নীল নদের দান - মিশর ২৫) পৃথিবীর কসাইখানা-শিকাগো ২৬) ক্যাঙ্গারুর দেশ-অস্ট্রেলিয়া ২৭) শান্ত সকালের দেশ-দক্ষিণ কোরিয়া ২৮) সাত পাহাড়ের দেশ-রোম ২৯) চীনের দুঃখ-হোয়াংহো ৩০) চির বসন্তের দেশ-কুইটো ৩১) ইউরোপের ককপিট-বেলজিয়াম ৩২) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ- আফ্র...

Gk question & answers

Image
1) 1ক্যালোরি কত জুলের সমান? উ:) 4.2 জুল 2) ELISA কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? উ:) AIDS 3) Mantoux পরীক্ষার দ্বারা কোন রোগ নির্ণয় করা যায়? উ:) যক্ষ্মা 4) FAX কথাটির অর্থ কী? উ:) Fascimile auto xerox. যার অর্থ দূরলেখ 5) we shall over come - গানটি কে লিখেছেন? উ:) পিট সিগার 6) বছরের কোন দিনটিকে মহাবিষুব বলে? উ:) 21মার্চ 7) কোন দিনটি জলবিষুব বলে? উ:) 23 সেপ্টেম্বর 8) পৃথিবীর সর্বোচ্চ গতিবেগ কোথায় অনুভুত হয় ? উ:) নিরক্ষরেখায় 9) ফটোগ্রাফি ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করে? উ:) উত্তল লেন্স 10) প্রাচীন কালে বাংলার নাম কী ছিল? উ:) গৌড় 11) কোন রোগের অপর নাম slim disease উ:) Aids

বিশেষ্য থেকে বিশেষণে বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তন

1) হেমন্ত - হৈমন্তিক  2) ফুল -ফুলেল  3) চৈত্র - চৈতালি  4) দিন - দৈনিক  5) এক - ঐক্য  6) মধু - মধুময়  এক কথায় প্রকাশঃ  1) পথ চলার খরচ - পাথেয়  2) কুকুরের ডাক - বুক্কন  3) হাতির ডাক - বৃংহন  4) ময়ূরের ডাক - কেকা  5) লাল বর্ণের পদ্ম - কোকনদ  6) নীল বর্ণের পদ্ম - ইন্দীবর  7) শ্বেত বর্ণের পদ্ম - পুণ্ডরীক  8) রাত্রিকালীন যুদ্ধ- সৌপ্তিক  9) খে (আকাশে) চরে যা - খেচর   10) 

ভূগোল বিষয়ক প্রশ্নোত্তর

Image
1) জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? উ:) পাললিক শিলা 2) চাঁদের প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? উঃ) 1.2 সেঃ 3) বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে পৃথিবীর কাছে? উ:) ট্রপোস্ফিয়ার 4) আমেরিকার জন্মসূত্রে আদিবাসীগন কী নামে পরিচিত? উ:) রেড ইন্ডিয়ান 5) পৃথিবীতে পরিবেশের মধ্যে গতিশীলতার কারণ কী? উ:) সৌরশক্তি 6) বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে? উ:) আয়োনস্ফিয়ার 7) একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণকে কী বলে? উ:) চরম আর্দ্রতা 8) চোন প্রকার জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার ঘটে? উ:) ক্রান্তীয় অঞ্চলে 9) গ্রাবরেখা তৈরী করতে আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে কী বলে? উ:) এস্কার 10) থর মরুভূমিতে মিক ধরনের চলমান বালিয়াড়িকে কী বলে? উ:) ধ্রিয়ান 11) ভূপৃষ্ঠের সমগ্র আয়তনের কতভাগ বারিমণ্ডল? উ:) 70.78% 12) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ কী নামে পরিচিত? উ:) ম্যাগমা 13) ভারতের উচ্চতম নদীবাঁধ কোনটি? উ:) ভাকরা 14) কোন দুই নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী? উ:) কাঁসাই ও কেলেঘাই 15) অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উ:) গোর্গাবুরু 16) ভারতের একটি...

ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Image
                               মধ্যযুগ 1) লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? উঃ) বহলুল লোদি 2) দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন? উ:) বহলুল লোদী 3) বাংলায় ইলিয়াস শাহী বংশের কে? উ:) সামসুদ্দিন ইলিয়াস শাহ 4) বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ রাজা কে? উ:) জালালুদ্দিন ফতেশাহ 5) বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়? উ:) আলাউদ্দিন হোসেনশাহ 6) বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উ:) জাফর খাঁ 7) বাহমনি বংশের শেষ সুলতান কে? উ:) কলিমউল্লাহ শাহ 8) আদিনা মসজিদ কে নির্মাণ করেন? উ:) সিকন্দর শাহ 9) কার সমাধির উপর পান্ডুয়ার একলাখি মসজিদ নির্মিত হয়েছে? উ:) নসরৎ শাহ 10) বঙ্গদেশে কোন কবি তার প্রতিভাবার জন্য গুণরাজ খাঁন উপাধি পান? উ:) মালাধর বসু 11) শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? উ:) মালাধর বসু 12) কাশ্মীরের আকবর বলা হয় কাকে? উ:) জয়নালআবেদীন 13) কোন যুগে কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন? উ:) ইলিয়াসি শাহী যুগে 14) পদ্মপুরাণের রচয়িতা কে? উ:) বিজয় গুপ্ত 15) বিজয় নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উ:) ক...

Wb high secandary Sanskrit suggestion 2020

Image
আজকে এককথায় প্রকাশ দেওয়া হল উত্তর সহিত। ভালো করে পড়ে লিখে নিন 1) কস্মিনকালে-কদা 2) গন্তুম ইচ্ছতি- জিগমিষতি 3) হন্তুম ইচ্ছতি- জিঘাংসতি 4) জ্ঞাতুম ইচ্ছতি- জিজ্ঞাসতে 5)পুন:পুন: গচ্ছতি-জঙ্গম্যতে 6) পুন: পুন: হন্তি- জঙ্ঘন্যতে 7) সীতা জায়া যস্য: স:-সীতাজানি: 8) গঙ্গায়া অপত্যং পুমাণ:- গাঙ্গেয় 9) পূর্বস্মিন অহনি- পূর্বেদ্যু: 10) রঘো: অপত্যং পুমাণ-রাঘব 11) কুন্তী অপত্যং পুমাণঃ - কৌন্তেয়ঃ 12) পুনঃ পুনঃ নৃত্যতি  - নরীনৃত্যতে 13) দিতেঃ অপত্যং পুমাণঃ - দৈত্যঃ 14) রাজ্ঞঃ পুরুষঃ - রাজপুরুষঃ 15) মনোরপত্যং - মানবঃ 16) একস্মিন্ কালে- একদা 17) দশরথস্য অপত্যং পুমাণ - দাশরথিঃ 18) পঙ্কে জায়তে যঃ সঃ - পঙ্কজঃ 19) অন্যঃ দেশঃ - দেশান্তরম্ 20) পিতুঃ পিতা - পিতামহঃ 21) ব্যাকরণং বেত্তি - বৈয়াকরণঃ 22) বৃক্ষস্য ছায়া - বৃক্ষচ্ছায়া 23) নদী মাতা যস্যঃ সঃ - নদীমাতৃকঃ

উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে জীবনী প্রবন্ধ রচনার একই উপসংহার

Image
আগের page এ ভূমিকা দিয়েছিলাম। এখানে উপসংহার দেওয়া হল   --- উপসংহার:              বাংলা সাহিত্যে তিনি ছিলেন যথার্থই একজন প্রতিভাবান ব্যক্তিত্ব। উচ্চ চিন্তাশক্তি, সাহিত্যেরকৃতি ও কর্মকুশলতার গুণে তিনি উচ্চ শিখরে অধিষ্ঠিত হয়েছেন। তার জীবনমুখী রচনাগুলি আমাদের চলার জীবনে যথেষ্টভাবেই অনুপ্রাণিত করে। অন্তরের অন্ত:স্থল থেকে উঠে আসা পবিত্র ভালোবাসার সংমিশ্রণে রচিত সাহিত্যকৃতি ও কর্মকুশলতার জন্য তিনি আজও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন।

ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Image
                          মধ্যযুগ         1) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? উ:) 17 বার 2) অলবেরুনী কার সঙ্গে ভারতে আসেন? উ:) সুলতান  মামুদ 3) সোমনাথ মন্দির লুঠ করেন কে? উ:) সুলতান মামুদ 4) তরাইনের দ্বিতীয় যুদ্ধ করে হয়? উ:) 1192 খ্রী: 5) তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়? উ:) মহম্মদ ঘোরী 6) ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কারা ? উ:) আরবরা 7) লাখবক্স নামে কে পরিচিত? উ:) কুতুবউদ্দিন আইবক 8) কোন সুলতান চাহেলগান বা চল্লিশচক্র গঠন করেছিলেন? উ:) ইলতুৎমিস 9) মহম্মদ ঘোরীর প্রকৃত নাম কী? উ:) মুইজউদ্দিন 10) খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? উ:) জালালুদ্দিন খলজি 11) তৈমুরলঙের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? উ:) নাসিরুদ্দিন মামুদ 12) আমির খসরু কার সভাকবি ছিলেন? উ:) আলাউদ্দিন খিলজি 13) হিন্দুস্থানের তোতাপাখি বলা হয় কাকে? উ:) আমির খসরু 14) তৈমুরলঙ কবে ভারত আক্রমণ করেছিলেন? উ:) 1398 খ্রী: 15) দ্বিতীয় আলেকজান্ডার " উপাধি কে গ্রহণ করেন? উ:) আলাউদ্দিন খিলজি 16) মালিক কা...

মাধ্যমিক ব্যাকরণ suggestion 2020 part 3

Image
1) তির্যক বিভক্তি কাকে বলে? উ:) যে বিভক্তি সকল কারকেই যুক্ত হয়ে ক্রিয়ার সঙ্গে বিভিন্ন পদের অন্বয় সাধন করে কারক নির্ণয় করে , তাকে তির্যক বিভক্তি বলে। উদাহরণ: 2) উপলক্ষণাত্মক করণের একটি উদাহরণ দাও উ:) ব্রাহ্মণ চেনা যায় পৈতে দেখে। 3) বিভক্তি কাকে বলে? উ:) এক বা একাধিক বর্ণ বা বর্ণসমষ্টি , যা নাম বা ধাতুর শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে। 4) অনুক্ত কর্তা দেখা যায় কোন বাচ্যে? উ:) কর্মবাচ্য ও ভাববাচ্যে 5) মুখ্যকর্ম কাকে বলে? উ:) দ্বিকর্মক ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্যকর্ম বলে। উদাহরণ: বাবা ছেলেকে উপদেশ দিচ্ছেন। 6) ব্যাসবাক্যের অপর নাম কী? উ:) বিগ্রহবাক্য 7) সমস্তপদ বলতে কী বোঝায়? উ:) সমাসবদ্ধ পদটিকে সমস্তপদ বলে। 8) যে সমাসে পূর্বপদ বিশেষণ ও পরপদের অর্থ প্রধান হয় তাকে কী বলে? উ:) কর্মধারয় সমাস 9) একটি যণ্ত্রাত্মক করণের উদাহরণ দাও উ:) লোকটি কুঠার দিয়ে গাছ কাটছে

মাধ্যমিক বাংলা ব্যাকরণ suggestion 2020

Image
1) ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও। উ:) রাজায় রাজায় যুদ্ধ হয়। 2) যৌগিক স্বর কী কী? উ:) ঐ,ঔ 3) কোন সমাসে ব্যাসবাক্য হয়না? উ:) নিত্য সমাস 4) সম্বন্ধ পদ কারক নয় কেন? উ:) বাক্যে সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়া পদের কোনো সম্পর্ক থাকেনা বলে সম্বন্ধ পদ কারক নয়। 5) বাংলায় বিভক্তি ক'প্রকার? উ:) দুই প্রকার, শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি 6) সমাস শব্দের ব্যুৎপত্তি লেখ। উ:) সম্-অস্+ঘঙ 7) নিরপেক্ষ কর্তা কাকে বলে? উ:) বাক্যে দুটি পৃথক কর্তা ও পৃথক ক্রিয়া থাকলে ,অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে।  উদাহরণ: আমি গেলে, তুমি আসবে। এখানে আমি নিরপেক্ষ কর্তা। 8) সমধাতুজ কর্তা কাকে বলে? উ:) বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে উৎপন্ন হয় তার কর্তা যদি সেই ধাতু থেকে উৎপন্ন হয় ,তখন তাকে সমধাতুজ কর্তা বলে। উদাহরণ: বিসর্জনের বাজনা বাজছে। 9) সমধাতুজ করণ কাকে বলে? উ:) বাক্যে ক্রিয়াপদ যে ধাতু থেকে উৎপন্ন হয় তার করণটিও যদি সেই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ করণ বলে। উদাহরণ: রমা ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছে। 10) দিগু কথার অর্থ কী? উ:) দুটি গরুর দ্বারা ক্রীত দ্রব্য।

মামাধ্যমিক ব্যাকরণ suggestion 2020

Image
এবারে মাধ্যমিক পরীক্ষায় আসবেই আসবে 1) প্রযোজক কর্তা কাকে বলে? উ:)কর্তা নিজে কাজটি না করে যখন অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে। উদাহরণ: মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে মা হল প্রযোজক কর্তা। 2) প্রযোজ্য কর্তা কাকে বলে? উ:) কর্তা যখন অন্যের প্রেরণায় কাজটি করে তখন তাকে প্রযোজ্য কর্তা বলে। উদাহরণ: মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে শিশুকে হল প্রযোজ্য কর্তা। 3) তির্যক বিভক্তির উদাহরণ দাও উ: এ 4)বাচ্য কথার অর্থ কী? উ:) বাচনভঙ্গি 5)নির্দেশকের দুটি উদাহরণ দাও উ:) টি, টা 6) উপসর্গ  কোথায়  বসে? উ:) শব্দের আগে যুক্ত হয়ে। 7)সম্বন্ধ পদে কোন বিভক্তি হয়? উ:) র , এর 8)সমাস কথার অর্থ কী? উ:)সংক্ষেপ 9)কোন সমাসে পূর্বপদ প্রধান হয়? উ)অব্যয়ীভাব 10)কোন সমাসে পরপদ প্রধান হয়? উ)তৎপুরুষ 11)কোন সমাসে উভয়পদ প্রধান হয়? উ)দ্বন্দ্ব 12)কোন সমাসে অন্য পদের অর্থ প্রধান হয়? উ)বহুব্রীহি 13)তৎপুরুষ কথার অর্থ কী? উ)তার পুরুষ 14)দ্বন্দ্ব কথার অর্থ কী? উ) মিলন 15)কর্মধারয় কথার অর্থ কী? উ)  কর্মধারন করেন যিনি 16)ব্রীহি কথার অর্থ কী? উ) ধান 17) বহুব্রীহি কথার অর্থ...

উচ্চমাধ্যমিক পরীক্ষায় রচনা লেখার টিপস

Image
উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর প্রবন্ধ রচনা আসে । যেকোনো একটি রচনা লিখতে হয়। এখানে যে প্রবন্ধের কথা বলবো সেটি হল জীবনী। প্রতি বছর পরীক্ষায় একটি জীবনী আসে। আর জীবনী লেখার ক্ষেত্রে অনেকেই অনেক জীবনী মুখস্থ করে।                  এখানে যে নিয়মের কথা  বলবো সেটি হলো, যে কোন জীবনী লিখলে তার ভূমিকা এবং উপসংহার লিখতে হয়। তাই অনেক পরীক্ষার্থী সমস্যার সম্মুখীন হন ।তাই তাদের সুবিধার জন্য এই পন্থা অবলম্বন করা উচিত।                      এখানে দেওয়া হলো যে জীবনী লেখার ক্ষেত্রে ভূমিকা এবং উপসংহার একই রকম ভাবে থাকবে। যাতে তারা লেখা শুরু করতে পারে। নীচে দেওয়া হলো----- ভূমিকা:: মানব জীবন ক্ষণস্থায়ী। তাই মানবজীবনের                   মূল্য তার আয়ুর দ্বারা বিচার করা যায়না।                      কোনো মানুষ তার কৃতিত্বের মধ্যদিয়েই সমগ্র                মানুষের মধ্যে...

নামকরন লেখার পদ্ধতি

Image
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় গদ্য বা  নাটেকর নামকরন লিখতে গেলে অনেকেই ভয় পেয়ে থাকেন। তাই এখন ভয় পাওয়ার আর  কারণ নেই। নামকরণ  লিখতে গেলে শুরুটা এইভাবে করবেন-                  কোনো গল্পের  নামকরণ  বা কোনো শিল্পের নামকরণের পিছনে লেখকের মানসিক অভিপ্রায় লুকিয়ে থাকে। কখনো তিনি গল্পের প্রধান চরিত্রের নামে নামকরণ করে থাকেন , কখনো কোনো বিশেষ বস্তু বা ঘটনাকে নামকরণের জন্য বেছে নেন। আবার কখনো রূপক সাংকেতিক নামকরণ করে থাকেন। আলোচ্য ( এখানে নাটক বা গল্পটির নাম লিখতে হবে)  রচনাংশটি ঘটনা কেন্দ্রিক রচনাংশ। এই ঘটনার অন্তরালে থেকে রচনাশংটির নামকরণ কতখানি সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করা হল।              এখানে  pragraph change করে গল্প বা নাটকের বিষয়বস্তু লিখতে হবে।  শেষে  লিখতে হবে    - এদিক থেকে বলা যায় গল্পের নামকরণ বা নাটকের নামকরণ যথার্থই সার্থক হয়ে উঠেছে।

জীবনবিজ্ঞানের প্রশ্নোত্তর

1) কোশ কে আবিষ্কার করেন? উ: রবার্ট হুক 2) প্রাণী কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে কোন কোশ অঙ্গাণু? উ: সেন্ট্রাজোম 3) কোন কোশ বিভাজিত হয়না? উ: স্নায়ুকোষ 4) CSF এর পুরো কথা কী? উ: সেরিব্রো স্পাইনাল ফ্লুইড 5) মস্তিষ্কের আবরণীর নাম কী? উ: মেনিনজেস 6) হৃৎপিণ্ডের আবরণীর নাম কী? উ: পেরাকার্ডিয়াম 7) ফুসফুসের আবরণীর নাম কী? উ: প্লুরা 8) ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? উ: সাইটোকাইনিন 9) সালোকসংশ্লের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়? উ: স্ট্রোমা অঞ্চলে 10) মাইটোকন্ড্রির অসংখ্য আঙুলের মতো প্রবর্ধকগুলি কী নামে পরিচিত? উ: ক্রিস্টি
Unique Idea website এ নানারকম প্রশ্নোত্তর লেখার ধারনা পাওয়া যাবে । মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নোত্তর লেখার নানা style থাকবে বাংলা বিষয়ে। এছাড়া বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা থাকবে।