ইতিহাস থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

১) সেন বংশের প্রতিষ্ঠাতা কে? উঃ সামন্ত সেন ২) সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উঃ বিজয় সেন ৩ সনোখার মূর্তি লেখ, নৈহাটি তাম্রশাসন থেকে কার সম্পর্কে জানা যায়? উঃ বল্লাল সেন ৪) গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন কে? উঃ লক্ষণ সেন ৫) কোন রাজার আমলে তুর্কি আক্রমণ করেছিল? উঃ লক্ষণ সেন ৬) ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রচয়িতা কে? উঃ হলায়ুধ ৭) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? উঃ দন্তীদুর্গ ৮) রাষ্ট্রকূটদের রাজধানী কোথায় ছিল? উঃ নাসিক ৯) মহাবলীপুরমের রথ মন্দির নির্মিত হয় কার আমলে? উঃ দ্বিতীয় নরসিংহ বর্মন ১০) সেন বংশের শেষ রাজা কে ছিলেন? উঃ লক্ষণ সেন ১১) চোল বংশের কোন রাজা অভিযানে বিশেষ পারদর্শী ছিলেন? উঃ রাজেন্দ্র চোল ১২) ভারতে হুন আক্রমণ কোন গুপ্ত রাজার আমলে হয়েছিল? উঃ কুমার গুপ্ত ১৩) মত্ত বিলাস প্রহসন গ্রন্থটির রচয়িতা কে? উঃ মহেন্দ্র বর্মন ১৪) ধীমান ও বিটপাল ভাস্কর্যটি তৈরি হয়েছিল কোন যুগে? উঃ পাল যুগে ১৫) চেঙ্গিস খাঁ কার রাজত্বকালে ভারতে আসেন? উঃ ইলতুৎমিস ১৬) রেহলা গ্রন্থের রচয়িতা কে? উঃ ইবন বতুতা ১৭) ইবন বতুতা কার সময় ভারতে আসেন? উঃ মুহাম্মদ...