Posts

Showing posts from July, 2023

হযবরল সুকুমার রায় বাংলা গল্প

    দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন              হ য ব র ল            সুকুমার রায়  ১৫ পৃঃ থেকে ২৭ পৃঃ পর্যন্ত  পূর্ণবাক্যে উত্তর দাও                                            প্রতিটি প্রশ্নের মান - ১ ১) বিজ্ঞাপন পেয়েছ ? হ্যান্ডবিল ?- কার উক্তি?  উঃ সুকুমার রায়ের "হ য ব র ল " গল্পে আলোচ্য উক্তিটির বক্তা হল কাক। ২) শ্রীকাকেশ্বর কুচকুচের বাসস্থান কোথায় ? উঃ ৪১ নং গেছোবাজার, কাগেয়াপটি। ৩) হিজ বিজ বিজ- এর শ্বশুরের নাম কি ? উঃ বিস্কুট ৪) কাকের বয়স গোনার পদ্ধতিটা কেমন ? উঃ চল্লিশ বছর হলেই বয়স ঘুরিয়ে দেয় তখন আর ৪১,৪২ হয় না 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তারপর আবার বাড়তে শুরু করে। ৫) "আমার বয়স তো কত উঠল নামল আবার উঠলো"- উক্তিটি কার ? তার বর্তমান বয়স কত ? উঃ উক্তিটির বক্তা হলো কাক। তার বর্তমান বয়স ১৩। ৬) কাকের হ্যান্ডবিলে কি লেখা ছিল ? উঃ    ...

বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা কর। History broad question WBBSE history

১) বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা কর। উঃ ঊনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে শিক্ষার্থীরা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করতে শুরু করে। এই সময় বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার যথেষ্ট অগ্রগতি শুরু হয়। বিজ্ঞান ও কারিগরি বিষয়ে শিক্ষাদানের জন্য নানা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। আই এ সি এসঃ বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের অবদান অসামান্য। তিনি কলকাতায় বৌ বাজার স্ট্রিটে আই এ সি এস প্রতিষ্ঠা করেন। তিনি সাধারণ মানুষের দান করা অর্থে এই প্রতিষ্ঠানটি চালু রাখেন। এর নিজস্ব ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স দেশ-বিদেশে বিভিন্ন বিজ্ঞান পত্রিকায় এখানকার বিজ্ঞানীদের গবেষণার কাজ প্রকাশিত হয়। কলকাতা বিজ্ঞান কলেজঃ লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলাকে বিভক্ত করলে সারা দেশ জুড়ে স্বদেশী আন্দোলন শুরু হয়। স্বদেশে বিজ্ঞান চর্চা প্রসারের জন্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় কলকাতায় বিজ্ঞান কলেজ স্থাপিত হয়। তারকনাথ পালিত ও রাসবিহারী ঘোষের যৌথ উদ্যোগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করে । নানা বিজ্ঞানীদের প্রচেষ্টায় এখানে বিশ্বমানের শিক্ষ...

শরীর অসুস্থ থাকার কারণে তুমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনা সেইনিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্ররচনা কর।

 @ শরীর অসুস্থ থাকার কারণে তুমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনা সেইনিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্ররচনা কর। উঃ       মাননীয়,      প্রধান শিক্ষক মহাশয়      বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়       বালিপুর হুগলি      বিষয়- বিদ্যালয় অনুপস্থিত থাকার কারণে ছুটির মঞ্জুর পত্র     মহাশয়,            আমি আপনার বিদ্যালয়ের একজন অধিষ্ঠিত ছাত্র/ছাত্রী। নাম -  __________   শ্রেণী -  __________ বিভাগ- ________ ক্রমিক নম্বর - __________ বিগত পাঁচ দিন যাবৎ শরীর অসুস্থ থাকার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারি না।  সুতরাং মহাশয়, আমি যাতে কোন শাস্তি না পাই আপনি এর উপযুক্ত ব্যবস্থা করে বাধিত করবেন।      তারিখ_____                                বিনীত                            ...

আমাদের পরিবেশ সাজেশন Class 5,amader poribesh class-5 suggestion

    দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন    আমাদের পরিবেশ সাজেশন                  পঞ্চম শ্রেণী প্রতিটি প্রশ্নের মান ৪  ১) গঙ্গা নদীর গতিপথ আলোচনা কর। উঃ গঙ্গা নদীর দৈর্ঘ্য ২৫২৫ কিমি।ইহা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। উত্তর প্রদেশ, বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছে। তারপর দুটি ভাগে ভাগ হয়ে একটি ভাগ পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অপর ভাগটি ভাগীরথী, হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ২) নদীমাতৃক সভ্যতা কাকে বলে ? উঃ পুরনো যুগে নদীর ধারেই সভ্যতা গুলি গড়ে উঠত। নদীর বন্যায় অনেক সময় সেখানকার বাসিন্দাদের ক্ষতিও হত। তবুও নদীর ওপর নির্ভর করেই সেখানকার মানুষ বেঁচে থাকত। নদী ছিল তাদের কাছে মায়ের মত। তাই এইসব সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলে।  যেমন -  সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, চীন সভ্যতা ইত্যাদি। ৩) সবুজ বিপ্লব কাকে বলে ? উঃ আধুনিক কৃষি যন্ত্রপাতির আবিষ্কার এবং অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, উন্নত বীজ ব...

Class-9 History question answer

 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক নবম শ্রেণী ইতিহাস। প্রথম অধ্যায় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন(MCQ)                                                 প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর  ১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ। ১.১) ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন - ক) রুশো                             খ) মন্তেস্কু  গ) ভলতেয়ার                       ঘ) চতুর্দশ লুই  উঃ গ) ভলতেয়ার ১.২) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন -  ক) আলফ্রেড কোবান                  খ) গোল্ড স্মিথ  গ) ষোড়শ লুই                              ঘ) অ্যাডাম স্মিথ  উঃ ঘ) অ্যাডাম স্মিথ  ১.৩) ফ্রান্সে শ্রমকর বা বেগার খাটাকে বলা হত -...

রাধারানী -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর

                রাধারানী              বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  A. নীচের প্রশ্নগুলির উত্তর দাও।                                         প্রতিটি প্রশ্নের মান -৫ ১."তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে"- তাৎপর্য লেখ। উঃ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত "রাধারাণী" নামক গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে।            পূর্বে রাধারাণীদের অবস্থা ভালো ছিল। কিন্তু এক জ্ঞাতির সঙ্গে মোকদ্দমায় হেরে গিয়ে তাদের অবস্থা একেবারে দারিদ্র্যতার চরম শিখরে পৌঁছায়।সেই পরিস্থিতিতে মায়ের গুরুতর অসুস্থ হলে রাধারানী বনফুলের মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে যায়। কিন্তু ব্যর্থ হওয়ায় অন্ধকারে বাড়ি ফেরার পথে এক অচেনা লোকের সঙ্গে তার পরিচয় হয়।           রাধারাণীর মুখ থেকে তাদের দারিদ্র্যতার কথা জানতে পেরে, তিনি বেশি দাম দিয়ে তার কাছ থেকে মালা কেনেন। তারপর একের পর এ...

1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ কর

  প্রশ্ন ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ কর। উঃ ভূমিকাঃ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম গুরুত্বপূর্ণ আন্দোলন হল সিপাহী বিদ্রোহ। ১৮৫৭ খ্রিস্টাব্দে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা অর্থনৈতিক শোষণের ফলে কৃষকদের দুর্দশা চরমে উঠেছিল। ফলে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতিঃ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে পন্ডিতদের মধ্যে নানা মত পার্থক্য রয়েছে। কেউ কেউ একে নিছক একটি সামরিক বা সামন্ত বিদ্রোহ বলে মনে করেছেন। আবার কেউ কেউ একে জাতীয় মুক্তির সংগ্রাম বলে অভিহিত করেছেন। ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল বলে অনেকে একে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। গণবিদ্রোহঃ ঐতিহাসিক জন কে, ম্যালেসন প্রমূখ এই বিদ্রোহের গণ চরিত্রের উপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে এই বিদ্রোহ কেবলমাত্র সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দিল্লি, কানপুর, অযোধ্যাসহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এভাবে এই বিদ্রোহ একটি গণবিদ্রোহে পরিণত হয়েছিল। জাতীয় বিদ্রোহঃ ঐত...

সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা কর।

  1) সমুদ্রস্রোতের প্রভাব আলোচনা কর। উঃ সারা পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত জলবায়ু, মাছআহরণ, জাহাজ চলাচল প্রভৃতির ওপর গভীর প্রভাব ফেলে। A) জলবায়ুর ওপর প্রভাবঃ ক) উষ্ণতার প্রভাবঃ শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত বয়ে গেলে সংশ্লিষ্ট অঞ্চলে উষ্ণতা বাড়ে। উত্তর আটলান্টিক ড্রিফটের কারণেই উত্তর-পশ্চিম ইউরোপের উষ্ণতা শীতকালে বেশি হয়। তাই নরওয়ের হ্যামারফেস্ট বন্দর দিয়ে সারা বছর জাহাজ চলাচল করে।  খ) বৃষ্টিপাতঃ সমুদ্র উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু বেশি জলীয় বাষ্প গ্রহণ করে বলে বৃষ্টির সম্ভাবনা বাড়ে। উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে উত্তর-পশ্চিম ইউরোপে এই কারণে বেশি বৃষ্টিপাত হয়। গ) তুষারপাতঃ শীতল স্রোত প্রবাহিত অঞ্চলে উষ্ণতা অনেকটা কমে গেলে তুষারপাত হয়। ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে। ঘ) মরুভূমি সৃষ্টিঃ ক্রান্তীয় মন্ডলে উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত বয়ে গেলে বৃষ্টির সম্ভাবনা প্রায় থাকে না। দীর্ঘকাল ধরে বৃষ্টি না হওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চল মরুভূমিতে পরিণত হয়। ঙ) কুয়াশা, ঝড়-ঝঞ্ঝাঃ যেখানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় সেখানে বৈপরীত্য উষ্ণতা...

সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি লেখ

প্রশ্নঃ সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি লেখ। উঃ সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি হল -  ১) বায়ুপ্রবাহঃ বায়ুপ্রবাহ হল সমুদ্রস্রোত সৃষ্টির মূল কারণ। সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত বায়ু জলকণার সঙ্গে সংঘর্ষ লেগে জলকে তাড়িয়ে নিয়ে সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটায়। সমুদ্রের ওপর প্রবাহিত নিয়ত বায়ু সমুদ্র স্রোত উৎপত্তিতে সর্বাধিক সাহায্য করে। প্রধানত তিনটি মহাসাগরেই আয়ন বায়ু পশ্চিমা বায়ু ও মেরু বায়ু সমুদ্র স্রোত উৎপত্তি ঘটায়। ২) পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বলঃ             পৃথিবীর আবর্তনে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ুর মতো সমুদ্রস্রোতও উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। পৃথিবীর আবর্তনের কারণেই নিরক্ষরেখার উভয়দিকে পশ্চিমগামী উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের উৎপত্তি ঘটে। ৩) সমুদ্র জলের উষ্ণতাঃ নিরক্ষরেখা থেকে মেরু রেখার দিকে সমুদ্র জলের উষ্ণতা কমতে থাকে। অধিক উষ্ণতায় নিরক্ষীয় অঞ্চলের জলের ঘনত্ব কমে এবং আয়তনে বৃদ্ধি হয়ে তা বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে বয়ে যায়। শীতল মেরু অঞ্চলের অধিক ঘনত্বের জল অন্তঃস্রোত রূপে নি...

Cbsc board Bengali kobita question answer

             প্রলয়োল্লাস                   কাজী নজরুল ইসলাম  A. নিচের প্রশ্নগুলির উত্তর দাও।                                                                       প্রশ্নের মান ৫  ১) "ওই নুতনের কেতন করে কালবৈশাখীর ঝড়"- প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা কর। উঃ আলোচ্য অংশটি সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের "অগ্নিবীণা" কাব্যগ্রন্থের অন্তর্গত "প্রলয়োল্লাস" কবিতা থেকে নেওয়া হয়েছে।             কবি প্রলয়ের মধ্য দিয়ে ধ্বংসের কথা উল্লেখ করেছেন। কবি পুরাতনের ধ্বংসের মধ্য দিয়ে নতুনের আবির্ভাব কামনা করেছেন। তারই বর্ণনা প্রসঙ্গে আলোচ্য প্রসঙ্গটি এসেছে।             কালবৈশাখীর ঝড় বলতে, গ্রীষ্মকালের বিকেলবেলায়  যে ভয়ংকর ঝড়ের আবির্ভাব ঘটে তাকে বোঝানো হয়েছে...

কোনি গল্পের সাজেশন, অভিষেক কবিতার সাজেশন, সিরাজদৌলা, বহুরূপী গল্পের সাজেশন, second summative evaluation Bengali suggestion class 10

  দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন          মাধ্যমিক (দশম শ্রেণী)             কোনি                   মতি নন্দী   সপ্তম পরিচ্ছেদ থেকে দশম পরিচ্ছেদ (৩১ পৃঃ থেকে ৪৯ পৃঃ)                           সপ্তম পরিচ্ছেদ   প্রতিটি প্রশ্নের মান ৫ ১) "কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে"-বক্তা কে? আলোচ্য উক্তির মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে?*** ২) "হাড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার।"-ভাত কটার শব্দকে জীবন্ত ব্যাপার বলে মনে হয়েছে কেন ?***                          অষ্টম পরিচ্ছেদ  ৩) খিদ্দা, এবার আমরা কি খাব ? "- বক্তা কে ? কোন পরিস্থিতিতে বক্তা কেন একথা বলেছে ?                          নবম পরিচ্ছেদ  ৪) এটা বুকের মধ্যে পুষে রাখুক "- বুকের মধ্যে কি...

Bengali project nature study for class 9 second summetive evaluation

Image
Bengali project for class 10. Second summetive evaluation Bengali project  Front page :     প্রকৃতি পাঠ (nature study) ভূমিকাঃ প্রকৃতি পাঠ আসলে বিজ্ঞান ধর্মী অনুসন্ধিৎসার চূড়ান্ত রূপ। প্রকৃতির রূপ-রস-গন্ধ অনুধাবন করে ব্যক্তিগত অভিজ্ঞতার সংমিশ্রণে প্রকৃতিকে বিচার বিশ্লেষণ করা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব পায়। উনবিংশ শতকে পাশ্চাত্য দেশের শিক্ষাঙ্গনে প্রকৃতি পাঠ একটি আন্দোলন পরিণত হয়েছে। আনুষ্ঠানিকভাবে না হলেও আমাদের দেশে প্রকৃতি পাঠের প্রচলন ছিল পূর্ব থেকেই। রবীন্দ্রনাথের প্রকৃতির কোলে শিক্ষার আবেদন- এর উজ্জ্বল দৃষ্টান্ত। তার রচিত সাহিত্যে যেভাবে প্রকৃতির রূপ নিখুঁতভাবে ফুটে উঠেছে তা নিবিড় প্রকৃতি পাঠ ছাড়া অন্য কিছু নয় -                 আজই এ প্রভাতে রবির কর                 কেমনে পশিল প্রাণের পর                 কেমন পশিল গুহার আঁধারে                    প্রভাতে পাখির গান...

কোনে মতি নন্দী।। কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেয়েছিল তা লেখ।

SAQ |কোনি গল্প মতী নন্দী – দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 koni Question and Answer :   Question and Answer : কোনি (উপন্যাস) মতী নন্দী – দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali koni Question and Answer নিচে দেওয়া হলো।                      এই West Bengal WBBSE Class 10th Bengali koni golpo Question and Answer, Suggestion, Notes | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – কোনি (গল্প) মতী নন্দী থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (SAQ, broad, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব important। দশম শ্রেণীর বাংলা পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন কোনি (গল্প) মতী নন্দী – দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali koni golper Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।   তোমরা যারা কোনি (গল্প) মতী নন্দী – দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উ...

চন্দ্রাভিযান৩ chandrayan 3 report in bengali

Image
 প্রশ্নঃ ভারতের চন্দ্রযান-৩ প্রসঙ্গে একটি প্রতিবেদন রচনা কর।           চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান ৩ নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ ই জুলাই ২০২৩ :  শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দুপুর ২.৩৫ মিনিটে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে চন্দ্রযান ৩ । ইসরো সূত্রে জানা গিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে তৃতীয় চন্দ্রাভিযানের ল্যান্ডার। অবতরণ সফল হলে চাঁদের মাটিতে গড়বে রোবট গাড়ির চাকা। আমেরিকা, রাশিয়া ও চীনের পরেই ভারত হবে চতুর্থ দেশ, যার তৈরি যানের চাকার ছাপ পড়বে চাঁদের বুকে।               ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী জানান, ওই লন্ডারের ভেতরে থাকা যন্ত্রটি বর্ণালী বিশ্লেষণ করে তার ভিতরে অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড ও জলের উপাদান আছে কিনা তা বুঝতে পারবে। ঋতু বৈচিত্র্য অথবা দিন রাতের আবহাওয়ার কি তফাৎ হচ্ছে তাও ধরতে পারবে।           এদিন উৎক্ষেপণের সময় শ্রীহরিকোটায় মহাকাশ গবেষণা কেন্দ্রে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান শ্রীধর পানিক্কর সোমনাথ ...

ভারতের নগরায়নের প্রধান সংস্থা গুলি আলোচনা করো। Madhyamik geography class10

 প্রশ্ন: ভারতের নগরায়নের প্রধান সংস্থা গুলি আলোচনা করো।  Madhyamik geography: class10  ভূমিকাঃ নগরায়ন হলো সভ্যতার সবচেয়ে উন্নত পর্যায়। প্রথমে মানুষ স্থায়ীভাবে বসবাস করে গ্রাম তৈরি করে। সেই গ্রাম নানা কর্মের উন্নতির সাথে সাথে শহর, নগর, মহানগর প্রভৃতি অবস্থায় পৌঁছায়। ভারতে প্রায় একত্রিশ ভাগ মানুষ শহরে বাস করলেও এ দেশের শহর ও নগর গুলি বিভিন্ন সমস্যার সম্মুখীন। অপরিকল্পিত নগরায়নঃ শহরগুলি যেমন অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে তেমনি জনসংখ্যাও অপরিকল্পিতভাবে বৃদ্ধি পেয়েছে। এটি নগরায়নের মূল সমস্যা। অতিরিক্ত জনসংখ্যা শহরের অর্থনীতিকে দুর্বল করেছে এবং শহরের পরিবেশ নষ্ট করেছে। মানুষের শহরমুখী প্রবণতাঃ ভারতীয় গ্রামের অর্থনীতি দুর্বল বলেই ভালো কাজের সুযোগে মানুষ গ্রাম থেকে শহরে আসে। ফলে শহরের জনসংখ্যা মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে। এই মানুষদের বেশিরভাগটা অদক্ষ বলে শহরে বেকারত্বের সৃষ্টি হয়েছে। বস্তির সমস্যাঃ অধিক জনসংখ্যার কারণেই শহরে বসবাসের সমস্যা খুব বেশি। অল্প জায়গায় ছোট ছোট ঘরে ঠাসাঠাসি ভাবে অনেক মানুষকে একসঙ্গে থাকতে হয়। কাজের সুযোগ যেখানে কম। বিশেষ করে বস্তি অঞ্চলে সেখানে...

পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা কর অথবা কার্পাস চাষের অনুকূল পরিবেশগুলির বর্ণনা দাও। ভূগোল class10

 প্রশ্ন পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা কর                    অথবা  কার্পাস চাষের অনুকূল পরিবেশগুলির বর্ণনা দাও।  Madhyamik geography:  ভূমিকাঃ কার্পাস বয়ন শিল্প প্রাচীন কাল থেকেই ভারতবর্ষে ঐতিহ্যবাহী। ইহা একটি একক বৃহত্তম শিল্প। প্রাচীনকালে ইহা কুটির শিল্প হিসাবে বিস্তৃত ছিল। ইংরেজদের আগমনের সঙ্গে সঙ্গে কুটির শিল্প ধ্বংস হয় এবং এদেশে বস্ত্রশিল্প কেন্দ্র গড়ে উঠতে থাকে। হাওড়ার ঘুষুড়িতে ভারতবর্ষের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়।  কাঁচামালের যোগানঃ রেগুর মৃত্তিকা সমৃদ্ধ মহারাষ্ট্রের ডেকান ট্রাপ ও গুজরাটের মালাবার অঞ্চলে প্রচুর পরিমাণে মাঝারি আঁশের তুলো চাষ হয়। এছাড়া মুম্বাই, কান্দালা বন্দর দিয়ে বিদেশ থেকে উন্নত মানের তুলো আমদানি করা হয়। আর্দ্র জলবায়ুঃ এই অঞ্চলের সামুদ্রিক আর্দ্র জলবায়ু হওয়ায় এখানে সুতোকল ও বস্ত্রবয়ন শিল্প স্থাপনে সাহায্য করেছে। বন্দরঃ মুম্বাই, কান্দালা, নভসেবা ও বর্তমানে গড়ে ওঠা মুদ্রা বন্দর দিয়ে বিদেশ থেকে উন্নত মানের তুলো আমদানি এবং বিদেশে বস্ত্র রপ্ত...

Full Form of SIM PAN SDO BDO POLICY ETC

 Full Form of some words :  1)  SMS - এর পুরো নাম কি ? A) Short Massage Center  B) Short Message Service  C) Short Manage Center D) Soft Massage Service  2) ATM - এর পুরো নাম কি ?  A) Automatic Teller Machine B) Automated Tailor Machine C) Automatically Tailor Machine D) Automated Tailor machanic  2) PAN - এর পুরো নাম কি ?  A) Parmanent Account Number B) Personal Account Number  C) Parmanent Account Name  D) Personal Address Number 3) PIN - এর পুরো নাম কি ?  A) Personal Index Name  B) Postal Index Name  C) Postal Index Number  D) Personal Index Number  4) VIP  - এর পুরো নাম কি ?  A) Very Important Person B) Very Important Post C) All Of These  D) None Of These  5) SIM - এর পুরো নাম কি ?  A) Subscriber Identity Module  B) subscribe Identity Module  C) Subscriber Identify Module D) Subscription Identy Moduler 6) SBI - এর পুরো নাম কি ?  A) Straight Bank Of India  B) ...

১) পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির সম্পর্কে আলোচনা কর।

 ১) পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির সম্পর্কে আলোচনা কর। উঃ উষ্ণতা, জলীয়বাষ্প, পৃথিবীর আবর্তন প্রভৃতির তারতম্যজনিত কারণে পৃথিবীর সাতটি অঞ্চলে নিম্নচাপ ও উচ্চচাপ বলয় আকারে অবস্থান করেছে।  ১) নিরক্ষীয় নিম্নচাপ বলয়ঃ  অবস্থানঃ নিরক্ষর রেখার উভয় পাশে গড়ে 5° অক্ষরেখার মধ্যে এই চাপবলয়টি অবস্থিত। উৎপত্তির কারণঃক) এই অঞ্চলে সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে পড়ে।তাই এই অঞ্চলের গড় উষ্ণতা বেশি।   খ) স্থলভাগ অপেক্ষার জলভাগের বিস্তার বেশি এবং উষ্ণতা বেশি বলে আর্দ্রতাও সারা বছর খুব বেশি।  গ) পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র হালকা বায়ু বিক্ষিপ্ত হয়। ২) কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ঃ   অবস্থানঃ উভয় গলার্ধে ২৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি অক্ষরেখা বরাবর এই চাপ বলয় দুটি অবস্থিত । উৎপত্তির কারণঃক) নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু আবর্তনের প্রভাবে বিক্ষিপ্ত হওয়ার পর শীতল ও ভারী হয়ে কর্কট ও মকর ক্রান্তীয় অঞ্চল বরাবর বায়ু স্রোত রূপে নেমে আসে। খ) মেরুবৃত্ত প্রদেশের শীতল ও ভারী বায়ু কোরিওলিস বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে এই দুটি অঞ্চলে এসে পৌঁছায়।...

প্রফেসর শঙ্কুর ডাইরি কর্ভাস

 প্রশ্নঃ "যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে"- কার কথা বলা হয়েছে ? কোন জিনিসের কথা বলা হয়েছে? একথা বলার কারন কি ?         ১+১+৩=৫  উঃ আলোচ্য প্রশ্নোদ্ধৃত অংশে কর্ভাসের সম্পর্কে একথা বলা হয়েছে।              এখানে জিনিসটি বলতে সার গাছের -20 পাওয়ারের সোনার চশমার কথা বলা হয়েছে।              কর্ভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। প্রফেসর শঙ্কু তার অরনিথন যন্ত্রের সাহায্যে মানুষের জ্ঞান ও বুদ্ধিকে পাখির মস্তিষ্কে পরিচালিত করেছিলেন। তাই মানুষের মতোই সেই কাকটি আচরণ করতো। সেই দেখে যাদুকর আর্গাসের লোভ হয়। তিনি কর্ভাসকে দশ হাজার এস্কুডো দিয়ে কিনতে চান। তাতে কর্ভাসকে না পেয়ে, এক সময়ে তিনি করভাসকে চুরি করে নিয়ে যান।             কর্ভাস জানতো যে, আর গাছের মাইনাস ২০ পাওয়ারের চশমাটি চোখ থেকে খুলে নিলে তিনি আর কিছুই দেখতে পান না। সেই সুযোগ বুঝেই গাড়িতে করে কর্ভাসকে নিয়ে যাওয়ার সময় তার চোখ থেকে চশমাটি ফেলে দেয় এবং কর্ভাস নিজেও আর গাছের হাত থেকে রক্ষা পা...

Geography madhyamik suggestion 2024

West Bengal Board Of Secondary education.               বায়ুমণ্ডল  মাধ্যমিক পরীক্ষায় বায়ুমণ্ডল চ্যাপটার থেকে গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্ন আলোচনা করা হলো।                                                     প্রতিটি প্রশ্নের মান - ২ ১) জেট বায়ু কাকে বলে ? উঃ বায়ুমন্ডলের ট্রপোপজ অংশে এক প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু সংকীর্ণ আঁকা বাঁকা পথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়,একে জেট বায়ু বলে। ২) আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে ? উঃ নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট পরিমাণ বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতার অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। ৩) insulation বা সূর্যরশ্মির তাপীয় ফল বলতে কী বোঝো ? উঃ পৃথিবীতে আগত সৌরশক্তিকে সংক্ষেপে ইনসোলেশন বলা হয়। অর্থাৎ সূর্যের দেহ থেকে নির্গত শক্তি ক্ষুদ্র তড়িৎ চৌম্বক তরঙ্গ রূপে পৃথিবীতে এসে পৌঁছ...

আকাশে সাতটি তারা -জীবনানন্দ দাশ class⁹ bengali

  আকাশে সাতটি তারা             জীবনানন্দ দাশ  WBBSE (CLASS-9) BENGALI QUESTION ANSWER   ১) কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মনিয়ার মত গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে তাৎপর্য ব্যাখ্যা কর। উঃ প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশের "রূপসী বাংলা" কাব্যগ্রন্থের অন্তর্গত "আকাশে সাতটি তারা" কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে।              আকাশে সাতটি তারা কবিতাটিতে কবি দিনের একটি বিশেষ সময় সন্ধ্যাকে বেছে নিয়েছেন। কবির চোখে তার অতি প্রিয় রূপসী বাংলা সন্ধ্যার সময় যে রূপে ধরা দিয়েছে, তারই বর্ণনা প্রসঙ্গে আলোচ্য প্রসঙ্গটি এসেছে।             কবি বাংলার বুকে দিন শেষ হয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসাকে অপূর্ব ভাষায় বর্ণনা করেছেন। সূর্য অস্ত যাওয়ার পর তার শেষ আভাটুকু রাঙিয়ে দেয় আকাশের মেঘে। লাল টুকটুকে মেঘকে দেখে কবি পাকা কামরাঙ্গা ফলের কথা মনে করেছেন। সেই মেঘও যখন দিগন্ত রেখায় সাগরজলে বিলীন হয় কবির মনে হয় যেন এক মৃতমনিয়া পাখি জলে তার রক্তের রেসটুকু ছড়িয়ে দিয়ে ডুবে গেছে। ২) "আসিয়াছে...

আমাদের পরিবেশ Environmental science class 5

Image
      Second summetive evaluation      দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন      আমাদের পরিবেশ   ৬৪ পৃষ্ঠা থেকে ১১৯ পৃষ্ঠা পর্যন্ত   ক) পূর্ণ বাক্যে উত্তর দাও                                                প্রতিটি প্রশ্নের মান - ১ ১) পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন ? উঃ অনুর্বর, কাঁকর ও পাথর মেশানো লালমাটি ।  ২) দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম কি ? উঃ রূপনারায়ণ  ৩) কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত নাম কি ? উঃ হলদি নদী ৪) নিত্যবহ নদী কাকে বলে ?উদাহরণ দাও । উঃ যে সকল নদীতে সারাবছর জল থাকে অর্থাৎ যে সকল নদী সারাবছর প্রবহমান তাদের নিত্যবহ নদী বলে। যেমন - গঙ্গা নদী  ৫) পর্বতের মাথায় বরফ জমে কেন ? উঃ নদী বা সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। ওপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে জলীয় বাষ্পে পরিণত হয়।তারপর আরও ঘনীভূত হয়ে প্রথমে জলকনা ও ফরে বরফে পরিণত হয়। তাই পর্বতের মাথায় বরফ জম...

মাধ্যমিক বাংলা ব্যাকরণ WBBSE Bengali grammar samas

মাধ্যমিক স্তরের অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ পদের ব্যাসবাক্যসহ সমাসের উদাহরণ। West Bengal Board Of Secondary education   Second summative evaluation Madhymik. নীচের সমাসবদ্ধ পদগুলির ব্যাসবাক্যসহ সমাস লেখ।  ১) ঈসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি । উঃ গররাজি - নয় রাজি = নঞ তৎপুরুষ  ২) রামদাস আর কোন প্রশ্ন করিলো না। উঃ রামদাস - রামের দাস= সম্বন্ধ তৎপুরুষ  ৩) তোরা সব জয়ধ্বনি কর। উঃ জয়ধ্বনি - জয় সূচক ধ্বনি= মধ্যপদলোপী কর্মধারয় ৪) কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবুমশায় । উঃ বাবুমশায় - যিনি বাবু তিনিই মশাই= কর্মধারয় সযমাস ৫) নির্বোধ আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। উঃ নির্বোধ - নেই বোধ = নঞ তৎপুরুষ  ৬) ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন। উঃ ক্ষণ ব্যাপী কাল= ব্যপ্তি তৎপুরুষ ৭) সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ৮) অপর্যাপ্ত তৈলনিষিক্ত । উঃ তৈলনিষিক্ত - তৈল হইতে নিষিক্ত= অপাদান তৎপুরুষ ৯) ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর । উঃ চিরসুন্দর- চিরকাল ব্যাপী সুন্দর= ব্যপ্তি তৎপুরুষ। ১০) দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়। উঃ বহ্নিজ্বালা...

Pather dabi - Sarat Chandra chattopadhyay

             পথের দাবী       - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়                                    প্রতিটি প্রশ্নের মান -১ ১) গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর প্রথম দেখা হয়েছিল কোথায় ? উঃ পুলিশ স্টেশনে  ২) "ইহা যে কত বড় ভ্রম, তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল" - ভ্রমটি কি ? উঃ অপূর্ব ভেবেছিল যে, ভামো যাওয়ার পথে ট্রেনে প্রথম শ্রেণীর যাত্রী হওয়ায় সকাল পর্যন্ত তার ঘুমের ব্যাঘাত ঘটবে না। কিন্তু রাতে পুলিশ এসে তিনবার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল,এ ঘটনাকেই ভ্রম বলা হয়েছে। ৩) গিরিশ মহাপাত্রের ট্যাঁকে কি পাওয়া গিয়েছিল ? উঃ একটি টাকা ও গন্ডাছয়েক পয়সা। ৪) "লোকটি কাশিতে কাশিতে আসিল" - লোকটির পরিচয় দাও। উঃ আলোচ্য অংশে লোকটি বলতে গিরীশ মহাপাত্রের ছদ্মবেশী সব্যসাচী মল্লিককে বোঝানো হয়েছে। ৫) "কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ"- বক্তা কে ? উঃ রামদাস তলোয়ারকর ৬) "তবে এ বস্তুটি পকেটে কেন?"- কোন বস্তুটি পকেটে ছিল ? উঃ আলোচ্য অংশে গাঁজার কলিকার কথা বলা হয়ে...