ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর

১) কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1835 সালে

২) এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স

৩) চার্টার অ্যাক্ট কবে প্রকাশিত হয়?
উঃ 1813 সালে

৪) স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠিত কলেজের নাম কি?
উঃ অ্যাংলো ওরিয়েন্টাল মহাবিদ্যালয়

৫) ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1885 খ্রিস্টাব্দে

৬) স্যাডলার কমিশন কবে পাস হয়?
উঃ 1917 সালে

৭) সেফটি ভাল্ব তত্ত্ব কে প্রবর্তন করেন?
উঃ এ্যালান অক্টোভিয়ান হিউম

৮) কংগ্রেসের সময় ভারতের বড়লাট কে ছিলেন?
উঃ ডাফরিন

৯) কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

১০) চার্লস উডের প্রতিবেদন কবে রচিত হয়?
উঃ 1854 সালে

১১) কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1857 সালে

১২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উঃ স্যার উইলিয়াম কোলভিন

১৩) হান্টার কমিশন কবে পাস হয়?
উঃ 1882 সালে

১৪) রবীনাথ ঠাকুর শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কবে?
উঃ 1921 সালে

১৫) কলকাতায় মেকানিক ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1839 সালে

১৬) কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1856 সালে

১৭) what Bengal things today, India things tomorrow-কথাটি কে বলেছিলেন?
উঃ গোখলে

১৮) ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায় 1829 খ্রিস্টাব্দে

১৯) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ আত্মারাম পান্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে

২০) আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উঃ দয়ানন্দ সরস্বতী 1824 খ্রিস্টাব্দের

২১) সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচয়িতা কে?
উঃ দয়ানন্দ সরস্বতী

২২) প্রাচ্য পাশ্চাত্য, পরিব্রাজক, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা কে?
উঃ স্বামী বিবেকানন্দ

২৩) মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?
উঃ 1858 খ্রিস্টাব্দে

২৪) নীলদর্পণ কে রচনা করেন?
উঃ দীনবন্ধু মিত্র

২৫) সূর্যের দেশ গ্রন্থটি কে রচনা করেন?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়

২৬) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ অক্ষয় কুমার দত্ত

২৭) অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ শিশির কুমার ঘোষ

২৮) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়

২৯) বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

৩০) ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৩১) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?
উঃ বোম্বাই অ্যালান অক্টোভিয়ান হিউম এর নেতৃত্বে

৩২) জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৩৩) কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থীতে ভাগ হয়ে যায় কবে?
উঃ 1960 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের

৩৪) কয়েকজন নরমপন্থী নেতার নাম করো।
উঃ অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায় প্রমূখ

৩৫) কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ তীব্র হয়ে ওঠে কোন অধিবেশনে?
উঃ কলকাতা

৩৬) বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ অরবিন্দ ঘোষ

৩৭) কে কবে বাংলাকে ভাগ করেন?
উঃ 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন রিজলি কমিশনে

৩৮) বঙ্গভঙ্গ সিদ্ধান্ত সরকারিভাবে কবে ঘোষণা হয়?
উঃ 1905 খ্রিস্টাব্দে 16 ই জুলাই

৩৯) বেঙ্গল কেমিক্যাল কারখানা কে স্থাপন করেছিলেন?
উঃ প্রফুল্ল চন্দ্র রায়

৪০) জাতীয় সাবান কারখানা কে তৈরি করেছিলেন?
উঃ নীলরতন সরকার

৪১) স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন কে?
উঃ চিদাম্বরম পিল্লাই

৪২) জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?
উঃ 1906 খ্রিস্টাব্দে মার্চ মাসে

৪৩) সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কৃষ্ণ কুমার মিত্র

৪৪) যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ ভূপেন্দ্রনাথ দত্ত

৪৫) অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ 1902 সালে সতীশচন্দ্র বসু

৪৬) অনুশীলন সমিতির সভাপতি কে ছিলেন?
উঃ প্রমথনাথ মিত্র

৪৭) অনুশীলন সমিতির কয়েকজন সদস্যদের নাম লেখ।
উঃ অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, ভগিনী নিবেদিতা প্রমূখ

৪৭) কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব দেয়া হয়েছিল কাকে?
উঃ প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম

৪৮) মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের নেতা কে ছিলেন?
উঃ বাসুদেব বলবন্ত ফাদকে

৪৯) ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়?
উঃ বাসুদেব বলবন্ত ফাদকে

৫০) গণপতি ও শিবাজী উৎসব কে চালু করেন?
উঃ তিলক

৫১) মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ বালগঙ্গাধর তিলক

৫২) মিত্রমেলা নামক সমিতি গঠন করেন কে?
উঃ দামোদর সাভারকার

৫৩) অভিনব ভারত কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ 1904 খ্রিস্টাব্দে দামোদর সাভারকার

৫৪) বিদেশের মাটিতে প্রথম শহীদ হয়েছিলেন কে?
উঃ মদনলাল ধিংড়া

৫৫) গদর পার্টি কোথায় কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1913 সালে আমেরিকা সানফ্রান্সিসকো শহরে

৫৬) গদর শব্দের অর্থ কি?
উঃ বিপ্লব

৫৬) কোমাগাতামারু ও তোসামারু কিসের নাম?
উঃ দুটি জাহাজ

৫৭) হিন্দুস্তান রিপাবলিকান সোশালিস্ট অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ ঋষি অরবিন্দ ঘোষ

৫৮) লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?
উঃ 1928 খ্রিস্টাব্দের

৫৯) ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়?
উঃ ভিকাজি রুস্তম কামা

৬০) গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?
উঃ লালা হরদয়াল

৬১) রাখি বন্ধনের আহ্বান করেছিলেন কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)