জীবন বিজ্ঞান বিষয়ক 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর



১) বৃক্কের ভেতরে স্তরকে কি বলে?
উঃ মেডালা

২) হরগোবিন্দ খোরানা কিসের সাথে যুক্ত?
উঃ জীববিদ্যা

৩) মানুষের জনন গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
উঃ গোনাডোট্রপিক হরমোন

৪) সুস্থ মানুষের প্রতি ঘন মিলিলিটারে শ্বেত কণিকার সংখ্যা কত?
উঃ 6 থেকে 8 হাজার

৫) রাত্রিকালে উদ্ভিদের বৃদ্ধির হার বাড়ে না কমে?
উঃ বাড়ে

৬) এলিফ্যান্টিয়াসিস রোগ হয় কিসের কারণে?
উঃ স্ত্রী কিউলেক্স মশার কামড়ে

৭) কুকুরের ঘাম নিঃসরণ গ্রন্থির নাম কি?
উঃ জিহ্বা

৮) হাইড্রার গমন অঙ্গের নাম কি?
উঃ কর্ষিকা

৯) মাছের হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি?
উঃ দুটি

১০) জিনের প্রধান উপাদান কি?
উঃ DNA

১১) পায়োরিয়া কোন ভিটামিনের অভাবে হয়?
উঃ ভিটামিন সি

১২) আরশোলার হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?
উঃ 13 টি

১৩) রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উঃ ভিটামিন D

১৪) একটি অমেরুদন্ডী জীবন্ত জীবাশ্মের নাম লেখ?
উঃ লিমুলাস

১৫) চক্ষু বিন্দু আছে কোন প্রাণীর?
উঃ ইউগ্লিনা

১৬) গাছের রান্নাঘর বলা হয় কোন অংশকে?
উঃ পাতা

১৭) কেঁচোর রেচন অঙ্গের নাম কি?
উঃ ত্বক

১৮) শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদের?
উঃ সুন্দরী

১৯) ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অ
উঃ আরশোলা

২০) মানবদেহে কোন ভিটামিন সংশোধিত হয়?
উঃ ভিটামিন ডি

২১) ছত্রাক এর মধ্যে কোন জাতীয় পুষ্টি দেখা যায়?
উঃ পরভোজী

২২) পরাশ্রয়ী কিন্তু পরভোজী নয় এমন একটি উদ্ভিদের নাম লেখ।
উঃ অর্কিড

২৩) জেনেটিক শব্দের অবতারণা করেন কে?
উঃ মেন্ডেল

২৪) স্নেহ পদার্থে দ্রাব্য গুলির নাম লেখ?
উঃ A,D,E,K

২৫) কোষবাদের প্রবক্তা কে?
উঃ স্লেইডেন-সোয়ান

২৬) রক্তবিহীন কোমল ভারবাহী কলা কে কি বলে?
উঃ তরুণাস্থি

২৭) উদ্ভিদ দেহে কোষ বিভাজন ঘটে এমন একটি হরমোনের নাম লেখ।
উঃ কাইনিন

২৮) ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়?
উঃ কাইনিন

২৯) ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন?
উঃ ফ্লোরিজেন

৩০) উদ্ভিদদেহে জল ও খনিজ পদার্থ সংবাহিত হয় কিসের মাধ্যমে?
উঃ জাইলেম কলার মাধ্যমে

৩১) EMP কথাটির পুরো নাম কি?
উঃ ইমারজেন্সি ম্যাগনেটিক পাওয়ার

৩২) সালোকসংশ্লেষে অক্ষম এমন একটি উদ্ভিদের নাম লেখ।
উঃ ছত্রাক

৩৩) ভিলাই কোথায় অবস্থিত?
উঃ ক্ষুদ্রান্তে

৩৪) একটি ট্রেস এলিমেন্ট এর উদাহরণ দাও
উঃ বোরন

৩৫) রেটিনোল কোন ভিটামিনের রাসায়নিক নাম?
উঃ ভিটামিনA

৩৬) লোহিত কণিকায় কোন রঞ্জক পদার্থ থাকে?
উঃ হিমোগ্লোবিন

৩৭) সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিড কে কি বলে?
উঃ ক্লোরোপ্লাস্টিড

৩৮) উদ্ভিদের বৃদ্ধি সহায়ক একটি হরমোনের উদাহরণ দাও।
উঃ অক্সিন

৩৯) দ্বিপদ নামকরনের প্রবক্তা কে?
উঃ ক্যারোলাস লিনিয়াস

৪০) মৃত জীবের পচন সম্পাদনে প্রধান ভূমিকা গ্রহণ করে কি?

উঃ ব্যাকটেরিয়া

৪১) নখ কি দিয়ে তৈরি?
উঃ কেরাটিন

৪২) মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তুর নাম কি?
উঃ রেয়ন

৪৩) ত্বকে কোন রঞ্জক পদার্থ থাকে?
উঃ মেলানিন

৪৪) অবাত শ্বসন কারী একটি প্রাণীর নাম কি?
উঃ গোলকৃমি

৪৫) মানবদেহে অরনিথিন চক্র সাধিত হয় কোথায়?
উঃ যকৃতে

৪৬) বিপাক জাতীয় পদার্থ গুলিকে কি বলে?
উঃ রেচন

উঃ কী বিপাকের ফলে জীবদেহে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ উৎপন্ন হয়?
উঃ প্রোটিন

৪৮) ‌ কোন গাছের কাণ্ড পাতার কাজ করে?
উঃ ক্যাকটাস

৪৯) উদ্ভিদ পত্র মোচন এর মাধ্যমে কি ত্যাগ করে?
উঃ রেচন পদার্থ

৫০) গাছের কোন অংশ হলুদ?
উঃ কান্ড 








Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)