জীবন বিজ্ঞান বিষয়ে ৬০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর



১) একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও।
উঃ নস্টক, অ্যানাবিনা
২) জলে দ্রবণীয় ভিটামিন গুলো কি কি?
উঃ B,C,P
৩) মানুষের ফুসফুসের আবরণকে কি বলে?
উঃ প্লুরা
৪) সর্বজনীন দাতা বলা হয় কোন শ্রেণীর রক্তকে?
উঃ O শ্রেণীর রক্তকে
৫) কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন হয় না?
উঃ ভিটামিন K
৬) কোন রোগ শিশুদের হাড়ের সংযোগস্থল আক্রমণ করে?
উঃ রিকেট
৭) কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়?
উঃ স্ত্রী এনোফিলিস
৮) লোহিত রক্ত কণিকার জীবনকাল কতদিন?
উঃ ১২০ দিন
৯) অস্থি কি ধরনের যোগকলা?
উঃ কঠিন যোগকলা
১০) রক্তের রং লাল হয় কেন?
উঃ হিমোগ্লোবিন থাকে বলে
১১) উৎসেচক কি জাতীয় পদার্থ?
উঃ প্রোটিন
১২) মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি?
উঃ স্টেপিস
১৩) তিমি মাছের গমন অঙ্গের নাম কি?
উঃ স্লিপার
১৪) যকৃৎ থেকে উৎপন্ন পদার্থকে কি বলে?
উঃ পিত্তরস
১৫) মানবদেহে হিমোগ্লোবিনের জন্য কোন খনিজের প্রয়োজন?
উঃ লৌহ
১৬) চোখের আলো ঢোকে কোথা দিয়ে?
উঃ মণি দিয়ে
১৭) মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি?
উঃ বিমার
১৮) প্রভুগ্রন্থি কাকে বলে?
উঃ পিটুইটারি গ্রন্থিকে
১৯) পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি বর্গ সমষ্টিকে কি বলে?
উঃ শ্রেণী
২০) রাইবোজোম এর প্রধান কাজ কি?
উঃ প্রোটিন সংশ্লেষণ করা
২১) অন্ধকারে আমরা দেখতে পাই না কারণ কি?
উঃ রডকোষ সাড়া দেয়না
২২) হৃদপিন্ডের আবরণীর নাম কি?
উঃ পেরিকার্ডিয়াম
২৩) রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উঃ ভিটামিনA
২৪) চোখে প্রতিবিম্ব গঠিত হয় কোথায়?
উঃ রেটিনায়
২৫) ইনসুলিনের অভাবে কোন রোগ হয়?
উঃ ডায়াবেটিস
২৬) মস্তিষ্কের আবরণীর নাম কি?
উঃ মেনিনজেস
২৭) কোন খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয়?
উঃ লোহা
২৮) হিমোলিম্ফ কি?
উঃ পতঙ্গদের রক্তকে বলা হয় হিমোলিম্ফ
২৯) একটি স্থানীয় হরমোন এর উদাহরণ দাও।
উঃ টেস্টোস্টেরন
৩০) ডিম্বাশয়ে বীজবিহীন ফল উৎপাদনে কে কি বলে?
উঃ পার্থেনোকার্পি
৩১) অ্যামিবা কি জাতীয় প্রাণী?
উঃ প্রোটোজোয়া
৩২) বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি?
উঃ নেফ্রন
৩৩) উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় কোন খনিজের অভাবে?
উঃ ম্যাগনেসিয়াম
৩৪) অ্যামিবার রেচন অঙ্গের নাম কি?
উঃ সংকোচনশীল গহবর
৩৫) মূত্রের রং হলুদ হয় কেন?
উঃ বিলিরুবিন তাকে বলে
৩৬) লেবুতে কোন অ্যাসিড থাকে?
উঃ সাইট্রিক
৩৭) কোন গাছের পাতায় স্টিমোলিথ থাকে?
উঃ বটগাছ
৩৮) অযৌন জননের একক এর নাম কি?
উঃ রেণু
৩৯) যৌন জননের একক এর নাম কি?
উঃ গ্যামেট
৪০) কোন প্রাণীর রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না?
উঃ মানুষ
৪১) অঙ্গজ জনন কোন উদ্ভিদের দেহে দেখা যায়?
উঃ পাথরকুচি
৪২) জীবন্ত জীবাশ্ম কি?
উঃ লিমুলাস
৪৩) দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি?
উঃ প্লীহা
৪৪) মানুষের দেহে লোহিত কণিকা শ্বেত কণিকার অনুপাত কত?
উঃ ৫০০:১
৪৫) সালোকসংশ্লেষ দ্রুত হয় কোন আলোতে?
উঃ লাল আলোতে
৪৬) সালোকসংশ্লেষ কম হয় কোন আলোতে?
উঃ বেগুনি
৫৭) পেরিপেটাস কোন কোন প্রাণীর সংযোগকারী প্রাণী?
উঃ অঙ্গুরীমাল ও সন্ধিপদ
৫৮) বাস্তুতন্ত্রে যারা নিজেদের খাদ্য নিজেই তৈরি করে তাদের কি বলে?
উঃ উৎপাদক
৫৯) ক্ষুদ্রান্তে U আকৃতিবিশিষ্ট অংশকে কি বলে?
উঃ ডিওডিনাম
৬০) পেলেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উঃ নিয়াসিন
৬১) অনুচক্রিকার অপর নাম কি?
উঃ থ্রম্বোসাইট

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)