Primary TET 2020 Bengali grammar
এক কথায় প্রকাশঃ
১) বিড়ালের ডাক-জিবন
২) কুকুরের ডাক-বুক্কন
৩) হাতির ডাক-বৃংহণ
৪) কোকিলের ডাক-কুহু
৫) ঘোড়ার ডাক-হ্রেষা
৬) উপকার করার ইচ্ছা-উপচিকীর্ষা
৭) বিনা হাতে যার-বীণাপাণি
৮) ভিক্ষার অভাব-দুর্ভিক্ষ
৯) দশ আনন যার-দশানন
১০) জানার ইচ্ছা-জিজ্ঞাসা
১১) ময়ূরের ডাক-কেকা
১২) আকাশে চরে যে-খেচর
১৩) পঙ্কে জন্মে যা-পঙ্কজ
১৪) একই গুরুর শিষ্য-সতীর্থ
১৫) সমান উদরে জন্ম যার-সহোদর
২৬) লাল বর্ণের পদ্ম-কোকোনদ
২৭) শ্বেত বর্ণের পদ্ম-পুণ্ডরীক
২৮) নীল বর্ণের পদ্ম- ইন্দীবর
২৯) পথ চলার খরচ-পাথেয়
৩০) যজ্ঞের পুরোহিত-হোতা
৩১) সব কিছু খায় যে-সর্বভুক
৩২) হরিণের চামড়া-অজিন
৩৩) যিনি তিথি মেনে আসেন না-অতিথি
৩৪) যার কিছুই নেই-অকিঞ্চন
৩৫) যে বেশি কথা বলে-বাচাল
৩৬) হেমন্ত কালে জাত-হৈমন্তিক
৩৭) ইন্দ্রের হস্তী-ঐরাবত
৩৮) যে পরিমিত কথা বলে-মিতভাষী
৩৯) উপকার স্বীকার করে না যে-অকৃতজ্ঞ
৪০) স্ত্রী হারা স্বামী-বিপত্নীক
৪১) উপমা নেই যার-নিরুপমা
৪২) জয় করার ইচ্ছা-জিজ্ঞাসা
৪৩) অর্জুনের শঙ্খ-পাঞ্চজন্য
৪৪) যে শুনে মনে রাখে-শ্রুতি
৪৫) পূর্ব জন্মের কথা যার মনে আছে-জাতিস্মর
৪৬) ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি-ঋত্বিক
৪৭) ভেকের ডাক-মকমক
৪৮) অগ্রে জন্ম যার-অগ্রজ
৪৯) পতিপুত্রহীনা নারী-অবিরা
৫০) বৃহৎ বৃক্ষ-বনস্পতি
Comments
Post a Comment
Haven't doubt please let me know.