ভারতের ইতিহাস সম্পর্কে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১) কোন পর্বতমালা ভারতবর্ষকে উত্তর-দক্ষিণ দু'ভাগে বিভক্ত করেছে?
উঃ বিন্ধ্য পর্বত
২) ভারতের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি গিরিপথ এর নাম কি?
উঃ খাইবার গিরিপথ
৩) ভারতবর্ষের প্রাচীনতম নাম কি?
উঃ জম্বুদ্বীপ
৪) কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্তান হয়েছে?
উঃ সিন্ধু
৫) দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম লেখ।
উঃ গোদাবরী
৬) ভারতবর্ষের হিন্দুস্থান নামকরণ করেছিল কারা?
উঃ পারসিকরা
৭) আর্যরা কোন জাতিগোষ্ঠীর বংশধর ছিল?
উঃ নর্ডিক জাতিগোষ্ঠী
৮) ভারতে আর্য জাতি গোষ্ঠীর বংশধর কারা?
উঃ কাশ্মীর, পাঞ্জাবি জাতি
৯) রাজপুতরা কোন জাতি গোষ্ঠীর বংশধর?
উঃ হুন
১০) সাঁওতালরা কোন জাতিগোষ্ঠীর বংশধর?
উঃ প্রোটো অস্ট্রালয়েড
১১) দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতি গোষ্ঠীর বংশধর?
উঃ দ্রাবিড়
১২) অশোকের শিলালিপির পাঠোদ্ধার হয় কবে?
উঃ 1837 খ্রিস্টাব্দে
১৩) নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায়?
উঃ প্রথম সাতকর্ণী
১৪) স্কন্দ গুপ্তের হুন আক্রমণ কারীদের পরাজিত হওয়ার কথা কোন শিলালিপি থেকে জানা যায়?
উঃ ভিতারি শিলালিপি
১৫) গরুর স্তম্ভ কে নির্মাণ করেন?
উঃ হেলিও ডরাস
১৬) শ্রীলংকার দুটি বৌদ্ধ সাহিত্যের নাম লেখ।
উঃ দীপ বংশ ও মহাবংশ
১৭) প্রাচীন যুগের দুজন রোমান লেখক এর নাম লেখ।
উঃ প্লুটার্ক ও প্লিনি
১৮) ন্যাচারাল হিস্টোরিয়া গ্রন্থের লেখক কে?
উঃ প্লিনি
১৯) ফা হিয়েন এর লেখা বইটির নাম কি?
উঃ ফো-কুও-কি
২০) সিয়েন সাং এর লেখা বইটির নাম কি?
উঃ সি-ইউ-কি
২১) রামচরিত গ্রন্থের রচয়িতা কে?
উঃ সন্ধ্যাকর নন্দী
২২) আল-বেরুনীর প্রকৃত নাম কি?
উঃ আবুরিহান
২৩) কোন ঐতিহাসিক ভারতবর্ষকে পৃথিবীর সারাংশ বলেছেন?
উঃ ভিন্সেন্ট স্মিথ
২৪) ভারতীয় সভ্যতার মূল সুরটি কি?
উঃ বৈচিত্র্য নয় ঐক্য, বিভেদ নয় সংহতি
২৫) বৈদিক যুগের দুটি স্বর্ণ মুদ্রার নাম লেখ।
উঃ মনা ও নিস্ক
২৬) অর্থশাস্ত্রে কোন রাজাদের সম্পর্কে জানা যায়?
উঃ মৌর্য রাজাদের
২৭) প্রবন্ধ কোষ কে রচনা করেছিলেন?
উঃ রাজশেখর
২৮) সুলতান মাহমুদের সভাকবি নাম কি?
উঃ অলবেরুনী
২৯) বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থের লেখক কে?
উঃ তারানাথ
৩০) দেবীচন্দ্রগুপ্ত গ্রন্থের লেখক কে?
উঃ বিশাখ দত্ত
৩১) বাংলাদেশ ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন কে?
উঃ তিতুমীর
৩২) ফরাজি আন্দোলনের সূচনা করেন কে?
উঃ শরিয়ৎ উল্লাহ
৩৩) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উঃ মঙ্গল পান্ডে
৩৪) সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল?
উঃ ব্যারাকপুর
৩৫) কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল?
উঃ লর্ড ক্যানিং
৩৬) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং
৩৭) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং
৩৮) কোল বিদ্রোহ কবে হয়েছিল?
উঃ 1820 সালে


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)