Bank/SSC/Rail/primary TET Question & Answer

১) অশোক কলিঙ্গ জয় করেন কবে?
উঃ 261 অব্দ
২) ইবাদত খানা কে প্রতিষ্ঠা করেন?
উঃ আকবর
৩) অশোকের রাজ্যভিষেক হয় কবে?
উঃ 269 অব্দে
৪) খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন?
উঃ খসরু শাহ
৫) বাবর এর আত্মজীবনী কি?
উঃ তুজুক ই বাবরি
৬) মধ্যযুগের মিশর থেকে ভারতে এসেছিলেন কোন পর্যটক?
উঃ ইবন বতুতা
৭) যিশুখ্রিস্টের জন্ম কোথায়?
উঃ বেথলেহেম শহরে
৮) ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে?
উঃ গুরুসদয় দত্ত
৯) চন্দ্রগুপ্তের মায়ের নাম কি?
উঃ মুরা
১০) দাস বিদ্রোহের নেতা কে?
উঃ স্পার্টাকাস
১১) তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন কবে?
উঃ 1398 খ্রিস্টাব্দে
১২) পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি?
উঃ জেন্দাবেস্তা
১৩) রাজ্য প্রশাসনের সবচেয়ে উপরে আছেন কে?
উঃ রাজ্যপাল
১৪) কলকাতা প্রথম লাইব্রেরির নাম কি?
উঃ ইম্পেরিয়াল লাইব্রেরি
১৫) প্রাচীন গ্রিসের সেরা কবি কে ছিলেন?
উঃ হোমার
১৬): বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি?
উঃ ত্রিপিটক
১৭) গ্রিস ও পারস্যের মধ্যে লড়াই হয়েছিল কি নিয়ে?
উঃ ভূমধ্যসাগরের অধিকার নেই
১৮) শিখদের ধর্মগ্রন্থের নাম কি?
উঃ গ্রন্থসাহেব
১৯) দিল্লি লাল কেল্লা কে নির্মাণ করেন?
উঃ শাহজাহান
২০) ঝাঁসির ব্রিগেডের নেতৃত্বে ছিলেন কে?
উঃ লক্ষী বাই
২১) রামানন্দের শিষ্যের নাম কি?
উঃ কবীর
২২) আগস্ট বিপ্লব কবে হয়েছিল?
উঃ 1942 সালে
২৩) পৃথিবীর বৃহত্তম মহাকাব্যের নাম কি?
উঃ মহাভারত
২৪) আলেকজান্ডারের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল?
উঃ পুরু
২৫) বিক্রমাদিত্য উপাধি কে নিয়েছিলেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
২৬) মানব সভ্যতায় চীনের সবচেয়ে বড় দান কি?
উঃ কাগজ
২৭) চীনের প্রাচীর কে নির্মাণ করেন?
উঃ সি হোয়াংতি
২৮) হিয়েনসাঙ শিক্ষা লাভ করেছিলেন কোন বিশ্ববিদ্যালয়ে?
উঃ নালন্দা বিশ্ববিদ্যালয়
২৯) হোমারের লেখা দুটি মহাকাব্যের নাম কি?
উঃ ইলিয়াড ও ওডিসি
৩০) সবচেয়ে বড় পিরামিডের নাম কি?
উঃ খুফুর পিরামিড
৩১) নীলনদের দান বলা হয় কোন দেশকে?
উঃ মিশর দেশকে
৩২) মগধের রাজধানী কোথায় ছিল?
উঃ পাটলিপুত্র
৩৩) কুতুব মিনার তৈরি হয়েছিল কোন যুগে?
উঃ তুর্কি আফগান যুগে
৩৪) সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেন কে?
উঃ মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
৩৫) মিশরের রাজাদের কি বলা হত?
উঃ ফ্যারাও
৩৬) চীন দেশের প্রথম সম্রাটের নাম কি?
উঃ সি হুয়াং তি
৩৭) এ প্যাসেজ টু ইন্ডিয়া"গ্রন্থটি কে লিখেছিলেন?
উঃ ই এম পোস্টার
৩৮) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে দস্তক লাভ করেছিলেন?
উঃ ফারুকশিয়ার 1717 সালে
৩৯) পুলিশে বিভাগের সংস্কার করেন কে?
উঃ কর্নওয়ালিস
৪০) চোলদের রাজধানী কোথায় ছিল?
উঃ তাঞ্জোর
৪১) কোন গুপ্ত সম্রাট হুণ আক্রমণ প্রতিহত করেছিলেন?
উঃ স্কন্ধগুপ্ত
৪২) 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে ব্যারাকপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উঃ মঙ্গল পান্ডে


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)