ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উত্তর

১) বায়ু ও লোহার মধ্যে কোনটিতে শব্দের বেগ বেশি হয়?
উঃ লোহা
২) শব্দ তরঙ্গ কি জাতীয় তরঙ্গ?
উঃ স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ
৩) পুকুরে ঢিল ফেললে জলে যে তরঙ্গ সৃষ্টি হয় তা কি ধরনের তরঙ্গ?
উঃ তির্যক তরঙ্গ
৪) কম্পাঙ্কের একক কি?
উঃ হার্ৎজ(hz)
৫) স্টেথোস্কোপ শব্দের কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
উঃ প্রতিফলন
৬) SONOR এর পুরো নাম কি?
উঃ sound navigation and ranging
৭) শব্দ নির্বন্ধের সময়কাল কত?
উঃ ১/১০ সেকেন্ড
৮) মাইকের শব্দের তীব্রতা কত ডেসিবেল?
উঃ 110 ডিসিবেল
৯) শব্দের প্রাকৃতিক নির্বন্ধক কোনটি?
উঃ গাছ
১০) শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে এমন একটি প্রাণীর নাম করো?
উঃ বাদুড়
১১) একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে?
উঃ সুর
১২) একটি প্রাকৃতিক ও একটি মনুষ্য কৃত শব্দ দূষণের উল্লেখ করো।
উঃ বজ্রপাতের শব্দ, বাজির শব্দ
১৩) মানুষের কান সর্বোচ্চ কত ডেসিবেল তীব্রতার শব্দ সহ্য করতে পারে?
উঃ 85 ডেসিবেল
১৪) দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের নূন্যতম দূরত্ব কত হওয়া প্রয়োজন?
উঃ 66. 4 মিটার
১৫) শব্দের তীব্রতা পরিমাপের একক কি?
উঃ বেল
১৬) ডেসিবেল এককে কি পরিমাপ করা হয়?
উঃ শব্দের প্রাবল্য
১৭) শক্তি কি রাশি?
উঃ স্কেলার রাশি
১৮) একটি কার্যহীন বলের উদাহরণ দাও।
উঃ অভিকেন্দ্র বল
১৯) কোন রাশির মান কখনোই ঋণাত্মক হওয়া সম্ভব নয়?
উঃ গতিশক্তি
২০) ক্ষমতা=বল×---------
উঃ বেগ
২১) মানবদেহে  রক্তের কত শতাংশ জল?
উঃ 90 শতাংশ
২২) জলের রাসায়নিক নাম কি?
উঃ ডাই হাইড্রোজেন মনোক্সাইড
২৩) প্যারিস গ্রীন কি?
উঃ কাঠের পোকা ধ্বংসকারী কীটনাশক
২৪) আলগাল ব্লুম এর জন্য দায়ী কোন যৌগ?
উঃ স্যার ও ডিটারজেন্টের উপস্থিত ফসফেট
২৫) একটি কীটনাশকের নাম লেখ।
উঃ গ্যামাক্সিন
২৬) ভারী জলের কোন ধর্মের জন্য ভারী জলের স্নান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর?
উঃ জলাকর্ষী ধর্ম
২৭) ক্যাটায়ন বিনিময়কারী রেজিন থেকে নির্গত জলের প্রকৃতি কিরূপ হয়?
উঃ আম্লীক
২৮) বিশ্ব জল দিবস কবে পালিত হয়?
উঃ 22 শে মার্চ
২৯) পানীয় জলে উপস্থিত কোন দূষক রক্তাল্পতা সৃষ্টি করে?
উঃ নাইট্রেট
৩০) COD এর পুরো কথা কি?
উঃ chemical oxygen demand
৩১)BOD এর পুরো কথা কি?
উঃ biological oxygen demand
৩২) জলের মাধ্যমে সংক্রমিত রোগের নাম লেখ।
উঃ টাইফয়েড, কলেরা
৩৩) জলে ভাসমান পদার্থ দূর করতে হলে কি মেশানো হয়?
উঃ ফটকিরি
৩৪) জলের সঙ্গে কোন হ্যালোজেন মৌল যোগ করে জীবাণুমুক্ত করা হয়?
উঃ ক্লোরিন
৩৫) নক্-নী ডিজিজ কিসের কারণে হয়?
উঃ F

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)