ইতিহাস বিষয়ের চল্লিশটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১) বিল গ্রামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ শেরশাহ ও হুমায়ুন
২) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত?
উঃ আবদুল গফফর খান
৩) মোগল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উঃ অমরকোটে
৪) মহারাজা ছত্রপতি উপাধি কে ধারণ করেছিলেন?
উঃ শিবাজী
৫) শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ
৬) লৌহ মানব নামে কে পরিচিত?
উঃ বল্লভ ভাই প্যাটেল
৭) জাতীয় কংগ্রেস স্থাপিত হয় কার আমলে?
উঃ ডাফরিন
৮) সুলতান মাহমুদের গুজরাট লুণ্ঠন ঘটে কত সালে?
উঃ 1027 সালে
৯) তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
উঃ 1191 সালে
১০) পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয় কবে কোন অধিবেশনে?
উঃ 1929 সালে লাহোর অধিবেশনে
১১) সুলতানি যুগের আকবর নামে কে পরিচিত?
উঃ ফিরোজ শাহ তুঘলক
১২) স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন?
উঃ বালগঙ্গাধর তিলক
১৩) কুষাণদের আদি নাম কি ছিল?
উঃ ইউচি
১৪) ভারতে মঙ্গলরা প্রথম আক্রমণ করে কার সময়ে?
উঃ ইলতুৎমিস
১৫) খুদা -ই- খিদমতগার আন্দোলন কে সংগঠন করেন?
উঃ গফফর খান
১৬) অজন্তা ও ইলোরা গুহাচিত্র তৈরি হয় কাদের আমলে?
উঃ রাষ্ট্রকূট দের আমলে
১৭) ভারতবর্ষের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ এটলি
১৮) শিখ কথার অর্থ কি?
উঃ শিষ্য
১৯) সর্বপ্রথম বয়কট আন্দোলন প্রত্যাহার করা হয় কোন পত্রিকায়?
উঃ সঞ্জীবনী
২০) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উঃ কর্ণসুবর্ণ
২১) মুঘল আমলে ভারতের সরকারি ভাষা কি ছিল?
উঃ ফার্সি
২২) মহান বৃদ্ধ নামে কে পরিচিত?
উঃ দাদাভাই নৌরজী
২৩) অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কোন ঘটনার পর?
উঃ চৌরিচৌরা ঘটনা
২৪) অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম স্বাক্ষর করেন কে?
উঃ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা
২৫) প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ রাজগৃহে
২৬) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ বৈশালী
২৭) তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ পাটলিপুত্র
২৮) স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উঃ কৃপালিনী
২৯) তীর্থঙ্কর শব্দের অর্থ কি?
উঃ ধর্মগুরু
৩০) দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ভাইসরয় কে ছিলেন?
উঃ ওয়েলিংটন
৩১) বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দেন?
উঃ গান্ধীজী
৩২) বেলগাঁও অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উঃ গান্ধীজী
৩৩) পাটলিপুত্র তৃতীয় বৌদ্ধ সংগীতি পৃষ্ঠপোষক কে ছিলেন?
উঃ অশোক
৩৪) মহাযান দর্শনের প্রবক্তা কে?
উঃ নাগার্জুন
৩৫) গান্ধার শিল্পের প্রধান কেন্দ্র কোথায় ছিল?
উঃ তক্ষশীলা
৩৬) মুঘল সাম্রাজ্যের পতন ঘটে কত খ্রিস্টাব্দে?
উঃ 1857 খ্রিস্টাব্দে
৩৭): চরমপন্থীদল কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করেন?
উঃ সুরাট অধিবেশনে
৩৮) বাকু কি জন্য বিখ্যাত?
উঃ পেট্রোলিয়াম শিল্পের জন্য
৩৯) আর্য ভট্ট কোন যুগে জন্মগ্রহণ করেন?
উঃ গুপ্ত যুগে
৪০) গুরু অর্জুনকে কে হত্যা করেন?
উঃ জাহাঙ্গীর
৪১) মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী কে?
উঃ বালাজি বিশ্বনাথ
৪২) বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশ করেন কে?
উঃ হিকি
উঃ শেরশাহ ও হুমায়ুন
২) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত?
উঃ আবদুল গফফর খান
৩) মোগল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উঃ অমরকোটে
৪) মহারাজা ছত্রপতি উপাধি কে ধারণ করেছিলেন?
উঃ শিবাজী
৫) শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ
৬) লৌহ মানব নামে কে পরিচিত?
উঃ বল্লভ ভাই প্যাটেল
৭) জাতীয় কংগ্রেস স্থাপিত হয় কার আমলে?
উঃ ডাফরিন
৮) সুলতান মাহমুদের গুজরাট লুণ্ঠন ঘটে কত সালে?
উঃ 1027 সালে
৯) তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
উঃ 1191 সালে
১০) পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয় কবে কোন অধিবেশনে?
উঃ 1929 সালে লাহোর অধিবেশনে
১১) সুলতানি যুগের আকবর নামে কে পরিচিত?
উঃ ফিরোজ শাহ তুঘলক
১২) স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন?
উঃ বালগঙ্গাধর তিলক
১৩) কুষাণদের আদি নাম কি ছিল?
উঃ ইউচি
১৪) ভারতে মঙ্গলরা প্রথম আক্রমণ করে কার সময়ে?
উঃ ইলতুৎমিস
১৫) খুদা -ই- খিদমতগার আন্দোলন কে সংগঠন করেন?
উঃ গফফর খান
১৬) অজন্তা ও ইলোরা গুহাচিত্র তৈরি হয় কাদের আমলে?
উঃ রাষ্ট্রকূট দের আমলে
১৭) ভারতবর্ষের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ এটলি
১৮) শিখ কথার অর্থ কি?
উঃ শিষ্য
১৯) সর্বপ্রথম বয়কট আন্দোলন প্রত্যাহার করা হয় কোন পত্রিকায়?
উঃ সঞ্জীবনী
২০) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উঃ কর্ণসুবর্ণ
২১) মুঘল আমলে ভারতের সরকারি ভাষা কি ছিল?
উঃ ফার্সি
২২) মহান বৃদ্ধ নামে কে পরিচিত?
উঃ দাদাভাই নৌরজী
২৩) অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কোন ঘটনার পর?
উঃ চৌরিচৌরা ঘটনা
২৪) অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম স্বাক্ষর করেন কে?
উঃ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা
২৫) প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ রাজগৃহে
২৬) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ বৈশালী
২৭) তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ পাটলিপুত্র
২৮) স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উঃ কৃপালিনী
২৯) তীর্থঙ্কর শব্দের অর্থ কি?
উঃ ধর্মগুরু
৩০) দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ভাইসরয় কে ছিলেন?
উঃ ওয়েলিংটন
৩১) বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দেন?
উঃ গান্ধীজী
৩২) বেলগাঁও অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উঃ গান্ধীজী
৩৩) পাটলিপুত্র তৃতীয় বৌদ্ধ সংগীতি পৃষ্ঠপোষক কে ছিলেন?
উঃ অশোক
৩৪) মহাযান দর্শনের প্রবক্তা কে?
উঃ নাগার্জুন
৩৫) গান্ধার শিল্পের প্রধান কেন্দ্র কোথায় ছিল?
উঃ তক্ষশীলা
৩৬) মুঘল সাম্রাজ্যের পতন ঘটে কত খ্রিস্টাব্দে?
উঃ 1857 খ্রিস্টাব্দে
৩৭): চরমপন্থীদল কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করেন?
উঃ সুরাট অধিবেশনে
৩৮) বাকু কি জন্য বিখ্যাত?
উঃ পেট্রোলিয়াম শিল্পের জন্য
৩৯) আর্য ভট্ট কোন যুগে জন্মগ্রহণ করেন?
উঃ গুপ্ত যুগে
৪০) গুরু অর্জুনকে কে হত্যা করেন?
উঃ জাহাঙ্গীর
৪১) মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী কে?
উঃ বালাজি বিশ্বনাথ
৪২) বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশ করেন কে?
উঃ হিকি
Comments
Post a Comment
Haven't doubt please let me know.