বাংলা চলচ্চিত্রে তপন সিংহের কৃতিত্ব

১) বাংলা সিনেমা জগতে তপন সিংহের কৃতিত্ব বিচার কর।

উত্তর: বাংলা তথা ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে উন্নত করতে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন প্রমূখ যে শিল্পগুনের পরিচয় দিয়েছেন, সেটাকেই নিজস্ব আঙ্গিকে আরো ব্যাপকতা দান করেছেন।
           
              সাহিত্য থেকে গল্প নিয়েই তিনি তাঁর প্রতিভার  পরিচয় দিয়েছেন। একের পর এক জনপ্রিয় ও বাণিজ্য সফল ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন। তার ছবির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ছবি হলো----
ক্ষুধিত পাষাণ, হাঁসুলীবাঁকের উপকথা, জতুগৃহ, হাটে বাজারে, আপনজন ইত্যাদি। তপন সিংহ বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভাবে বাঙালি সমাজের জীবনের খুঁটিনাটি স্বপ্ন, অভিজ্ঞতা, চাওয়া-পাওয়াকে তার চলচ্চিত্রের উপাদান হিসাবে গড়ে তুলেছিলেন। এর প্রকৃষ্ট প্রমাণ আমাদের অতি পরিচিত"গল্প হলেও সত্যি"ছবিটি। তার মতো সংবেদনশীল, পরিশ্রমী, নিষ্ঠাবান পরিচালকের সংখ্যা বাংলা চলচ্চিত্রে দুর্লভ।

২) আখড়াই গানের আদি পুরুষ কাকে বলা হয়?
উঃ রামনিধি গুপ্ত

৩) জারি শব্দের অর্থ কি?
উঃ ক্রন্দন

৪) এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1784 সালে

৫) জাদু সম্রাট পি সি সরকার কার কাছে জাদু শিখেছিলেন?
উঃ গণপতি চক্রবর্তী

৬) নারায়ণ চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেছিলেন?
উঃ কবাডি



Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)