ভারত ও বিশ্বের ইতিহাস এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১) পাঞ্জাব কেশরী কাকে বলা হত?
উঃ রঞ্জিত সিংহ
২) বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে আছে?
উঃ আনন্দমঠ
৩) আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেছেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪) ভারতের জাতীয় সংগীত কে রচনা করেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৫) জাতীয় পতাকার চক্রে লেখা আছে কোন বাক্য?
উঃ সত্যমেব জয়তে
৬) সত্যমেব জয়তে কথাটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
উঃ মুণ্ডক উপনিষদ
৭) বিধান সভার সভাপতি কে কি বলা হয়?
উঃ স্পিকার
৮) কবীরের লেখা  উপদেশ বাণী কি নামে পরিচিত?
উঃ দোহা
৮) গুপ্ত যুগের সবচেয়ে বড় আবিষ্কার কি?
উঃ 1 থেকে 9 সংখ্যা ও শূন্য তত্ত্ব
৯) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং
১০) তাইপিং বিদ্রোহ কোথায় ও কবে হয়েছিল?
উঃ 1853 খ্রিস্টাব্দে চিনে
১১) সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল?
উঃ 1857 খ্রিস্টাব্দের
১২) তিতুমীরের প্রকৃত নাম কি?
উঃ মীর নিসার আলী
১৩) নুরজাহানের আসল নাম কি?
উঃ মেহেরুন্নেসা
১৪) রানা প্রতাপ এর ঘোড়ার নাম কী?
উঃ চেতক
১৫) মার্টিন লুথার কে ছিলেন?
উঃ জার্মানির একজন ধর্ম সংস্কারক
১৬) নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
উঃ মুর্শিদাবাদ
১৭) সৌরাষ্ট্র কোথায় অবস্থিত?
উঃ গুজরাট
১৮) ইনিড কার লেখা?
উঃ ভার্জিল
১৯) ফরাসি বিপ্লব কোথায় হয়েছিল কবে হয়েছিল?
উঃ 1789 খ্রিস্টাব্দে চৌদ্দই জুলাই ফ্রান্সে
২০) পার্বত্য মুষিক নামে কে পরিচিত?
উঃ শিবাজী
২১) ছত্রপতি উপাধি কে ধারণ করেছিলেন?
উঃ শিবাজী
২২) বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন?
উঃ তিতুমীর
২৩) ভারতীয় রাষ্ট্রসঙ্ঘের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ রাজেন্দ্র প্রসাদ
২৪) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন
২৫) সিমলা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে
২৬) নবম গুরু কে ছিলেন?
উঃ তেগ বাহাদুর
২৭) ভারতের প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?
উঃ কুতুবউদ্দিন আইবক
২৮) বাংলায় দ্বৈত শাসন প্রথা বিলোপ করেন কে?
উঃ ওয়ারেন হেস্টিংস
২৯) শাহজাহানের সময় বিখ্যাত ঐতিহাসিক এর নাম কি?
 উঃ এনায়েত খাঁ
৩০) হোমরুল আন্দোলনের সঙ্গে কারা যুক্ত ছিলেন?
উঃ অ্যানি বেসান্ত, বালগঙ্গাধর তিলক
৩১) অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত কোন অধিবেশনে গৃহীত হয়?
উঃ নাগপুর অধিবেশন
৩২) ব্রাহ্মণদের ওপর সর্বপ্রথম কর বসান কে?
উঃ ফিরোজশাহ তুঘলক
৩৩) জাহাঙ্গীরের আমলে আগত ইংরেজ দূত এর নাম কি?
উঃ টমাস রো
৩৪) কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কার আমলে?
উঃ দ্বিতীয় মহিপাল
৩৫) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রবক্তা কে?
উঃ ম্যাকডোনাল্ড
৩৬) বুদ্ধদেবের মূর্তি প্রথম তৈরি হয়েছিল কোন রীতিতে?
উঃ গান্ধার শিল্পরীতি
৩৭) হুমায়ুননামা কে রচনা করেন?
উঃ গুলবদন বেগম
৩৮) জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উঃ সরোজিনী নাইডু
৩৯) হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ গান্ধীজী
৪০) আদি কংগ্রেসের সম্মেলনকে তিনদিনের তামাশা বলেছেন কে?
উঃ অশ্বিনী কুমার দত্ত
৪১) দাসপ্রথার প্রচলন করেন কে?
উঃ আলাউদ্দিন খলজী
৪২) পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উঃ গান্ধীজী ও আম্বেদকর
৪৩) হিন্দু পাদ ও পাদ শাহ এর ধারনা কে জনপ্রিয় করেন কে?
উঃ প্রথম বাজিরাও
৪৪) মুসলিম লীগের নেতৃত্ব দিয়েছিলেন কে?
উঃ জিন্না
৪৫) দিল্লিতে ভারতের রাজধানী প্রস্তাবের দাবি দেন কে?
উঃ হার্ডিঞ্জ
৪৬) ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল?
উঃ 1930 সালে 12 ই মার্চ
৪৭) বিনা অনুমতিতে বাণিজ্য করার ছাড়পত্র কে কি বলে?
উঃ দস্তক
৪৮) ওয়াহাবি আন্দোলনের নেতা কে?
উঃ সৈয়দ আহমেদ
৪৯) হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উঃ আলাউদ্দিন খলজী
৫০) নিখিল ভারত কৃষক সভা কবে গঠিত হয়েছিল?
উঃ 1936 খ্রিস্টাব্দে
৫১) ভারতীয় অর্থনীতির ইংল্যান্ডে প্রেরণ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ দাদাভাই নওরোজি
৫২) খালসা কে প্রবর্তন করেন?
উঃ গোবিন্দ সিং
৫৩) সুকের চুকিয়া মিশলের দলনেতা কে ছিলেন?
উঃ রঞ্জিত সিংহ
৫৪) গিয়াসউদ্দিন বলবন এর পূর্ব নাম কি ছিল?
উঃ উলুঘ খাঁ
৫৫) নারীদের স্বাধীনতা ও সম্মান বেশি ছিল কোন যুগে?
উঃ বৈদিক যুগ
৫৬) ভারতীয় সিভিল সার্ভিসের প্রবর্তক কে?
উঃ লর্ড লিটন

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)