স্কুল সার্ভিস কমিশন সংস্কৃত বিষয়ের কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

                    সংস্কৃত সাহিত্যের ইতিহাস
                          রামায়ণ মহাকাব্য
                               প্রথম পর্ব

১) রামায়ণ কে সাহিত্যের ভাষায় কি বলে? এর রচনাকাল লেখ।
উঃ বাল্মিকী কর্তৃক রামায়ণ কে সাহিত্যের ভাষায় বলে মহাকাব্য।
      রামায়ণের রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। ওয়েবার, জ্যাকোবিন প্রমূখ ঐতিহাসিকের মতে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের পূর্বে রামায়ণ রচিত হয়েছিল।ভিন্টারনিৎস ও বুলক প্রমূখ মনে করেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে রামায়ণ রচিত হয়েছিল।

২) রামায়ণের রচয়িতা নাম কি? তিনি কার কার কাছে আরাম কাহিনী শুনে ছিলেন?
উঃ রামায়ণের রচয়িতা হলেন আদি কবি বাল্মিকী।
          মহর্ষি বাল্মীকি ব্রহ্মা ও নারদ এর কাছে রাম কাহিনী শুনে ছিলেন।

৩) রামায়ণের বিভাগগুলির নাম কি? এরূপ কয়টি বিভাগ আছে?
উঃ রামায়ণের বিভাগগুলি কান্ড নামে পরিচিত। এরূপ সাতটি বিভাগ আছে। সেগুলি হল-আদিকাণ্ড, অযোধ্যা কান্ড, অরণ্য কান্ড, কিষ্কিন্ধ্যা কান্ড, সুন্দর কান্ড, লংকা কান্ড এবং উত্তর কান্ড।এদের মধ্যে প্রথম কান্ড অর্থাৎ আদিকাণ্ড এবং শেষ কান্ড অর্থাৎ উত্তরকাণ্ড দুটি প্রক্ষিপ্ত।

৪) বাল্মিকী রামায়ণের শ্লোক সংখ্যা কত? বাল্মিকী রামায়ণ অপর কি নামে পরিচিত?
উঃ আদি কবি বাল্মিকী রচিত রামায়ণের শ্লোক সংখ্যা 24000। সেই জন্য ইহা শতসাহস্রীসংহিতা নামে পরিচিত।
     বাল্মিকী রামায়ণের অপর নাম হল-পৌলস্ত্যবধ, রামচরিত, সীতাচরিত, রঘুবংশ চরিত প্রভৃতি।

৫) বাল্মিকী পিতার নাম কি? বাল্মীকির পূর্ব নাম কি ছিল? তার মায়ের নাম কি ছিল?
উঃ বাল্মীকির পিতার নাম হল-চ্যবনমুনি।
      বাল্মীকির পূর্ব নাম হল-রত্নাকর। দস্যুবৃত্তি ছিল তার জীবিকা।
       মাধ্যমিক এর মায়ের নাম -প্রচেতা। আবার অনেকে মনে করেন সুকন্যা।

৬) বাল্মিকী নাম হল কেন?
উঃ শোনা যায় কবি প্রথম জীবনে দস্যু রত্নাকর ছিলেন। ব্রম্ভার কথায় কঠিন তপস্যা করার সময় তার সমস্ত শরীর বল্মীকে বা উইঢিবিতে ঢেকে যায়। পরে সেখান থেকে পুনর্জন্ম লাভ করায় এরূপ নামকরণ হয়েছে।

৭) রামায়ণে কতগুলি সর্গ আছে? এখানে কোন রাজবংশের কথা বলা হয়েছে?
উঃ রামায়ণের সর্গ সংখ্যা হল 661 টি। এর অধ্যায় সংখ্যা 500
         এখানে ইক্ষ্বাকু বা সূর্য বংশের কথা বলা হয়েছে।

৮) আদি কবি উচ্চারিত প্রথম শ্লোকটি লেখ।
উঃ আদি কবি উচ্চারিত প্রথম শ্লোকটি হল-
            "মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ।
             যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধিঃ কামমোহিতম্।।"

৯) রামায়ণ কোন ছন্দে রচিত এবং ইহা কোন শ্রেণীর রচনা?
উঃ আদি কবি বাল্মিকী রামায়ণ অনুষ্টুপ ছন্দে রচিত।
               ইহা মহাকাব্য শ্রেণীর রচনা। এটি authentic epic বা epic of growth।

১০) রামায়ণ কোন রীতিতে রচিত? এর প্রাচীনতম টিকার নাম কি?
উঃ রামায়ণ বৈদর্ভী রীতিতে রচিত। এর প্রাচীনতম টিকা হলো মাধবযোগীর রামায়ণকতক।

১১) আর্ষরামায়ণ অনুসারে রচিত কয়েকটি রামায়ণের নাম লেখ।
উঃ আর্ষরামায়ণ অনুসারে রচিত কয়েকটি রামায়ণ হলো-১) অদ্ভুত রামায়ণ ২) যোগবাশিষ্ঠ রামায়ণ ৩) আনন্দ রামায়ণ ৪) আধ্যাত্ম রামায়ণ ৫) ভূষণ্ডির রামায়ণ প্রভৃতি।

১২) রামায়ণে কোন রস প্রাধান্য আছে? উদাহরণ দাও।
উঃ বাল্মীকি রচিত রামায়ণে করুণ রসের প্রাধান্য আছে।
উদাহরণ-১) সীতা হরণের রামচন্দ্রের বিলাপ ২) বালিবধে তারার বিলাপ ৩) ইন্দ্রজিৎ বধে রাবনের বিলাপ প্রভৃতি।

১৩) রামায়ণে কয় প্রকার পাঠপ্রণালী লক্ষ্য করা যায় ও কি কি?
উঃ রামায়ণে তিন প্রকার পাঠ-প্রনালী লক্ষ্য করা যায়। যথা-১) গৌড়ীয় বা বঙ্গীয় পাঠ ২) দক্ষিণী বা দক্ষিণ ভারতীয় পাঠ এবং ৩) পশ্চিমোত্তরীয় পাঠ

১৪) রামায়ণের আদর্শের রচিত চারটি গ্রন্থের নাম লেখ।
উঃ রামায়ণের আদর্শের রচিত একটি গ্রন্থ হল-১) অদ্ভুত রামায়ণ ২) আনন্দ রামায়ণ ৩) যোগবাশিষ্ঠ রামায়ণ ৪) অধ্যাত্ম রামায়ণ

১৫) রাম শব্দের অর্থ কি?
উঃ তিলক টিকায় বলা হয়েছে-যোগীরা যাতে আনন্দ পান তিনি রাম। ২) ভূষণ টিকায় বলা হয়েছে-গুনরাজীর দ্বারা যিনি সকলকে আনন্দ দেন তিনি রাম। ৩) শিরোমনি টিকায় বলা হয়েছে- অপরিমিত দান, কর্ম, ভক্তি ও জ্ঞান যোগীরা যেখানে প্রীতি লাভ করে তিনি রাম।

১৬) আর্ষ মহাকাব্য এবং আদিকাব্য কোন গ্রন্থকে বোঝায়? এই গ্রন্থের জনপ্রিয়তা সম্বন্ধে বহুল প্রচলিত শ্লোকটি লেখ।
উঃ আর্ষ মহাকাব্য ও আদিকাব্য বলতে বাল্মিকী রচিত রামায়ণ মহাকাব্যকেই বোঝায়। এই গ্রন্থ সম্পর্কে বহুল প্রচলিত শ্লোকটি হল-
      "  যাবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মোহিতলে।
         তাবৎ রামায়ণীকথা লোকেষু প্রচারিষ্যতি।।"

১৭) রামচন্দ্র কি কি গুণের অধিকারী ছিলেন?
উঃ রামচন্দ্র ছিলেন বাগ্মী শ্রেষ্ঠ, নির্মল চরিত্র সম্পন্ন, বাসুকির সুবৃহৎ বাহু যুক্ত, অরিশ্রেষ্ঠ, রাবণ বিজেতা, ও প্রতিরোথ যোদ্ধা প্রভৃতি গুণের অধিকারী ছিলেন।

১৮) সীতাকে জানকি বলা হয় কেন?
উঃ সীতা মিথিলার রাজা জনকের কন্যা ছিলেন বলে সীতাকে জানকি বলা হয়।

১৯) রামায়ণের রামচন্দ্র, সীতা ও রাবণ কিসের প্রতীক?
উঃ রামায়ণের রাম চন্দ্র হল কৃষি ও বিদ্যার পৃষ্ঠপোষক, সীতা হলেন কৃষিবিদ্যার প্রতীক আর রাবণ হলেন স্বর্ণ বা ঐশ্বর্য্যের অধিকারী।

২০) রামায়ণের কয়টি স্তর দেখা যায় ও কি কি?
উঃ পাশ্চাত্য পন্ডিত ল্যাসেনের মতে রামায়ণকে চারটি স্তরে ভাগ করা যায়-১) প্রথম স্তরে রামচন্দ্রের নির্বাসন ২) দ্বিতীয় স্তরে নির্বাসন স্থানে বসবাসকারী মুনি-ঋষিদের, রাক্ষসদের অত্যাচার থেকে রামচন্দ্রের রক্ষা ৩) তৃতীয় স্তরে দক্ষিণের অধিবাসীদের পরাজিত করার চেষ্টা ৪) চতুর্থ স্তরে লঙ্কারাজ রাবণের বিরুদ্ধে রামচন্দ্রের যুদ্ধে যাত্রা।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)