Primary TET Bengali grammar question and answer
১) অক্ষরের উচ্চারণ মানের একককে কি বলে?
উঃ মাত্রা
২) উচ্চারণের একক কি?
উঃ ধ্বনি
৩) বাংলা ভাষায় যৌগিক স্বর দুটি কি কি?
উঃ ঐ,ও
৪) বাংলা ভাষার একমাত্র কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি?
উঃ আ
৫) ঘোষ ধ্বনি কাদের বলে?
উঃ বর্গের তৃতীয় ও চতুর্থ ব্যঞ্জনবর্ণগুলিকে ঘোষ ধ্বনি বলে।
৬) শিস ধ্বনির উদাহরণ দাও
উঃ শ,স
৭) একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও।
উঃ র
৮) বাংলা ভাষায় তাড়িত ব্যঞ্জনধ্বনি কি কি?
উঃ ড়,ঢ়
৯) তরল স্বর এর দুটি উদাহরণ দাও।
উঃ র,ল
১০) স্বরভক্তির অপর নাম কি?
উঃ বিপ্রকর্ষ, মধ্যস্বরাগম
১১) একটি অর্ধস্বর এর উদাহরণ দাও।
উঃ উ
১২) সংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও।
উঃ ই,
১৩) কেন্দ্রীয় স্বরধ্বনির টির নাম কি?
উঃ আ
১৪) একটি সংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও
উঃ ই,উ
১৫) একটি বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও
উঃ আ
১৬) অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও।
উঃ এ, ও
১৭) একটি অর্ধ বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও।
উঃ অ
১৮) কণ্ঠনালীয় ধ্বনির উদাহরণ দাও।
উঃ হ
১৯) নাসিক্য ধ্বনি এর দুটি উদাহরণ দাও।
উঃ ঙ,ঞ,ম
২০) উষ্মধ্বনি দুটি উদাহরণ দাও।
উঃ শ,ষ,স
২১) ঘৃষ্ট ধ্বনি দুটি উদাহরণ দাও।
উঃ চ,ছ
২২) কম্পিত ধ্বনি এর একটি উদাহরণ দাও।
উঃ র
২৩) তাড়িত ধ্বনির দুটি উদাহরণ দাও।
উঃ ড়,ঢ়
২৪) একটি পার্শিক ধ্বনির উদাহরণ দাও।
উঃ ল
২৫) ঘোষ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও
উঃ যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণকালে সেই ধ্বনিটি সঙ্গে স্বরতন্ত্রীয় কম্পনজাত সুর বা ঘোষ মিশিয়ে দিয়ে ধ্বনিটি কে উচ্চারণ করা হয় তাকে ঘোষ ধ্বনি বলে।
উদাহরণ:ক,চ
Comments
Post a Comment
Haven't doubt please let me know.