দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা বিজ্ঞানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি
দ্বাদশ শ্রেণী
Some important short question & answer for higher secondary education .
History of Belgali literature short question.
(ভাষাতত্ত্ব) Vasatatta
১) গঠন অনুসারে বাক্য কয় প্রকার?
উঃ তিন প্রকার
উঃ তিন প্রকার
২) থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ কি?
উঃ রত্নাগার
৩) ভুজ+অন=ভজন এটি কিসের উদাহরণ?
উঃ প্রত্যয়
৪) বিলাতি > বিলিতি ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুযায়ী হয়েছে?
উঃ স্বরসঙ্গতি
৫) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে?
উঃ স্যার উইলিয়াম জোন্স
৬) সংস্কৃত ভাষায় লিখিত থিসরাস এর নাম কি?
উঃ অমরকোষ
৭) বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
উঃ সাতটি
৮) একটি স্বাধীন রূপমূল এর উদাহরণ দাও
উঃ মানুষ
৯) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে?
উঃ সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
১০) একটি কম্পিত ধ্বনির উদাহরণ দাও।
উঃ র
১১) সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ কয়টি?
উঃ তিনটি
১২) যৌগিক স্বর এর দুটি উদাহরণ দাও।
উঃ ঐ ,ও
১৩) ন ধ্বনিটি কি জাতীয় ধ্বনি?
উঃ নাসিক্য বর্ণ
১৪) নিম্ন স্বরধ্বনি একটি উদাহরণ দাও।
উঃ আ
১৫) মুখের মান্য বাংলায় স্বরধ্বনি কয়টি?
উঃ ৭টি
১৬) রূপমূল বলতে কী বোঝো?
উঃ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক
১৭) dictionarious শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ জন গারল্যান্ড
১৮) অনেক সময় পদের আদিতে বসা তদ্ধিত প্রত্যয় কে কি বলে?
উঃ উপসর্গ
১৯) ভাষাজ্ঞানকে নিয়ম মেনে একটি ভাষা কৌমের প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ যা প্রকাশ করে তাকে কি বলে?
উঃ ল্যাঙ
২০) বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম কে বলেন?
উঃ লিওনার্দো ব্লুমফিল্ড
২১) ধ্বনিমূল একটি কল্পনা যার বাস্তব উপলব্ধির নাম কি?
উঃ সহধ্বনি
২২) বিভাজ্য ধ্বনি অপর নাম কি?
উৎ খন্ড ধ্বনি
২৩) ভাষার সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহার গত সমস্যা আলোচনা করে কোন ভাষা বিজ্ঞান?
উঃ স্নায়ু ভাষাবিজ্ঞান
২৪) phonology শব্দের বাংলা প্রতিশব্দ কি?
উঃ ধ্বনিবিজ্ঞান
২৫) style is the man himself-কথাটি কে বলেছেন?
উঃ বুফোঁ
২৬) পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবর্তক কে?
উঃ নোয়াম চমস্কি
২৭) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে কি বলে?
উঃ গুচ্ছ ধ্বনি
২৮) প্রত্যেকটা শব্দের শুধুমাত্র প্রথম ধনী গুলির সমাবেশে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে কি?
উঃ মুন্ডমাল শব্দ
২৯) মস্তিষ্ক কে ভাষা শেখার বাগযন্ত্র বলে কে উল্লেখ করেছেন?
উঃ চমস্কি
৩০) ব্যাসবাক্যের অপর নাম কি?
উঃ বিগ্রহ বাক্য
৩১) সুর তরঙ্গ কত প্রকার ও কি কি?
উঃ দুই প্রকার বিবৃতি বাক্য ও প্রশ্ন বাক্য।
৩২) শুদ্ধ ও পূর্ণাঙ্গ বাক্য গঠনের শর্ত কি কি ?
উঃ ক) বাক্যের মধ্যে উদ্দেশ্য ও বিধেয় প্রধান দুটি অংশে থাকতে হবে ।
খ) কর্তা কর্ম ক্রিয়া পদ এই তিনটি প্রাথমিক উপাদান থাকতে হবে।
৩৩) শব্দার্থ তত্ত্ব কাকে বলে ?
উঃ এক শব্দের সঙ্গে আরেক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ককে শব্দার্থতত্ত্ব বলে।
৩৪) প্রত্যয় কাকে বলে ?
উঃ যেসকল ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে তাকে প্রত্যয় বলে।
৩৫) সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ গুলি কি কি ?
উঃ তিনটি ভাগ--ক) বর্ণনাত্মক সমাজভাষাবিজ্ঞান খ) পরিবর্তন সমাজভাষাবিজ্ঞান এবং গ) প্রয়োগমূলক সমাজভাষাবিজ্ঞান।
৩৬) বাক্যতত্ত্ব কাকে বলে ?
উঃ ভাষায় শব্দ জুড়ে বাক্য গঠনের নিয়মাবলীকে বাক্যতত্ত্ব বলে।
৩৭) বিপরীতার্থক শব্দ কাকে বলে ?
উঃ দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে বিপরীতার্থক শব্দ বলে।
৩৮) ভাষার প্রধান স্তর কিকি ?
উঃ ধ্বনি , রূপ , পদ ও বাক্য
৩৯) থিসরাস কি ?
উঃ শব্দার্থের বিশাল জগতকে সুশৃংখলভাবে বিন্যাস করার নিদর্শনকে থিসরাস বলে।
৪০) মৌলিক স্বরধ্বনি কাকে বলে ? উদাহরণ দাও।
উঃ যেহব স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না অর্থাৎ যেসব স্বরধ্বনি অবিভাজ্য তাকে মৌলিক স্বরধ্বনি বলে।
যেমন- অ আ ই
৪১) ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখ।
উঃ বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত শব্দ হলো ধ্বনি আর ধ্বনির লিখিত রূপ হল বর্ণ।
৪২) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার কি বিষয়ে আলোচনা করে ?
উঃ সমকালীন ভাষার গঠনরীতির বিচার-বিশ্লেষণ করে।
৪৩) ন্যূনতম শব্দজোড় কি ?
উঃ দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান থাকলে তাকে ন্যূনতম শব্দজোড় বলে।
যেমন - জাল ও জাম
৪৪) ক্র্যানবেরি রূপমূল বলতে কি বোঝো ? উদাহরণ দাও।
উঃ ক্র্যানবেরি রূপমূল হল এক ধরনের পরাধীন রূপমূল। এর কোন আভিধানিক অর্থ নেই। কোন ব্যাকরণসম্মত অর্থও থাকে না অথচ একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে।
৪৫) বিভক্তির কাজ কি?
উঃ ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করাই এর কাজ।
৪৬) শব্দ কল্পদ্রুম কি ?
উঃ ঊনবিংশ শতাব্দীতে রাজা রাধাকান্ত দেবের পৃষ্ঠপোষকতায় সংকলিত শব্দকল্পদ্রুম হল ভারতীয় অভিধান ধারার এক সমৃদ্ধ সংযোজন। ইহা শুধু অভিধান নয়, ইহা বিশ্বকোষ।
৪৭) হ কে কন্ঠনালীয় ব্যঞ্জন বলা হয় কেন ?
উঃ কণ্ঠনালীর মধ্যে শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হয় হ ধ্বনি উচ্চারিত হয় বলে হ কে কন্ঠনালীয় ব্যঞ্জন বলা হয়।
৪৮) বাংলা ভাষার ব্যাকরণিক সংবর্গ বলতে কাদের বোঝানো হয়েছে ?
উঃ বিভক্তি ছাড়া, বচন- লিঙ্গ -পুরুষ- কারক প্রভৃতি শব্দের রূপবৈচিত্র নিয়ন্ত্রণে সাহায্য করে বলে এদের সংবর্গ বলে।
৪৯) জোড় কলম শব্দ কাকে বলে ? উদাহরণ দাও।
উঃ একাধিক রূপমূলের সমবায়কে জোড় কলম বলে।
উদাহরণ-- ধোঁয়া + কুয়াশা = ধোঁয়াসা
৫০) জটিল রূপমূল কাকে বলে ?
উঃ দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে জটিল রূপ বলে।
উদাহরণ-- জাতীয়তাবাদ, অসহযোগিতা প্রভৃতি।
৫১) অন্তর্মুখী সংগঠন এর দু'রকম প্রকারভেদ উল্লেখ করো।
উঃ যৌগিক বা sub-ordinate এবং অধীনস্থ বা কো-অর্ডিনেট।
৫২) বাগধ্বনি প্রধানত কত প্রকার ও কি কি ?
উঃ বাগধ্বনি দুই প্রকার-- বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি।
৫৩) তুলনামূলক ভাষাবিজ্ঞান এর কাজ কি ?
উঃ সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে তাদের মূল ভাষাকে পুনর্নির্মাণ করা।
৫৪) প্রকৃতি কি এবং কত প্রকারের ?
উঃ মৌলিকভাবে প্রদানকারী অবিভাজ্য পদ বা পদের অংশকে প্রকৃতি বলে।
প্রকৃতি প্রধানত দুই প্রকারের যথা নাম প্রকৃতি এবং ধাতু প্রকৃতি।
৫৫) সঞ্জননী ব্যাকরণ কি ? এর প্রচলন কে করেন ?
উঃ সমস্ত বাক্য কিভাবে সজ্ঞাত হয়, তার খবর দেয় যে ব্যাকরন তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ।
এর প্রচলন করেন নোয়াম চমস্কি।

Comments
Post a Comment
Haven't doubt please let me know.