বাংলা বিষয়ে স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য
১) স্বরবৃত্ত/শ্বাসাঘাত/ছড়ার ছন্দ/দলবৃত্ত ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
উত্তর: বাংলা ছন্দের যে রীতিতে মুক্ত দল এবং রুদ্ধ দল দুটোই উচ্চারিত হয় সমান সময় নিয়ে অর্থাৎ একেকটি দলই যেখানে মাত্রা হিসাবে স্বীকৃত, বাংলা ছন্দে সেইদিকেই বলা হয় দলবৃত্ত ছন্দ।
বৈশিষ্ট্য:
ক) দলবৃত্ত ছন্দের মুক্ত হোক বা রুদ্ধ হোক প্রতিটি দল একমাত্র হয়।
খ) দলবৃত্ত রীতি ছন্দ সাধারণত প্রস্বর দেখা যায়।
গ) একমাত্র দলবৃত্ত ছন্দের রুদ্ধদল মাত্রই একমাত্রা হয়।
ঘ) বোঝাবার সুবিধার জন্যই দলবৃত্ত ছন্দের প্রাপ্ত ধ্বনীর পরিনাম বা মাত্রাকে দল মাত্রা বলা যেতে পারে।
ঙ) সাধারণত দলবৃত্ত ছন্দ রীতিতে রুদ্ধ দলের প্রসারণ হয় না।
চ) কোন কোন ছান্দসিক মনে করেন যে দলবৃত্ত ছন্দের প্রতি পর্বের প্রথম অক্ষর শ্বাসাঘাত পড়ে।
ছ) দলবৃত্ত ছন্দের মুক্ত দল ও রুদ্ধ দল একমাত্রা হওয়ার ফলে এদের একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
জ) সাধারণত দলবৃত্ত ছন্দের মূল পর্ব 4 মাত্রার হয়। তবে কোন কোন ক্ষেত্রে তিন মাত্রার হতে পারে। কিন্তু এটাকে ব্যতিক্রম বলে ধরতে হয়।
ঝ) প্রতি পর্বে নির্দিষ্ট চারটি করে পর্ব থাকলেও চলনের মধ্যে একটা গতিময়তা লক্ষ্য করা যায়। তবে মনে রাখতে হবে প্রতি লাইনের শেষ পর্বটি অপূর্ণপদী হতে পারে।
উদাহরণ: বাঁশবাগানের/মাথার ওপর/চাঁদ উঠেছে/ওই
৪+৪+৪+১
উত্তর: বাংলা ছন্দের যে রীতিতে মুক্ত দল এবং রুদ্ধ দল দুটোই উচ্চারিত হয় সমান সময় নিয়ে অর্থাৎ একেকটি দলই যেখানে মাত্রা হিসাবে স্বীকৃত, বাংলা ছন্দে সেইদিকেই বলা হয় দলবৃত্ত ছন্দ।
বৈশিষ্ট্য:
ক) দলবৃত্ত ছন্দের মুক্ত হোক বা রুদ্ধ হোক প্রতিটি দল একমাত্র হয়।
খ) দলবৃত্ত রীতি ছন্দ সাধারণত প্রস্বর দেখা যায়।
গ) একমাত্র দলবৃত্ত ছন্দের রুদ্ধদল মাত্রই একমাত্রা হয়।
ঘ) বোঝাবার সুবিধার জন্যই দলবৃত্ত ছন্দের প্রাপ্ত ধ্বনীর পরিনাম বা মাত্রাকে দল মাত্রা বলা যেতে পারে।
ঙ) সাধারণত দলবৃত্ত ছন্দ রীতিতে রুদ্ধ দলের প্রসারণ হয় না।
চ) কোন কোন ছান্দসিক মনে করেন যে দলবৃত্ত ছন্দের প্রতি পর্বের প্রথম অক্ষর শ্বাসাঘাত পড়ে।
ছ) দলবৃত্ত ছন্দের মুক্ত দল ও রুদ্ধ দল একমাত্রা হওয়ার ফলে এদের একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
জ) সাধারণত দলবৃত্ত ছন্দের মূল পর্ব 4 মাত্রার হয়। তবে কোন কোন ক্ষেত্রে তিন মাত্রার হতে পারে। কিন্তু এটাকে ব্যতিক্রম বলে ধরতে হয়।
ঝ) প্রতি পর্বে নির্দিষ্ট চারটি করে পর্ব থাকলেও চলনের মধ্যে একটা গতিময়তা লক্ষ্য করা যায়। তবে মনে রাখতে হবে প্রতি লাইনের শেষ পর্বটি অপূর্ণপদী হতে পারে।
উদাহরণ: বাঁশবাগানের/মাথার ওপর/চাঁদ উঠেছে/ওই
৪+৪+৪+১

Comments
Post a Comment
Haven't doubt please let me know.