ভারতের ইতিহাস (মোগল যুগ) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
১) মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ বাবর
২) বাবর শব্দের অর্থ কি?
উঃ সিংহ
৩) মোগল শব্দের অর্থ কি?
উঃ নির্ভীক
৪) বাবর এর পিতার নাম কি?
উঃ ওমরশেখ মির্জা
৫) বাবর প্রথমে কোন রাজ্যের রাজা হন?
উঃ ফারগনা
৬) পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ বাবর ও ইব্রাহিম লোদী
৭) বাবর সিংহাসনে বসেন কত বছর বয়সে?
উঃ 12 বছর বয়সে
৮) খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল?
উঃ 1527 খ্রিস্টাব্দে
৯) খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ রানা সংগ্রাম সিংহ ও বাবর
১০) ঘর্ঘরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1529 খ্রিস্টাব্দে মোগল ও আফগানদের মধ্যে
১১) বাবরের মৃত্যু হয় কবে?
উঃ 1530 খ্রিস্টাব্দে
১২) বাবরের পুত্রের নাম কি?
উঃ হুমায়ুন
১৩) শের খান উপাধি কে নিয়েছিলেন?
উঃ শেরশাহ
১৪) হুমায়ুনের পরাজয় ঘটে কোন যুদ্ধে?
উঃ কনৌজের যুদ্ধে
১৫) কনৌজের যুদ্ধ কবে হয়েছিল?
উঃ 1540 খ্রিস্টাব্দে
১৬) শেরশাহ তার সম্রাজ্য কে কটি ভাগে ভাগ করেছিলেন?
উঃ 47 টি
১৭) সর্বপ্রথম জমি জরিপের ব্যবস্থা করেছিলেন কে?
উঃ শেরশাহ
১৮) কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন কে?
উঃ শেরশাহ
১৯) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
উঃ শেরশাহ
২০) ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থার প্রচলন করেন কে?
উঃ শেরশাহ
২১) শের শাহের মৃত্যুর পর পুনরায় দিল্লি দখল করেন কে?
উঃ হুমায়ুন (1545 খ্রিস্টাব্দে)
২২) হুমায়ুন শব্দের অর্থ কি?
উঃ সৌভাগ্যবান
২৩) হুমায়ূনের মৃত্যু হয় কবে?
উঃ 1556 খ্রিস্টাব্দে
২৪) হুমায়ুনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
উঃ আকবর
২৫) আকবরের অভিভাবক এর নাম কি?
উঃ বৈরাম খাঁ
২৬) আদিল শাহের সেনাপতি কে ছিলেন?
উঃ হিমু
২৭) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল ও কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1556 খ্রিস্টাব্দে, মূহম্মদ আদিল শাহ ,হিমু ও আকবরের মধ্যে
২৮) আকবরের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন?
উঃ সেলিম
২৯) জাহাঙ্গীর কোন উপাধি ধারণ করেন?
উঃ সেলিম
৩০) মুঘল যুগে বাংলার জমিদাররা কি নামে পরিচিত ছিলেন?
উঃ বার ভূঁইয়া
৩১) জাহাঙ্গীরের মৃত্যুর পর সিংহাসনে বসেন কে?
উঃ জাহাঙ্গীরের পুত্র খুররম
৩২) শাহজাহান উপাধি কে গ্রহণ করেন?
উঃ খুররম
৩৩) শাহজাহানের রাজত্বকালে কোন ইতালীয় পর্যটক এসেছিলেন?
উঃ মানুচি
৩৪) শাহজাহানের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
উঃ ঔরঙ্গজেব
৩৫) ঔরঙ্গজেব কোন উপাধি গ্রহণ করেছিলেন?
উঃ আলমগীর
৩৬) শাহজাহানের চার পুত্রের নাম কি?
উঃ দারা, সুজা, ঔরঙ্গজেব ও মুরাদ
৩৭) পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1665 খ্রিস্টাব্দে শিবাজী ও ঔরঙ্গজেব
৩৮) শিবাজীর পুত্রের নাম কি?
উঃ শম্ভুজী
৩৯) শিবাজীর পিতার নাম কি?
উঃ শাহজি
৪০) নবম শিখ গুরু কে ছিলেন?
উঃ তেগ বাহাদুর
৪১) মনসবদারি প্রথা কে চালু করেছিলেন?
উঃ আকবর
৪২) মনসবদারি শব্দের অর্থ কি?
উঃ পদমর্যাদা
৪৩) জাবতি প্রথার প্রচলন করেন কে?
উঃ টোডরমল
৪৪) আমার মৃত্যুর পরেই আসবে প্লাবন-উক্তিটি কার?
উঃ ঔরঙ্গজেব
৪৫) পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1761 খ্রিস্টাব্দে শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে
৪৬) নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন?
উঃ 1739 খ্রিস্টাব্দে
৪৭) মোগলদের ময়ূর সিংহাসন কে চুরি করেছিলেন?
উঃ নাদির শাহ
৪৮) ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন?
উঃ শাহজাহান
৪৯) ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন?
উঃ বেবাদল খাঁ
৫০) রানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল?
উঃ চৈতক
৫১) আকবরের মন্ত্রী কে ছিলেন?
উঃ টোডরমল
৫২) জাহাঙ্গীর শব্দের অর্থ কি?
উঃ ধারক
৫৩) নুরজাহানের আসল নাম কি?
উঃ মেহেরুন্নেসা
৫৪) টমাস রো ও ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন?
উঃ জাহাঙ্গীর
৫৫) জগত অধিপতি নামে কাকে অভিহিত করা হয়?
উঃ শাহজাহান
৫৬) আকবর এর শাসনকালে মোগলরা কটি সুবায় বিভক্ত ছিল?
উঃ 15 টি
৫৭) মোঘলরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিলেন?
উঃ চাঘতাই তুর্কি বংশের
৫৮) বাবর এর বংশধর কে ছিলেন?
উঃ তৈমুর লং এর বংশধর
৫৯) বাবরের মাতা কার বংশধর ছিলেন?
উঃ চেঙ্গিস খাঁর বংশধর
৬০) সিংহাসনে বসে প্রথমে বাবর কোন দেশ জয় করেন?
উঃ কাবুল
উঃ বাবর
২) বাবর শব্দের অর্থ কি?
উঃ সিংহ
৩) মোগল শব্দের অর্থ কি?
উঃ নির্ভীক
৪) বাবর এর পিতার নাম কি?
উঃ ওমরশেখ মির্জা
৫) বাবর প্রথমে কোন রাজ্যের রাজা হন?
উঃ ফারগনা
৬) পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ বাবর ও ইব্রাহিম লোদী
৭) বাবর সিংহাসনে বসেন কত বছর বয়সে?
উঃ 12 বছর বয়সে
৮) খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল?
উঃ 1527 খ্রিস্টাব্দে
৯) খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ রানা সংগ্রাম সিংহ ও বাবর
১০) ঘর্ঘরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1529 খ্রিস্টাব্দে মোগল ও আফগানদের মধ্যে
১১) বাবরের মৃত্যু হয় কবে?
উঃ 1530 খ্রিস্টাব্দে
১২) বাবরের পুত্রের নাম কি?
উঃ হুমায়ুন
১৩) শের খান উপাধি কে নিয়েছিলেন?
উঃ শেরশাহ
১৪) হুমায়ুনের পরাজয় ঘটে কোন যুদ্ধে?
উঃ কনৌজের যুদ্ধে
১৫) কনৌজের যুদ্ধ কবে হয়েছিল?
উঃ 1540 খ্রিস্টাব্দে
১৬) শেরশাহ তার সম্রাজ্য কে কটি ভাগে ভাগ করেছিলেন?
উঃ 47 টি
১৭) সর্বপ্রথম জমি জরিপের ব্যবস্থা করেছিলেন কে?
উঃ শেরশাহ
১৮) কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন কে?
উঃ শেরশাহ
১৯) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
উঃ শেরশাহ
২০) ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থার প্রচলন করেন কে?
উঃ শেরশাহ
২১) শের শাহের মৃত্যুর পর পুনরায় দিল্লি দখল করেন কে?
উঃ হুমায়ুন (1545 খ্রিস্টাব্দে)
২২) হুমায়ুন শব্দের অর্থ কি?
উঃ সৌভাগ্যবান
২৩) হুমায়ূনের মৃত্যু হয় কবে?
উঃ 1556 খ্রিস্টাব্দে
২৪) হুমায়ুনের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
উঃ আকবর
২৫) আকবরের অভিভাবক এর নাম কি?
উঃ বৈরাম খাঁ
২৬) আদিল শাহের সেনাপতি কে ছিলেন?
উঃ হিমু
২৭) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল ও কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1556 খ্রিস্টাব্দে, মূহম্মদ আদিল শাহ ,হিমু ও আকবরের মধ্যে
২৮) আকবরের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন?
উঃ সেলিম
২৯) জাহাঙ্গীর কোন উপাধি ধারণ করেন?
উঃ সেলিম
৩০) মুঘল যুগে বাংলার জমিদাররা কি নামে পরিচিত ছিলেন?
উঃ বার ভূঁইয়া
৩১) জাহাঙ্গীরের মৃত্যুর পর সিংহাসনে বসেন কে?
উঃ জাহাঙ্গীরের পুত্র খুররম
৩২) শাহজাহান উপাধি কে গ্রহণ করেন?
উঃ খুররম
৩৩) শাহজাহানের রাজত্বকালে কোন ইতালীয় পর্যটক এসেছিলেন?
উঃ মানুচি
৩৪) শাহজাহানের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন?
উঃ ঔরঙ্গজেব
৩৫) ঔরঙ্গজেব কোন উপাধি গ্রহণ করেছিলেন?
উঃ আলমগীর
৩৬) শাহজাহানের চার পুত্রের নাম কি?
উঃ দারা, সুজা, ঔরঙ্গজেব ও মুরাদ
৩৭) পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1665 খ্রিস্টাব্দে শিবাজী ও ঔরঙ্গজেব
৩৮) শিবাজীর পুত্রের নাম কি?
উঃ শম্ভুজী
৩৯) শিবাজীর পিতার নাম কি?
উঃ শাহজি
৪০) নবম শিখ গুরু কে ছিলেন?
উঃ তেগ বাহাদুর
৪১) মনসবদারি প্রথা কে চালু করেছিলেন?
উঃ আকবর
৪২) মনসবদারি শব্দের অর্থ কি?
উঃ পদমর্যাদা
৪৩) জাবতি প্রথার প্রচলন করেন কে?
উঃ টোডরমল
৪৪) আমার মৃত্যুর পরেই আসবে প্লাবন-উক্তিটি কার?
উঃ ঔরঙ্গজেব
৪৫) পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1761 খ্রিস্টাব্দে শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে
৪৬) নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন?
উঃ 1739 খ্রিস্টাব্দে
৪৭) মোগলদের ময়ূর সিংহাসন কে চুরি করেছিলেন?
উঃ নাদির শাহ
৪৮) ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন?
উঃ শাহজাহান
৪৯) ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন?
উঃ বেবাদল খাঁ
৫০) রানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল?
উঃ চৈতক
৫১) আকবরের মন্ত্রী কে ছিলেন?
উঃ টোডরমল
৫২) জাহাঙ্গীর শব্দের অর্থ কি?
উঃ ধারক
৫৩) নুরজাহানের আসল নাম কি?
উঃ মেহেরুন্নেসা
৫৪) টমাস রো ও ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন?
উঃ জাহাঙ্গীর
৫৫) জগত অধিপতি নামে কাকে অভিহিত করা হয়?
উঃ শাহজাহান
৫৬) আকবর এর শাসনকালে মোগলরা কটি সুবায় বিভক্ত ছিল?
উঃ 15 টি
৫৭) মোঘলরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিলেন?
উঃ চাঘতাই তুর্কি বংশের
৫৮) বাবর এর বংশধর কে ছিলেন?
উঃ তৈমুর লং এর বংশধর
৫৯) বাবরের মাতা কার বংশধর ছিলেন?
উঃ চেঙ্গিস খাঁর বংশধর
৬০) সিংহাসনে বসে প্রথমে বাবর কোন দেশ জয় করেন?
উঃ কাবুল
Comments
Post a Comment
Haven't doubt please let me know.