ভারতীয় সংবিধান

যেকোনো competitive পরীক্ষায় এসেছে এমন কয়েকটি
গুরুত্বপূর্ণ সংবিধান বিষয়ে প্রশ্ন ও উত্তর আলোচনা করা হলো

১) ভারতের সংবিধানের রচয়িতা কে?
উঃ বি আর আম্বেদকার
২) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ
৩) কবে সংবিধান রচিত হয়েছিল?
উঃ 1950 সালে 24 শে জানুয়ারি
৪) ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কবে প্রকাশিত হয়েছিল?
উঃ 1950 সালের 26 শে জানুয়ারি
৫) প্রজাতন্ত্র শব্দের অর্থ কি?
উঃ রাজতন্ত্রের কোন স্থান নেই
৬) পরাধীন ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হতো কোন দিন?
উঃ 1930 সালে 26 শে জানুয়ারি
৭) ভারতের সংবিধান কার্যকর হয় কবে?
উঃ 1950 সালের 26 শে জানুয়ারি
৮) ভারতের সংবিধানে প্রস্তাবনা রচনা করা হয় কোন দেশের অনুসরণে?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র
৯) সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দদুটি প্রস্তাবনা যুক্ত করা হয় কবে?
উঃ 1976 খ্রিস্টাব্দে
১০) বিশ্বের সবচেয়ে বৃহৎ সংবিধান কোন দেশের সংবিধান?
উঃ ভারতীয় সংবিধান
১১) ভারতীয় সংবিধানের ধারা ও তালিকা কয়টি?
উঃ 405 টি ধারা এবং দশটি তালিকা
১২) মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে কোন দেশের অনুকরণে?
উঃ ব্রিটেন
১৩) ভারতীয় বিচারব্যবস্থা সর্বোচ্চ স্তর কোনটি?
উঃ সুপ্রিম কোর্ট
১৪) নির্দেশাত্মক নীতি গ্রহণ করা হয়েছে কোন দেশের অনুকরণে?
উঃ আয়ারল্যান্ড
১৫) মৌলিক অধিকার নীতি গ্রহণ করা হয়েছে কোন দেশের অনুকরণে?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র
১৬) সংবিধান অনুসারে ভারত একটি কিরকম দেশ?
উঃ সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র
১৭) রাষ্ট্রপতি পদে প্রার্থীর বয়স কত হতে হয়?
উঃ 35 বছর বা তার বেশি
১৮) রাষ্ট্রপতির মেয়াদকাল কত?
উঃ পাঁচ বছর
১৯) রাষ্ট্রপতিকে অপসারণ করার জটিল প্রক্রিয়াকে কি বলে?
উঃ ইমপিচমেন্ট
২০) রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা?
উঃ সংসদ ও বিধানসভার সদস্যদের দ্বারা
২১) ভারতের রাজ্যপাল অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন?
উঃ রাষ্ট্রপতি
২২) সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি কে নিয়োগ করেন কে?
উঃ রাষ্ট্রপতি
২৩) উপরাষ্ট্রপতির মেয়াদকাল কত?
উঃ পাঁচ বছর
২৪) রাষ্ট্রপতি পদচ্যুত হলে সেই স্থানে কে থাকবে?
উঃ উপরাষ্ট্রপতি
২৫) রাজ্যসভার সদস্য সংখ্যা কত?
উঃ 250 জন
২৬) রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কত হতে হবে?
উঃ 30 বছর
২৭) লোকসভার সদস্য নির্বাচিত হন কতদিনের জন্য?
উঃ পাঁচ বছর
২৮) লোকসভার মোট সদস্য সংখ্যা কত?
উঃ 550 জন
২৯) লোকসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কত হতে হবে?
উঃ 25 বছর
৩০) লোকসভা ভেঙে দেবার ক্ষমতা আছে কাদের?
উঃ প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি
৩১) রাজ্যপাল হতে গেলে প্রার্থীর বয়স কত হতে হবে?
উঃ 35 বছর
৩২) রাজ্যপালকে কে পদচ্যুত করেন কে?
উঃ রাষ্ট্রপতি
৩৩) পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য কতজন?
উঃ 294 জন
৩৪) বিধানসভার সদস্যদের নির্বাচিত করেন কে?
উঃ স্পিকার
৩৫) jai Jawan jai kisan গানটির রচয়িতা কে?
উ লাল বাহাদুর শাস্ত্রী
৩৬) গরিবি হটাও স্লোগানটি রচয়িতা কে?
উঃ ইন্দিরা গান্ধী
৩৭) সংবিধান রচনার জন্য কতদিন সময় লেগেছিল?
উঃ 2 বছর 11 মাস 17 দিন

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)