ইতিহাস বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১) মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন?
উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়
২) হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন?
উঃ দয়ারাম সাহানি (১৯২১ খ্রিষ্টাব্দ)
৩) সিন্ধু সভ্যতার সমসাময়িক কয়েকটি সভ্যতার নাম লেখ।
উঃ সুমের সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলন সভ্যতা।
৪) বোঘাজোকই লিপি কোথায় পাওয়া গেছে?
উঃ এশিয়া মাইনরে
৫) প্রথম তুলার চাষ শুরু করে কারা?
উঃ সিন্ধু অধিবাসীরা
৬) মেসোপটেমিয়ার লোকেরা সিন্ধু সভ্যতার কি নাম দিয়েছিল?
উঃ মেহুলা
৭) সিন্ধু অধিবাসীরা পূজা করত কাকে?
উঃ ষাঁড় ও অশ্বত্থ গাছ
৮) সিন্ধু সভ্যতা ছিল কোন যুগের সভ্যতা?
উঃ তাম্র প্রস্তর যুগের সভ্যতা
৯) অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন কে?
উঃ জেমস প্রিন্স(১৮৩৭ খ্রিস্টাব্দ)
১০) অলবিরুনি কোথাকার লোক ছিলেন?
উঃ মধ্য এশিয়া
১১) ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ লর্ড ওয়েলেসলি
১২) দেবপুত্র উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উঃ অশোক
১৩) দ্বিতীয় অশোক কাকে বলা হয়?
উঃ কনিষ্ক কে
১৪) অলবিরুনি কখন ভারতে আসেন?
উঃ গজনীর ভারত আক্রমণের সময়
১৫) মোট পুরাণের সংখ্যা কয়টি?
উঃ 18 টি
১৬) মহাপুরাণ কয়টি?
উঃ 18 টি
১৭) উপ পুরাণ কয়টি?
উঃ 18 টি
১৮) পুরাণে কয়েকটি লক্ষণ বিদ্যমান?
উঃ পাঁচটি
১৯) সিজদা ও পাইবস প্রথা চালু করেন কে?
উঃ গিয়াসউদ্দিন বলবন
২০) কৈলাস মন্দির কোথায় অবস্থিত?
উঃ দক্ষিণ ভারত
২১) রামচরিত এর রচয়িতা কে?
উঃ সন্ধ্যাকর নন্দী
২২) রামচরিত মানস এর রচয়িতা কে?
উঃ তুলসীদাস
২৩) মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা কে?
উঃ বিশাখ দত্ত
২৪) একটি রাজনৈতিক সংস্কৃত নাটকের নাম লেখ
উঃ মুদ্রারাক্ষস
২৫) একটি স্ত্রী চরিত্র বর্জিত নাটকের নাম লেখ।
উঃ মুদ্রারাক্ষস
২৬) বিদূষক অনুপস্থিত এমন একটা নাটকের নাম কি?
উঃ মুদ্রারাক্ষস
২৭) কথাসরিৎসাগর এর রচয়িতা কে?
উঃ সোমদেব
২৮) কামসুত্র গ্রন্থের রচয়িতা কে?
উঃ বাৎসায়ন
২৯) বজ্রসূচী গ্রন্থের লেখক কে?
উঃ অশ্বঘোষ
৩০) সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে?
উঃ আর্যভট্ট
৩১) অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে?
উঃ পাণিনি
৩২) মহাভাষ্য কার কে ছিলেন?
উঃ পতঞ্জলি
৩৩) কালিদাস রচিত তিনটি নাটক কি কি?
উঃ মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম, অভিজ্ঞান শকুন্তলম
৩৪) কালিদাস রচিত গীতিকাব্য দুটি কি কি?
উঃ মেঘদূতম্, ঋতুসংহারম
৩৫) কালিদাস রচিত মহাকাব্য দুটি কি কি?
উঃ কুমারসম্ভবম, রঘুবংশম্
৩৬) ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়?
উঃ কালিদাস
৩৭) পঞ্চম বেদ কাকে বলা হয়?
উঃ মহাভারত গ্রন্থ কে
৩৮) বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে?
উঃ বরাহমিহির
৩৯) ন্যাচারাল ইস্টোলিকা গ্রন্থের রচয়িতা কে?
উঃ প্লিনি
৪০) একজন ভাষাতত্ত্ববিদ এর নাম লেখ।
উঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৪১) ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে?
উঃ মেগাস্থিনিস
৪২) একটি ভক্তিমূলক গীতি কাব্যের উদাহরণ দাও?
উঃ জয়দেবের গীতগোবিন্দম্
৪৩) মৈথিলী কোকিল কাকে বলা হয়?
উঃ বিদ্যাপতি
৪৪) অজন্তা ও ইলোরা কিসের জন্য বিখ্যাত?
উঃ গুহাচিত্র
৪৫) পক্ষী বিষয়ক বিদ্যাকে কি বলা হয়?
উঃ অর্নিথলজি
৪৬) মুদ্রা বিষয়ক বিদ্যাকে কি বলা হয়?
উঃ নিউমিসমেটিকস
৪৭) জুনাগড় প্রশস্তি কার সম্পর্কে জানা যায়?
উঃ রুদ্রদামন
৪৮) হাতিগুম্ফা লিপি থেকে কার সম্পর্কে জানা যায়?
উঃ খারবেল
৪৯) আইহোল প্রশস্তি কার সম্পর্কে জানা যায়?
উঃ দ্বিতীয় পুলকেশী
৫০) খালিমপুর তাম্রশাসন থেকে কার সম্পর্কে জানা যায়?
উঃ ধর্মপাল
৫১) দেওপাড়া প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়?
উঃ বিজয় সেন
৫২) নাসিক প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়?
উঃ গৌতমীপুত্র সাতকর্ণী
৫৩) সি ইউ কি গ্রন্থের রচয়িতা কে?
উঃ ফা হিয়েন
৫৪) একটি প্রেমমূলক গীতিকাব্যের উদাহরণ দাও।
উঃ কালিদাসের মেঘদূত'
৫৫) মেঘদূত' কোন ছন্দে রচিত?
উঃ মন্দাক্রান্তা

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)