Posts

Showing posts from 2020

দিন ফুরালে//শঙ্খ ঘোষ//সপ্তম শ্রেণী //Din furole question answer

সমার্থক শব্দ বারি-জল, অরুণ-তপন, ভাস্কর অম্বর-আকাশ, গগন, খ পেটিকা- বাক্স অজ্ঞান-মূর্ছা, চেতনাহীন গোছা-গুচ্ছ বিষাদ-দুঃখ কন্দর-গর্ত পা-পদ, চরণ বিশ্রী-কুৎসিত বিপরীত শব্দ: ভালো-মন্দ মিথ্যা-সত্য বাইরে-ভিতরে বুড়ো-ছোকরা, জোয়ান সুশ্রী-বিশ্রী কারক ও বিভক্তি চমকে দেবেন লক্ষ্য রং এর দৃশ্যে।                                          ------- উঃ করণ কারকে এ বিভক্তি বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ। ---------------- উঃ কর্তৃ কারকে শূন্য বিভক্তি কেইবা খুলে দেখছে রঙের বাক্স।                               -------- উঃ সম্বন্ধ পদে এর বিভক্তি নিজের নিজের মন খারাপের গর্তে।                        _________________ উঃ অধিকরণ কারকে এ বিভক্তি এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। ____________ করণ কারকে শূন্য বিভক্তি ১) সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দ...

প্রাইমারি, ব্যাংক, এসএসসি, ডাবলু বি সি এস পরীক্ষার ছোট প্রশ্ন ও উত্তর

১) ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণে অক্সিজেন শোষিত হয় এবং দ্রবণের বর্ণ কি রংয়ের হয়? উঃ বাদামি ২) পটাশিয়াম সায়ানাইড এর সংকেত লেখ। উঃ kCN ৩) কলিচুন একটি কি জাতীয় পদার্থ? উঃ অজৈব পদার্থ ৪) অ্যামোনিয়াম সালফেট ব্যবহৃত হয় কিরূপে? উঃ সার রূপে ৫) যে গ্যাস TV=RT মেনে চলে তাকে কি বলে? উঃ আদর্শ গ্যাস ৬) বিশুদ্ধ অবস্থায় কস্টিক সোডার রং কি বর্ণের? উঃ সাদা ৭) ম্যাক সংখ্যা কি? উঃ বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাত। ৮) একটি তীব্র জলাকর্ষী পদার্থের নাম লেখ? উঃ কস্টিক সোডা ৯) টিউব ওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার? উঃ প্রথম শ্রেণীর লিভার ১০) কাজ করার হারকে কি বলে? উঃ ক্ষমতা ১১) মোমবাতিতে মনের ভিতরে কোন গ্যাস থাকে? উঃ হাইড্রোকার্বন ১২) রবার ঘন করতে কি ব্যবহার করা হয়? উঃ ভিনিগার ১৩) কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুতে মোটেই পাওয়া যায় না? উঃ রেডন ১৪) হাইড্রোজিসনে অনুঘটক হিসাবে কি ব্যবহার করা হয়? উঃ নিকেল ১৫) ভিনিগার এর প্রকৃতি কিরূপ? উঃ অ্যাসিটিক অ্যাসিড ১৬) কুইকলাইম কি? উঃ ক্যালসিয়াম কার্বনেট ১৭) অ্যাসবেস্টস এর একটি উপাদান লেখ। উঃ সিলিকন ১৮) রসায...

ভারতের জাতীয়তাবাদের ইতিহাস বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১) কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1781 খ্রিস্টাব্দে ২) কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? উঃ ওয়ারেন হেস্টিংস ৩) এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1784 খ্রিস্টাব্দে ৪) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উঃ  স্যার উইলিয়াম জোন্স ৫) বারাণসীতে সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1792 খ্রিস্টাব্দে ৬) বারাণসীতে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? উঃ জোনাথন ডানকান ৭) শ্রীরামপুরে ব্যাপ্টিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1800 খ্রিস্টাব্দের ৮) শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন এর প্রতিষ্ঠাতা কে? উঃ উইলিয়াম কেরি ৯) হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1817 খ্রিস্টাব্দে ১০) হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে? উঃ ডেভিড হেয়ার ১১) হিন্দু কলেজের বর্তমান নাম কি? উঃ প্রেসিডেন্সি কলেজ ১২) কলকাতায় হেয়ার স্কুল কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1817 খ্রিস্টাব্দে ১৩) শিবপুরে বিশপস কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 18২০ খ্রিস্টাব্দে ১৪) শিবপুরে বিশপস কলেজ কে প্রতিষ্ঠা করেন? উঃ বিশপস মিডলটন ১৫) কলকাতায় কবে সংস্কৃত কলেজ স্থাপিত হয়? উঃ 1824 খ্রিস্টাব্দে ১৬) ক্যালকাটা স্কুল ব...

ভৌতবিজ্ঞান ছোট প্রশ্ন ও উত্তর/physical science insecure short question and answer, SSC bank rail Arabi miscellaneous WBCS MCQ question and answer

Physical science GK for competitive exams.ভৌতবিজ্ঞান multiple questions and answers. ১) পলিয়েস্টার তৈরি হয় কি দিয়ে? উঃ অ্যালকোহল ও এসিডের বিক্রিয়ায় ২) গ্যালভানাইজেশনে যে দুটি কে একত্রে উত্তপ্ত করা হয়, সে গুলি কি কি? উঃ রাবার ও গন্ধক ৩) 0 ডিগ্রি সেলসিয়াস এর 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করলে কি হবে? উঃ সমস্ত বরফ গলে যাবে এবং তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। ৪) রোধের একক এর নাম কি? উঃ ওহম ৫) তারের কম্পাঙ্ক মাপা হয় কিসের দ্বারা? উঃ সনোমিটার ৬) নাইট্রিক এসিডের জারণ ধর্ম কিরূপ? উঃ তীব্র ৭) ক্যামেরায় মাইক্রোস্কোপ, টেলিস্কোপ কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? উঃ উত্তল লেন্স ৮) গায়ে মাখা পাউডার এ কি মেশানো হয়? উঃ ম্যাগনেসিয়াম সিলিকেট ৯) কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়? উঃ কঠিন মাধ্যমে ১০) কর্পূর উড়ে যায় কেন? উঃ কর্পূর উদ্বায়ী পদার্থ বলে ১১) লড়াইট সালফেট এর দ্রবণ কি হিসাবে ব্যবহৃত হয়? উঃ শ্যাম্পু ১২) দুটি ধাতু গল্পের উদাহরণ দাও। উঃ আর্সেনিক ও এন্টিমনি ১৩) কার মন ছাড়া আর কোন মৌলের বহুরূপতা আছে? উঃ সালফার ১৪) সিনেমার পর্দার আলো...

SSC, Bank, rail, clock, miscellaneous, RRB etc exams MCQ question and answer/physical science short question and answer/ভৌত বিজ্ঞান ছোট প্রশ্ন ও উত্তর

১) ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? উঃ 9.8 মিটার/সেকেন্ড ×সেকেন্ড ২) সি জি এস পদ্ধতিতে ওজনের একক কি? উঃ ডাইন ৩) এস আই পদ্ধতিতে ওজনের একক কি? উঃ নিউটন ৪) ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন? উঃ আইনস্টাইন ৫) পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কি? উঃ সূর্য ৬) বরফের গলনাঙ্ক কত? উঃ 0 ডিগ্রি সেলসিয়াস ৭) ন্যাপথলিন এর গলনাঙ্ক কত? উঃ 80 ডিগ্রী সেলসিয়াস ৮) লোহার গলনাঙ্ক কত? উঃ 1539 ডিগ্রি সেলসিয়াস ৯) জলের হিমাঙ্ক কত? উঃ 0 ডিগ্রি সেলসিয়াস ১০) কোন উষ্ণতাতেই গলেনা এমন কয়েকটি পদার্থের নাম লিখ? উঃ ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, কর্পূর, আয়োডিন ১১) দুটি উদ্বায়ী পদার্থের নাম লেখ। উঃ কর্পূর, আয়োডিন ১২) দু'খন্ড বরফকে চাপ দিলে জোড়া লেগে যায়, কারণ কি? উঃ পুনঃশিলীভবন ১৩) কয়েকটি অনুযায়ী পদার্থের নাম লিখ? উঃ গ্লিসারিন, পারদ ১৪) জলের স্ফুটনাঙ্ক কত? উঃ 100 ডিগ্রী সেলসিয়াস ১৫) সমুদ্র জলের স্ফুটনাঙ্ক কত? উঃ 108 ডিগ্রী সেলসিয়াস ১৬) নারিকেল তেলের পরিমাণ কত? উঃ 290 ডিগ্রি সেলসিয়াস ১৭) প্রেশারকুকারে অধিক বাষ্প চাপে জলের স্ফুটনাঙ্ক কত হয়? উঃ 110...

ভৌতবিজ্ঞান/physical science short question and answer/madhyamik/Bank SSC exams MCQ question and answer

১) পরমাণুবাদের জনক কে? উঃ ডালটন ২) পরমাণু কি? উঃ পরমাণু হলো অবিভাজ্য অংশ ৩) ইলেকট্রন কোন আধানযুক্ত কণা? উঃ ঋণাত্মক ৪) ইলেকট্রন কে আবিষ্কার করেন? উঃ টমসম ৫) পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? উঃ প্রোটন ও নিউট্রন কণা নিয়ে ৬) প্রোটন আবিষ্কার করেন কে? উঃ রাদারফোর্ড ৭) প্রোটনের আধান কনা কি? উঃ ধনাত্মক ৮) নিউটন আবিষ্কার করেন কে? উঃ স্যান্ডউইচ ৯) নিউটন কোন আধানযুক্ত কণা? উঃ নিস্তড়িত ১০) পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কি বলে? উঃ ভরসংখ্যা ১১) ভরসংখ্যা= প্রোটন সংখ্যা+নিউট্রন সংখ্যা ১২) প্রোটন সংখ্যা=পারমাণবিক সংখ্যা÷ইলেকট্রন সংখ্যা ১৩) পারমাণবিক সংখ্যা=ভর সংখ্যা-নিউট্রন সংখ্যা ১৪) ভর সংখ্যা=পারমাণবিক সংখ্যা+নিউট্রন সংখ্যা ১৫) ভর সংখ্যা কথায় লেখা হয়? উঃ মৌলের চিহ্ন এর ডান দিকে উপরে ভর সংখ্যা লেখা হয়। ১৬) পারমাণবিক সংখ্যা কথায় লেখা হয়? উঃ মৌলের চিহ্ন এর বাম দিকে নিচে পারমাণবিক সংখ্যা লেখা হয়। ১৭) পর্যায় সারণির প্রথম মৌল টির নাম কি? উঃ হাইড্রোজেন ১৮) হাইড্রোজেন এর তিনটি আইসোটোপ কি কি? উঃ সাধারণ হাইড্রোজেন, ডয়টের...

Indian history, short question and answer, MCQ question, Bank rail RRB SSC etc question and answer

১) ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? উঃ লর্ড ডালহৌসি ২) ভারতের মাটিতে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রথম রেলপথ চলেছিল কবে? উঃ 1853 খ্রিস্টাব্দে 16 এপ্রিল ৩) ডালহৌসির শাসনকালে ভারতের রেলপথ নির্মিত হয় কত মাইল? উঃ 200 মাইল ৪) ভারতের প্রথম রেল কোম্পানির নাম কি? উঃ গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে ৫) এদেশের সরকারি অর্থে প্রথম রেলপথ নির্মাণের কাজ শুরু করেন কে? উঃ মেও ৬) ভারতের রেলওয়ে বোর্ড গঠিত হয় কবে? উঃ 1905 সালে ৭) ইংরেজ রাজত্বের শেষে ভারতের রেলপথের দৈর্ঘ্য কত ছিল? উঃ 4300 মাইল ৮) কার টেগর অ্যান্ড কোম্পানির সঙ্গে যে বাঙ্গালী যুক্ত ছিলেন তার নাম কি? উঃ দ্বারকনাথ ঠাকুর ৯) বাংলায় প্রথম নীল কুঠি স্থাপন করেন কে? উঃ লুই বোনার ১০) ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? উঃ রিষরায় তে ১১) আসামের জঙ্গলে প্রথম আবিষ্কৃত হয় কবে? উঃ 1823 খ্রিস্টাব্দে ১২) লখনৌ আয়রন এন্ড ষ্টীল কোম্পানির প্রতিষ্ঠাতা কে? উঃ নওয়াল কিশোর ১৩) ব্রিটিশ শাসকদের মধ্যে ভারতীয় শিল্প সম্পর্কে সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন কে? উঃ লর্ড কার্জন ১৪) কলকাতা থেকে চুঁচুড়া পর্যন্ত গঙ্গার দুইটির...

Life science short question and answer, MCQ short question and answer, of Bank, rail, primary, SSC, RRB, sub inspector, food exam etc

১) সকল উৎসেচক কি জাতীয় পদার্থ? উঃ প্রোটিন ২) উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ হয় কিসের অভাবে? উঃ ম্যাগনেসিয়াম ৩) মূত্রের রং হলুদ হয় কেন? উঃ বিলিরুবিন এর অভাবে ৪) বৃক্কের গঠন গত ও কার্যগত একক এর নাম কি? উঃ নেফ্রন ৫) স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক এর নাম কি? উঃ নিউরন ৬) অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? উঃ সংকোচনশীল গহবর ৭) চিংড়ির রেচন অঙ্গের নাম কি? উঃ সবুজ গ্রন্থি ৮) আরশোলার রেচন অঙ্গের নাম কি? উঃ ম্যালপিজিয়ান নালিকা ৯) লেবুতে কোন এসিড পাওয়া যায়? উঃ সাইট্রিক অ্যাসিড ১০) তেতুলে কোন এসিড পাওয়া যায়? উঃ টারটারিক অ্যাসিড ১১) আপেলে কোন এসিড পাওয়া যায়? উঃ ম্যালিক অ্যাসিড ১২) পিঁপড়ের হুলে কোন এসিড পাওয়া যায়? উঃ ফরমিক অ্যাসিড ১৩) চোখ নেই কোন প্রাণীর? উঃ কেঁচো ১৪) ফিতা কৃমির রেচন অঙ্গের নাম কি? উঃ ফ্লেম কোষ ১৫) মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? উঃ প্লীহা ১৬) অনুচক্রিকার অপর নাম কি? উঃ থ্রম্বোসাইট ১৭) লোহিত কণিকার কাজ কি? উঃ জীব দেহের প্রতিটি কোষে কোষে অক্সিজেন সরবরাহ করা এবং কোষ থেকে দূষিত পদার্থ গুলিকে ও কার্বন-ডাই-অক্সাইডকে ...

Life science short question and answer, MCQ question and answer, SSC, rail, primary, upper primary, RRB etc exams question and answer

১) একটি নীলাভ সবুজ শৈবালের নাম লেখ। উঃ অ্যানাবিনা, নস্টক ২) জলে দ্রবণীয় ভিটামিন গুলির নাম লেখ। উঃ B,C,P ৩) তেলে দ্রবণীয় ভিটামিন গুলির নাম লেখ। উঃ A,D,E,K ৪) মানুষের ফুসফুসের আবরণকে কি বলে? উঃ প্লুরা ৫) মস্তিষ্কের আবরণকে কি বলে? উঃ মেনিনজেস ৬) হৃদপিন্ডের আবরণীর নাম কি? উঃ পেরিকার্ডিয়াম ৭) অস্থি কি ধরনের যোগকলা? উঃ কঠিন যোগকলা ৮) সর্বজনীন দাতা বলা হয় কোন রক্তের বিভাগকে? উঃ O বিভাগকে ৯) সার্বজনীন গ্রহীতা বলা হয় কোন রক্তের বিভাগকে? উঃ AB বিভাগকে ১০) হরমোন উৎপন্নকারী গ্রন্থি গুলিকে কি বলে? উঃ অন্তঃক্ষরা গ্রন্থি ১১) তিমি মাছের গমন অঙ্গের নাম কি? উঃ ফ্লিপার ১২) অ্যামিবার গমন অঙ্গের নাম কি? উঃ ক্ষণপদ ১৩) ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? উঃ ডায়াবেটিস ১৪) ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? উঃ অগ্নাশয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে ১৫) রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? উঃ ভিটামিন-A ১৬) পিটুইটারি কম ক্ষরণের জন্য কোন রোগ হয়? উঃ বামনত্ব ১৭) পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? উঃ মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলাটরসিকা প্র...

Indian history MCQ question and answer, ভারতের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, SSC bank Rail group c group d RRB MCQ question and answer

১) ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনক কে? উঃ মানবেন্দ্রনাথ রায় ২) ফাদার সী মার্টিন কার ছদ্মনাম? উঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য ৩) মানবেন্দ্রনাথ রায় কোন দেশের দীক্ষিত হন? উঃ মেক্সিকো ৪) AITUC-র প্রথম সভাপতি কে ছিলেন? উঃ লালা লাজপত রায় ৫) নিখিল ভারত কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন? উঃ স্বামী সহজানন্দ ৬) 1922 এর শেষ দিকে ভারতের বিভিন্ন স্থানে যে কমিউনিস্ট গোষ্ঠীর গড়ে ওঠে কলকাতায় নেতৃত্ব দিয়েছিলেন কে? উঃ মুজাফফর আহমেদ ৭) ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম হয় কবে? উঃ 1925 খ্রিস্টাব্দে 26 শে ডিসেম্বর ৮) 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন কে দাসত্বের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন কে? উঃ জহরলাল নেহেরু ৯) স্যার স্টাফোর্ড ক্রিপস ভারতে আসেন কবে? উঃ 1942 খ্রিস্টাব্দে ১০) ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? উঃ 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট ১১) সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ করেন কবে? উঃ 1941 খ্রিস্টাব্দে 17 ই জানুয়ারি ১২) নেতাজির আজাদ হিন্দ সরকার কে পৃথিবীর কয়টি রাষ্ট্র স্বীকৃতি দেয়? উঃ 90 ১৩) নিখিল ভারত কিষান সভার প্রথম অধিবেশন বসে কোথায়? উঃ লক্ষ্নৌ ১৪) বিপ্লবী নরেন্দ্রনাথ...

MCQ question and answer for Bank, rail, group d, SSC,.mcq Short question and answer Indian history

১) কোন বড়লাট 1945 খ্রিষ্টাব্দে 25 শে জুন সিমলায় সর্বদলীয় বৈঠক ডাকেন? উঃ লর্ড ওয়াভেল ২) 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের নাবিকরা কার পরামর্শে আত্মসমর্পণ করেন? উঃ সর্দার বল্লভভাই প্যাটেল ৩) 1946 খ্রিস্টাব্দে বাংলাদেশের কোথায় তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল? উঃ দিনাজপুরের ঠাকুরগাঁও মহাকুমায় ৪) জান দেব তবু ধান দিব না-এই ধনী কোন কৃষক আন্দোলনে হয়েছিল? উঃ তেভাগা ৫) কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন? উঃ ক্লিমেন্ট এটলি ৬) কবে ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয়? উঃ 1946 খ্রিস্টাব্দে ৭) কোন দিনটি প্রত্যক্ষ সংগ্রাম দিবস? উঃ 1946 খ্রিস্টাব্দের 16 ই আগস্ট ৮) কবে বড়লাট মাউন্টব্যাটেন ভারতে আসেন ? উঃ 1947 খ্রিস্টাব্দে চব্বিশে মার্চ ৯ কবে ভারতীয় স্বাধীনতা আইন গৃহীত হয়? উঃ 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই ১০) পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উঃ মোহাম্মদ আলী জিন্নাহ ১১) পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উঃ লিয়াকৎ আলি খান ১২) ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? উঃ লর্ড মাউন্টব্যাটেন ১৩) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ক...

GK, MCQ question and answer for the examination of of bank, rail, RRB, SSC, primary

১) প্রথম আদমশুমারি হয়েছিল কার আমলে? উঃ লর্ড রিপন ২) ফ্যাক্টরি আইন কার আমলে হয়েছিল? উঃ লর্ড রিপন ৩) কংগ্রেসের পূর্ণ স্বরাজ ঘোষণা হয়েছিল কার আমলে? উঃ লর্ড আরউইন ৪) বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কার আমলে? উঃ লর্ড কার্জন ৫) চিরস্থায়ী বন্দোবস্ত কার আমলে হয়েছিল? উঃ লর্ড কর্নওয়ালিস ৬) ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল কার আমলে? উঃ লিনলিথগো ৭) প্রথম গোল টেবিল বৈঠক কার আমলে হয়েছিল? উঃ লর্ড আরউইন ৮) মরলে মিন্টো সংস্কার কার আমলে হয়েছিল? উঃ দ্বিতীয় লর্ড মিন্টের আমলে ৯) অধীনতামূলক মিত্রতা নীতি কার আমলে হয়েছিল? উঃ লর্ড ওয়েলেসলি ১০) রাওলাট আইন কার আমলে হয়েছিল? উঃ চেমসফোর্ড ১১) রাওলাট আইন কবে হয়েছিল? উঃ 1919 খ্রিস্টাব্দে ১২) সিপাহী বিদ্রোহ কার আমলে হয়েছিল? উঃ লর্ড ক্যানিং ১৩) অসহযোগ আন্দোলনের সময় কার আমলে হয়েছিল? উঃ চেমসফোর্ড ১৪) জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কার আমলে হয়েছিল? উঃ চেমসফোর্ড ১৫) ক্যাবিনেট মিশন কার আমলে হয়েছিল? উঃ ওয়াভেল ১৬) স্বত্ববিলোপ নীতি কার আমলে হয়েছিল? উঃ লর্ড ডালহৌসি ১৭) বঙ্গভঙ্গ রোধ কার আমলে হয়েছিল? উঃ লর্ড হার্ডিঞ্জ ১...

ভারতের ইতিহাস (Bank,rail, group d, SSC, primary examination) question and answer

১) চম্পারন সত্যাগ্রহ গান্ধীজীর পাশে যেসব জননেতা ছিলেন তাদের মধ্যে একজনের নাম লেখ। উঃ রাজেন্দ্র প্রসাদ ২) খেদা সত্যাগ্রহ গান্ধীজীর পাশে যেসব জননেতা ছিলেন তাদের মধ্যে একজনের নাম লেখ। উঃ বল্লভভাই প্যাটেল ৩) গান্ধীজী রবাবরের মত আফ্রিকা ছেড়ে ভারতে আসেন কবে? উঃ 1915 খ্রিস্টাব্দে ৪) গান্ধীজী ভারতের জাতীয় আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন কবে? উঃ 1920 খ্রিস্টাব্দে ৫) অহিংস অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বঙ্গীয় জাতীয় মহা বিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন কে? উঃ সুভাষচন্দ্র বসু ৬) ভারতে খিলাফত আন্দোলনের শেষ পর্যন্ত ব্যর্থ হয় কারণ কি? উঃ খিলাফত তন্ত্রের অবসান ৭) ইংল্যান্ডে সাইমন কমিশন কবে গঠিত হয়? উঃ 1927 খ্রিস্টাব্দে ৮) 1929 খ্রিস্টাব্দে দিল্লির আইন পরিষদে বিপ্লবী ভগৎ সিং এর সঙ্গে বোমা নিক্ষেপ করেছিলেন বাঙালি বিপ্লবী তার নাম কি? উঃ বটুকেশ্বর দত্ত ৯) বিপ্লবী যতীন দাস একনাগাড়ে কত দিন অনশন চালিয়ে ছিলেন? উঃ 64 দিন ১০) কবে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে ভারতের পুরনো স্বাধীনতাকে কংগ্রেসের লক্ষ্য বলে ঘোষণা করা হয়? উঃ 1929 খ্রিস্টাব্দে ১১) আইন অমান্...

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)

Image
#একটি আদর্শ ফুলের গঠন চিত্রসহ আলোচনা করো। ➡️ একটি আদর্শ ফুলের চারটি অংশ থাকে, যথা--বৃতি, দলমন্ডল, পুংকেশর চক্র বা পুং স্তবক এবং গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক। ১) বৃতিঃ-- এটি  ফুলের প্রথম স্তবক।ইহা সবুজ বর্ণের হয়। এর প্রতিটি অংশকে বৃত্যংশ বলে। কাজ :   বৃতি ফুলের বিভিন্ন অংশগুলিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ২) দলমন্ডলঃ-- এটি ফুলের দ্বিতীয় স্তবক। এটি সাধারণত উজ্জ্বল বর্ণের হয়। এর এক একটি অংশকে দল বা পাপড়ি বলে। দলমন্ডলের উজ্জ্বল বর্ণের সাহায্যে পরাগযোগের জন্য কীটপতঙ্গকে আকর্ষণ করে। ৩)পুংকেশর চক্র বা পুং স্তবকঃ-- এটি ফুলের পুং জনন অঙ্গ তথা তৃতীয় স্তবক।   পুং স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। প্রতিটি পুংকেশর পুং দন্ড ও পরাগধানী নিয়ে গঠিত। পরাগধানীর মধ্যে হলুদাভ রঙেরপরাগরেণু উৎপন্ন হয়। ৪) গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবকঃ-- এটি ফুলের স্ত্রী জনন অঙ্গ তথা চতুর্থ ও শেষ স্তবক। স্ত্রী স্তবকের এক একটি অংশকে গর্ভপত্র বা গর্ভকেশর বলে। প্রতিটি গর্ভপত্র তিনটি অংশ নিয়ে গঠিত, যথা-গর্ভমুন্ড, গর্ভদন্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক থাকে। প্...

Madhyamik life science question and answer solve.

Image
#জনুক্রম কাকে বলে? ফার্নের জনুক্রম চিত্রসহ আলোচনা করো। উঃ--  জনুক্রমঃ--                  জিবের জীবনচক্রে রেনুধর জনু বা ডিপ্লয়েড জনু এবং লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। ফার্নের জনুক্রম চিত্রসহ আলোচনা করা হলঃ--                                                            ফার্ন এর জীবনচক্রে সুস্পষ্ট জনুক্রম উপস্থিত।  ফার্নে মূল উদ্ভিদ দেহ রেনুধর এবং ডিপ্লয়েড প্রকৃতির। রেণুধর উদ্ভিদের রেণুস্থলীতে রেনু সৃষ্টি হয়। ডিপ্লয়েড রেনু মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেনু উৎপন্ন করে। রেনু অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড লিঙ্গধর দেহ সৃষ্টি করে। সহবাসী লিঙ্গধর উদ্ভিদে পুংধানী ও স্ত্রীধানী উৎপন্ন হয়।   পুংধানীতে শুক্রাণু  এবং  স্ত্রীধানীীতে ডিম্বাণু সৃষ্টি হয়। নিষেকের ফলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটেলে জাইগোট সৃষ্টি হয়। ...

Chromosome chapter class 10

# ক্রোমোজোমের রাসায়নিক উপাদান গুলি আলোচনা করো। == ক্রোমোজোম প্রধানত প্রোটিন(হিস্টোন ও নন হিস্টোন)এবং নিউক্লিক অ্যাসিড(DNAওRNA) নিয়ে গঠিত। (a) প্রোটিন:--                       ক্রোমোজোমেে দুই রকমের প্রোটিন থাকে। যথা-- ক্ষারীয় প্রোটিন ও আম্লীয় প্রোটিন। ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয়। এতে আর্জিনিন, হিস্টিডিন ও লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। আর আম্লীয় প্রোটিন হলো নন হিস্টোন জাতীয়। এতে ট্রিপটোফ্যান ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। (b) নিউক্লিক অ্যাসিড:--                                       ক্রোমোজোম এ দুই রকমের নিউক্লিক অ্যাসিড থাকে। যথা--DNA ও RNA। a) DNA:-                 DNA এক প্রকার রাসায়নিক  জৈব যৌগে। রাসায়নিক উপাদান গুলি হল--১) ডি-অক্সিরাইবোজ ২) পিউরিন ও পিরিমিডিন ৩) ফসফরিক অ্যাসিড।DNA এর গঠন গত ও কার্যগত একক কে নিউক্লিওটাইড বলে।       ...

কে কি বাজাতেন বা কে কিসের সাথে যুক্ত

১) পণ্ডিত রবিশঙ্কর কিসের সাথে যুক্ত ছিলেন? উঃ সেতার ২) মোস্তাক আলী কিসের সাথে যুক্ত? উঃ সেতার ৩) ওস্তাদ আলী আকবর খান কি বাজাতেন? উঃ সরোদ ৪) মেজর ধ্যানচাঁদ কিসের সঙ্গে যুক্ত? উঃ হকি ৫) পান্নালাল ঘোষ কিসের সঙ্গে যুক্ত? উঃ বাঁশি ৬) লালগুড়ি জয়রামন কিসের সঙ্গে যুক্ত? উঃ সরোদ বাদক ৭) উদয় শংকর কিসের জন্য বিখ্যাত? উঃ নৃত্যে ৮) অমৃতসের গিল কিসের সঙ্গে যুক্ত? উঃ পেন্টিং ৯) সুরজিৎ চ্যাটার্জী কিসের সঙ্গে যুক্ত? উঃ পিয়ানো ১০) গুরুকৃষ্ণ কুট্টি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? উঃ কথাকলি ১১) বীণা দাশগুপ্ত কিসের সাথে যুক্ত? উঃ যাত্রা ১২) ভৈরব গাঙ্গুলী কোন ক্ষেত্রে বিখ্যাত? উঃ যাত্রা ১৩) শিব কুমার শর্মা কিসের সাথে যুক্ত? উঃ সন্তুর ১৪) আমান আলি বাঙ্গাস কি বাজাতেন? উঃ সরোদ বাদক ১৫) ডরসি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? উঃ গলফ ১৬) নিধুবাবু কোন গানের জন্য বিখ্যাত? উঃ টপ্পা গান ১৭) হরিপ্রসাদ চৌরাসিয়া কি বাজাতেন? উঃ বাঁশি ১৮) ওস্তাদ আমজাদ আলী খান কি বাজাতেন? উঃ সরোদ বাদক ১৯) পঙ্কজ উধাস কি ধরনের গান গাইতেন? উঃ ভজন ২০) জাকির হোসেন কি বাজাতেন? উঃ তবলা ২১) হহু...

Madhyamik life science chromosome question and answer

Image
[1] একটি আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। ➡️ একটি আদর্শ ক্রোমোজোমের অংশগুলি হলো-------- ক) ক্রোমাটিড:-                         প্রতিটি ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাদের ক্রোমাটিড বলে। খ) ক্রোমোনিমাটা:-               ইন্টারফেজ দশায় ক্রোমোজোম এর মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে তাদের ক্রোমোনিমাটা বলে। আসলে প্রতিটি ক্রোমোনিমাটা মেটাফেজ দশার এক-একটি ক্রোমাটিড গঠন করে। গ) প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার:-                                                        ক্রোমোজোমের মাঝে যে খাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বলে। ক্রোমোজোমের প্রাথমিক কাজের যে কোন অংশ থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে সেন্ট্রোমিয়ার বলে। এই সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুসারে ক্রোমোজোম চার প্রকার হয়----- ১)টেলোসেন্ট্রিক ২) অ্যাক্রোসেট্রিক ৩) মেটাসেন...

Class 9 history question and answer

১) নেপোলিয়নের সংস্কার গুলি আলোচনা করো। উত্তর:     নেপোলিয়ন ছিলেন একজন সেনানায়ক তথা একজন সুশাসক। তিনি তার সংস্কারের মধ্য দিয়েই এক অসাধারণ কৃতিত্বের পরিচয় রেখে গেছেন।তিনি ফ্রান্সের শাসনভার গ্রহণ করার পর সমস্ত দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেন। নানা সংস্কার করে তিনি ফ্রান্সকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। শাসন সংস্কার:             ফ্রান্সে আইনের শাসন প্রবর্তনের জন্য তিনি একটি কেন্দ্রীভূত স্বৈরশাসন গড়ে তোলেন এবং চালু করেন অষ্টম বর্ষের সংবিধান। এই সংবিধান অনুযায়ী ফ্রান্সের কনস্যুলেটের শাসন চালু হয়। তিনি আইনসভাকে -কাউন্সিল অফ স্টেট, ট্রিবিউনেট, বিধানসভা ও সিনেট এই চারটি কক্ষে বিভক্ত করেন।নিম্নকক্ষের সদস্যরা নির্বাচিত হলেও বাকি তিন পক্ষের সদস্যরা প্রথম কনসালের দ্বারা নির্বাচিত হতেন। প্রথম কোন সালের অনুমতি ছাড়া কোন বিল আইনের মর্যাদা পেত না। শাসনের সুবিধার জন্য তিনি সমগ্র দেশকে 83 টি প্রদেশে ভাগ করেন এবং প্রতিটি প্রদেশে কে আবার জেলায় ভাগ করেন। শিক্ষা সংস্কার:           শিক্ষা সংস্কারের দিকেও নেপ...

ফরাসি বিপ্লবের কারণগুলি লেখ।Class 9 history question and answer

Image
১) ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ গুলি আলোচনা করো। উত্তর:     ফ্রান্সের অধিবাসীরা 1789 খ্রিষ্টাব্দে যে বিপ্লব ঘটেছিল, তা ইতিহাসে ফরাসি বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবের মাধ্যমে ফরাসি জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। এই বিপ্লবের পিছনে ছিল একাধিক কারণ--- ফরাসি বিপ্লবের কারণ:- ক) সামাজিক কারণ:                 ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল সামাজিক কারণ। ফরাসি সমাজ ছিল বৈষম্য ও শোষণে পীড়িত। যাজক শ্রেণী, অভিজাত ও বর্গ ও ব্যবসায়ী কৃষক এই তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল--( ১) যাজক শ্রেণী সংখ্যায় খুব কম ছিল। মোট জনসংখ্যার প্রায় ১%। এরা ফ্রান্সের মোট জমির ১০% দখলে রাখতো। এই জমির জন্য এরা কোন প্রকার কর দিত না। এরা নানারকম সুবিধা ভোগ করে বিলাসবহুল জীবনযাপন করত।  (২) অভিযাত্রা ছিল দ্বিতীয় শ্রেণীর। এরা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় ১.৫%। ফ্রান্সের মোট জমির ২০% ছিল এদের দখলে। এরা জমির জন্য সরকারকে কর দিত না। (৩) ফরাসি সমাজের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক সকলেই ছিলেন তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। মোট জনসংখ্যার...

Class 9 history broad question and answer

Image
# ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। উত্তর:  ভূমিকা: 1789 সালে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্রান্সে বুরবোঁ রাজাদের স্বৈরাচারী শাসনের ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা অসন্তোষের সৃষ্টি হয়েছিল। তাকে কাজে লাগিয়েই ফরাসি দার্শনিকরা বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিল। মন্তেস্কু:         ফরাসি দার্শনিকদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মন্তেস্কু। পেশায় তিনি ছিলেন আইনজীবী। তিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির প্রবক্তা। তার বিখ্যাত গ্রন্থ হল"স্পিরিট অফ লজ"। এই গ্রন্থে তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য আইন, শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেন। তার অপর একটি গ্রন্থ হল"দি পার্সিয়ান লেটারস"। এই গ্রন্থে তিনি ফরাসি সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। ভলতেয়ার:           প্রখ্যাত দার্শনিক ভলতেয়ার ছিলেন একাধারে যুক্তিবাদী, কবি ও নাট্যকার। তার আক্রমণের লক্ষ্য ছিল চার্চ ও রাষ্ট্র। তিনি চার্চের দুর্নীতি উল্লেখ করে...

Primary TET examinations important28 question and answer

Image
                           দ্বিতীয় পর্ব                                     ১) ভারতীয় সংসদীয় প্রথায় ছাঁটাই প্রস্তাব বলতে কী বোঝায়? উঃ কোন প্রস্তাবিত বিলের দৈর্ঘ্য হ্রাস করা ২) কলকাতার সবচেয়ে পুরনো গির্জা কোনটি? উঃ আর্মেনিয়ান গির্জা ৩) সেন্ট থোমের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? উঃ 1746 খ্রিস্টাব্দে ৩) ওয়াটারপোলোতে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? উঃ সাতজন ৪) টারজান কার্টুন"চরিত্রটি কোন লেখকের সৃষ্টি? উঃ এডগার রাইস বারোজ ৫) মানুষ সামাজিক জীব"-উক্তিটির প্রবক্তা কে? উঃ অ্যারিস্টোটল ৬) নেলসন ম্যান্ডেলার প্রথম জীবনের জীবিকা কি ছিল? উঃ উকিল ৭) নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত দেখা যায়? উঃ পরিচালন বৃষ্টিপাত ৮) রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উঃ পোলো ৯) এক ঝাঁক প্রজাপতিকে কি বলে? উঃ সোয়ার্ম ১০) কোন দেশের পতাকাকে ওল্ড গ্লোরি বলা হয়? উঃ মার্কিন যুক্তরাষ্ট্র ...

Madhyamik question solved

Image
{1}মস্তিষ্কের প্রধান অংশ গুলির অবস্থান ও কাজ লেখ। উত্তরঃ-- (A) সেরিব্রাল কর্টেক্স বা গুরুমস্তিষ্ক(cerebral cortex):-                                                                                       এটি দুটি গোলার্ধে বিভক্ত, যথা--বাম গোলার্ধ ও ডান গোলার্ধ। গোলার্ধদ্বয় করপাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে। গুরুমস্তিষ্ক টি অসংখ্য ভাজ (জাইরাস) ও খাঁজ (সার্কাস)নিয়ে গঠিত। ১) অবস্থান:                   এটি অগ্রমস্তিষ্কে অবস্থিত এবং করোটির বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। ২) কাজ:                a) গুরুমস্তিষ্ক প্রাণীদের চিন্তা,স্মৃতি,বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে।                b) চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন,...

Primary TET 22 question and answer

Image
                              Set--2                               ---------             ১) মুহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করে নতুন রাজধানীর নাম দেন দৌলতাবাদ। দৌলতাবাদ এর আগের নাম কি ছিল? উঃ দেবগিরি ২) নিচের চারটি রাজ্যের মধ্যে কোনটিতে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? ক) অরুণাচল প্রদেশ খ) মেঘালয় গ) মিজোরাম ঘ) নাগাল্যান্ড উঃ অরুণাচল প্রদেশ ৩) কোন জাতীয় পুষ্টি প্রক্রিয়া ছত্রাকের মধ্যে দেখা যায় না? উঃ স্বভোজী পুষ্টি ৪) the last judgement চিত্রটি কে এঁকেছেন? উঃ মাইকেল এঞ্জেলো ৫) বাস্কেটবলের গোল দেওয়ার রিংটি মাটি থেকে কতখানি উঁচুতে থাকে? উঃ 11 ফুট ৬) পেশাদারী মঞ্চে সাধারণের বিনোদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটকের নাম কি? উঃ কুলীনকুল সর্বস্ব ৭) স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা পদ্ধতির উদ্দেশ্য কি? উঃ ক্লাসে শিক্ষা পদ্ধতির কার্যকারীতা বিচার করা,ক্লাসে আপেক্ষিকভাবে ছাত্র-...

West Bengal school service commission TET examinations questions and answers

Image
                               Set---1                               ১) শ্রীমতি অরুন্ধতী রায় যে বই লিখে বুকার পুরস্কার পেয়েছেন তার নাম কি? উঃ God of small things ২) ক্লাসে ছাত্রদের বিশৃংখল আচরণ কমানোর জন্য আপনি কোন পদ্ধতি গ্রহণ করবেন? উঃ ছাত্রদের সঙ্গে আলোচনা করে শ্রেণীকক্ষের আচরণ সংক্রান্ত নিয়ম বিধি তৈরি করব। ৩) বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উঃ বাজীরাও এবং ওয়েলেসলি ৪) একজন শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি_ক) ছাত্রদের ক্ষমতার স্তর নিরূপণ করা খ) শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা গ) শিক্ষক ও ছাত্রের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা ঘ) শেখাবার জন্য ছাত্রদের অনুপ্রাণিত করা উঃ শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখা ৪) হিয়েনসাঙ ভারতে এসেছিলেন কার রাজত্বকালে? উঃ হর্ষবর্ধন ৫) বিশ্বের চিনির ভান্ডার নামে পরিচিত কোন দেশ? উঃ কিউবা ৬) লাক্ষা দ্বীপ পুঞ্জের অবস্থান কোথায়? উঃ আরব সাগরে ৭) বৃষ্টির ফোটা...