West Bengal school service commission TET examinations questions and answers
Set---1
১) শ্রীমতি অরুন্ধতী রায় যে বই লিখে বুকার পুরস্কার পেয়েছেন তার নাম কি?
উঃ God of small things
২) ক্লাসে ছাত্রদের বিশৃংখল আচরণ কমানোর জন্য আপনি কোন পদ্ধতি গ্রহণ করবেন?
উঃ ছাত্রদের সঙ্গে আলোচনা করে শ্রেণীকক্ষের আচরণ সংক্রান্ত নিয়ম বিধি তৈরি করব।
৩) বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ বাজীরাও এবং ওয়েলেসলি
৪) একজন শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি_ক) ছাত্রদের ক্ষমতার স্তর নিরূপণ করা খ) শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা গ) শিক্ষক ও ছাত্রের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা ঘ) শেখাবার জন্য ছাত্রদের অনুপ্রাণিত করা
উঃ শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখা
৪) হিয়েনসাঙ ভারতে এসেছিলেন কার রাজত্বকালে?
উঃ হর্ষবর্ধন
৫) বিশ্বের চিনির ভান্ডার নামে পরিচিত কোন দেশ?
উঃ কিউবা
৬) লাক্ষা দ্বীপ পুঞ্জের অবস্থান কোথায়?
উঃ আরব সাগরে
৭) বৃষ্টির ফোটা পরার সময় গোলকীয় আকার ধারণ করার কারণ কি?
উঃ পৃষ্ঠটান
৮) গোবর গ্যাস এ আছে কোন গ্যাস?
উঃ মিথেন
৯) স্টেনলেস স্টিল একটি ধাতু সংকর-ইহা কোন ধাতু নিয়ে গঠিত?
উঃ লোহা, ক্রোমিয়াম এবং নিকেল
১০) কোষ বিভাজন প্রাণোদিত করে এমন একটি উদ্ভিদের নাম লেখ
উঃ কাইনিন
১১) জল এবং খনিজ পদার্থ উদ্ভিদ দেহে সংবাহিত হয় কোন কলার মাধ্যমে?
উঃ জাইলেম কলা
১২) brevity is the soul of wit"---কথাটি কে বলেছিলেন?
উঃ শেক্সপিয়ার
১৩) ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?
উঃ ছয়টি
১৪) মোহিনী নাট্যম কোথাকার নৃত্যকলা?
উঃ তামিলনাড়ু
১৫) রাজ্যসভার মেয়াদকাল কত দিনের?
উঃ অনির্দিষ্টকাল
১৬) অলিম্পিক গেম এর প্রতীক চিহ্ন যে পাঁচটি বৃত্ত আঁকা আছে, তার মধ্যে নীল রংটি কোন দেশকে বোঝায়?
উঃ ইউরোপ
১৭) প্রথম বানরের ক্লোনিং করা হয়েছে কোন দেশে?
উঃ স্কটল্যান্ডে
১৮) ঘূর্ণাবর্ত এবং প্রতীপ ঘূর্ণাবর্ত দুটোই কি রকমের বায়ু?
উঃ আকস্মিক বায়ু
১৯) কোন সমুদ্রকে হেরিং পন্ড বলা হয়?
উঃ আটলান্টিক মহাসাগর
২০) মাচ নম্বর"এর ধারণাটি কিসের গতি পরিমাপ করতে ব্যবহার করা হয়?
উঃ বিমানের
২১) কোন রাসায়নিক যৌগ শ্রেণীতে কুইনিন, নিকোটিন, মরফিন অবস্থিত?
উঃ অ্যালকালয়েড
২২) কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী?
উঃ গ্রাফাইট
২৩) কোন দেশ ইউরোপের খেলার মাঠ নামে পরিচিত?
উঃ সুইজারল্যান্ড
২৪) শর্তাধীন প্রতিবর্ত'প্রক্রিয়ার ধারণাটি ব্যবহৃত হয় কোন বিদ্যায়?
উঃ মনোবিদ্যা
২৫) শরীর স্থান বিদ্যায় প্যাটেলা কি?
উঃ হাঁটুর অস্থি
২৬) বায়ুমণ্ডলীয় আদ্রতার পরিবর্তন পরিমাপ না করে নির্দেশ করা যায় যে যন্ত্রের সাহায্যে তাকে কি বলে?
উঃ হাইগ্রোমিটার
২৭) নীলস বোর বিখ্যাত ছিলেন কিসের জন্য?
উঃ পদার্থবিদ্যায়
২৮) ভারতের সংবিধানে কল্যাণকামী রাষ্ট্রের ধারণা পাওয়া যায় কোন নীতিতে?
উঃ নির্দেশাত্মক নীতি
২৯) ভারতের সংবিধানের প্রস্তাবনা ভারতবর্ষের বর্ণনা করা হয়েছে কি বলে?
উঃ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে।
৩০) আপনি যদি দেখেন যে আপনি পড়াচ্ছেন ছাত্ররা তা বুঝতে পারছেন না, তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কি?
উঃ ছাত্রদের পড়ার অভ্যাস বাড়ানো
৩১) কোন ভারতীয় রাজ্য তিব্বত, নেপাল, ভুটান এবং পশ্চিম বাংলার সীমানা স্পর্শ করেছে?
উঃ আসাম
৩২) রোম যখন আগুনে পুড়ছিল, তখন কে বিনা বাদনে রত ছিলেন বলে শোনা যায়?
উঃ নিরো
৩৩) অ্যামালগাম বলতে কী বোঝো?
উঃ পারদ
৩৪) মাইক্রোস্কোপের সাহায্যে প্রথম কোষ পর্যবেক্ষণ করেন কোন বিজ্ঞানী?
উঃ রবার্ট হুক
৩৫) গুয়ের্নিকা ছবিটি কে এঁকেছেন?
উঃ পাবলো পিকাসো
৩৬) বৈশাখী উৎসব কোথাকার?
উঃ পাঞ্জাব
৩৭) মাদার টেরিজা কবে প্রয়াত হয়েছেন?
উঃ 1997 সালের 5 সেপ্টেম্বর
৩৮) সম্প্রতি ঘটে যাওয়া মহামারী কোন ভাইরাসের দ্বারা আক্রান্ত?
উঃ করোনা ভাইরাস
৩৯) হাইড্রোক্লোরোকুইন ওষুধ কে আবিষ্কার করেন?
উঃ প্রফুল্ল চন্দ্র রায়
৪০) বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে?
উঃ প্রফুল্ল চন্দ্র রায়
১) শ্রীমতি অরুন্ধতী রায় যে বই লিখে বুকার পুরস্কার পেয়েছেন তার নাম কি?
উঃ God of small things
২) ক্লাসে ছাত্রদের বিশৃংখল আচরণ কমানোর জন্য আপনি কোন পদ্ধতি গ্রহণ করবেন?
উঃ ছাত্রদের সঙ্গে আলোচনা করে শ্রেণীকক্ষের আচরণ সংক্রান্ত নিয়ম বিধি তৈরি করব।
৩) বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উঃ বাজীরাও এবং ওয়েলেসলি
৪) একজন শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি_ক) ছাত্রদের ক্ষমতার স্তর নিরূপণ করা খ) শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা গ) শিক্ষক ও ছাত্রের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা ঘ) শেখাবার জন্য ছাত্রদের অনুপ্রাণিত করা
উঃ শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখা
৪) হিয়েনসাঙ ভারতে এসেছিলেন কার রাজত্বকালে?
উঃ হর্ষবর্ধন
৫) বিশ্বের চিনির ভান্ডার নামে পরিচিত কোন দেশ?
উঃ কিউবা
৬) লাক্ষা দ্বীপ পুঞ্জের অবস্থান কোথায়?
উঃ আরব সাগরে
৭) বৃষ্টির ফোটা পরার সময় গোলকীয় আকার ধারণ করার কারণ কি?
উঃ পৃষ্ঠটান
৮) গোবর গ্যাস এ আছে কোন গ্যাস?
উঃ মিথেন
৯) স্টেনলেস স্টিল একটি ধাতু সংকর-ইহা কোন ধাতু নিয়ে গঠিত?
উঃ লোহা, ক্রোমিয়াম এবং নিকেল
১০) কোষ বিভাজন প্রাণোদিত করে এমন একটি উদ্ভিদের নাম লেখ
উঃ কাইনিন
১১) জল এবং খনিজ পদার্থ উদ্ভিদ দেহে সংবাহিত হয় কোন কলার মাধ্যমে?
উঃ জাইলেম কলা
১২) brevity is the soul of wit"---কথাটি কে বলেছিলেন?
উঃ শেক্সপিয়ার
১৩) ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?
উঃ ছয়টি
১৪) মোহিনী নাট্যম কোথাকার নৃত্যকলা?
উঃ তামিলনাড়ু
১৫) রাজ্যসভার মেয়াদকাল কত দিনের?
উঃ অনির্দিষ্টকাল
১৬) অলিম্পিক গেম এর প্রতীক চিহ্ন যে পাঁচটি বৃত্ত আঁকা আছে, তার মধ্যে নীল রংটি কোন দেশকে বোঝায়?
উঃ ইউরোপ
১৭) প্রথম বানরের ক্লোনিং করা হয়েছে কোন দেশে?
উঃ স্কটল্যান্ডে
১৮) ঘূর্ণাবর্ত এবং প্রতীপ ঘূর্ণাবর্ত দুটোই কি রকমের বায়ু?
উঃ আকস্মিক বায়ু
১৯) কোন সমুদ্রকে হেরিং পন্ড বলা হয়?
উঃ আটলান্টিক মহাসাগর
২০) মাচ নম্বর"এর ধারণাটি কিসের গতি পরিমাপ করতে ব্যবহার করা হয়?
উঃ বিমানের
২১) কোন রাসায়নিক যৌগ শ্রেণীতে কুইনিন, নিকোটিন, মরফিন অবস্থিত?
উঃ অ্যালকালয়েড
২২) কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী?
উঃ গ্রাফাইট
২৩) কোন দেশ ইউরোপের খেলার মাঠ নামে পরিচিত?
উঃ সুইজারল্যান্ড
২৪) শর্তাধীন প্রতিবর্ত'প্রক্রিয়ার ধারণাটি ব্যবহৃত হয় কোন বিদ্যায়?
উঃ মনোবিদ্যা
২৫) শরীর স্থান বিদ্যায় প্যাটেলা কি?
উঃ হাঁটুর অস্থি
২৬) বায়ুমণ্ডলীয় আদ্রতার পরিবর্তন পরিমাপ না করে নির্দেশ করা যায় যে যন্ত্রের সাহায্যে তাকে কি বলে?
উঃ হাইগ্রোমিটার
২৭) নীলস বোর বিখ্যাত ছিলেন কিসের জন্য?
উঃ পদার্থবিদ্যায়
২৮) ভারতের সংবিধানে কল্যাণকামী রাষ্ট্রের ধারণা পাওয়া যায় কোন নীতিতে?
উঃ নির্দেশাত্মক নীতি
২৯) ভারতের সংবিধানের প্রস্তাবনা ভারতবর্ষের বর্ণনা করা হয়েছে কি বলে?
উঃ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে।
৩০) আপনি যদি দেখেন যে আপনি পড়াচ্ছেন ছাত্ররা তা বুঝতে পারছেন না, তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কি?
উঃ ছাত্রদের পড়ার অভ্যাস বাড়ানো
৩১) কোন ভারতীয় রাজ্য তিব্বত, নেপাল, ভুটান এবং পশ্চিম বাংলার সীমানা স্পর্শ করেছে?
উঃ আসাম
৩২) রোম যখন আগুনে পুড়ছিল, তখন কে বিনা বাদনে রত ছিলেন বলে শোনা যায়?
উঃ নিরো
৩৩) অ্যামালগাম বলতে কী বোঝো?
উঃ পারদ
৩৪) মাইক্রোস্কোপের সাহায্যে প্রথম কোষ পর্যবেক্ষণ করেন কোন বিজ্ঞানী?
উঃ রবার্ট হুক
৩৫) গুয়ের্নিকা ছবিটি কে এঁকেছেন?
উঃ পাবলো পিকাসো
৩৬) বৈশাখী উৎসব কোথাকার?
উঃ পাঞ্জাব
৩৭) মাদার টেরিজা কবে প্রয়াত হয়েছেন?
উঃ 1997 সালের 5 সেপ্টেম্বর
৩৮) সম্প্রতি ঘটে যাওয়া মহামারী কোন ভাইরাসের দ্বারা আক্রান্ত?
উঃ করোনা ভাইরাস
৩৯) হাইড্রোক্লোরোকুইন ওষুধ কে আবিষ্কার করেন?
উঃ প্রফুল্ল চন্দ্র রায়
৪০) বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে?
উঃ প্রফুল্ল চন্দ্র রায়

Comments
Post a Comment
Haven't doubt please let me know.