ভারতের জাতীয়তাবাদের ইতিহাস বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১) কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1781 খ্রিস্টাব্দে
২) কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে?
উঃ ওয়ারেন হেস্টিংস
৩) এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1784 খ্রিস্টাব্দে
৪) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ স্যার উইলিয়াম জোন্স
৫) বারাণসীতে সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1792 খ্রিস্টাব্দে
৬) বারাণসীতে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ জোনাথন ডানকান
৭) শ্রীরামপুরে ব্যাপ্টিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1800 খ্রিস্টাব্দের
৮) শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন এর প্রতিষ্ঠাতা কে?
উঃ উইলিয়াম কেরি
৯) হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1817 খ্রিস্টাব্দে
১০) হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে?
উঃ ডেভিড হেয়ার
১১) হিন্দু কলেজের বর্তমান নাম কি?
উঃ প্রেসিডেন্সি কলেজ
১২) কলকাতায় হেয়ার স্কুল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1817 খ্রিস্টাব্দে
১৩) শিবপুরে বিশপস কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 18২০ খ্রিস্টাব্দে
১৪) শিবপুরে বিশপস কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ বিশপস মিডলটন
১৫) কলকাতায় কবে সংস্কৃত কলেজ স্থাপিত হয়?
উঃ 1824 খ্রিস্টাব্দে
১৬) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ ডেভিড হেয়ার
১৭) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1817 খ্রিস্টাব্দে
১৮) কলকাতায় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ আলেকজান্ডার ডাফ, 1830 খ্রিস্টাব্দে
১৯) জেনারেল অ্যাসেম্বলিজ এর বর্তমান নাম কি?
উঃ স্কটিশ চার্চ কলেজ
২০) জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন বা জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়?
উঃ 1823 খ্রিস্টাব্দে
২১) কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1835 খ্রিস্টাব্দে
২২) কলকাতা মেডিকেল কলেজ কোন বড়লাটের আমলে স্থাপিত হয়েছিল?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
২৩) চার্লস উডের প্রতিবেদন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উঃ 1854 খ্রিস্টাব্দে
২৪) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?
উঃ 1857 খ্রিস্টাব্দে
২৫) ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উঃ কলকাতা বিশ্ববিদ্যালয়
২৬) ভারতের প্রথম আধুনিক মানুষ কে?
উঃ রাজা রামমোহন রায়
২৭) আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়কে
২৮) ভারতীয় নবজাগরণের দূত কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়কে
২৯) রবীন্দ্রনাথ কাকে ভারত পথিক বলে সম্বোধন করেছেন?
উঃ রাজা রামমোহন রায়কে
৩০) পন্ডিত জহরলাল নেহেরু কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন?
উঃ রাজা রামমোহন রায়
৩১) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায়
৩২) ব্রাহ্মসভা ও ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায়
৩৩) সতীদাহ প্রথা কবে রোধ করা হয়?
উঃ 1829 খ্রিস্টাব্দে
৩৪) সতীদাহ প্রথা নিবারণ আইন কে পাস করেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
৩৫) রাজা রামমোহন রায়ের পর ব্রাহ্মসমাজের নেতৃত্ব দেন কে?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর
৩৬) আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর
৩৭) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ কেশব চন্দ্র সেন
৩৮) ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কেশব চন্দ্র সেন
৩৯) সাধারণ ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু
৪০) নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ কেশব চন্দ্র সেন
৪১) নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা কে?
উঃ ডিরোজিও
৪২) ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলা হয়?
উঃ ডিরোজিও
৪৩) ডিরোজিওর দুজন অনুগামীর নাম লেখ।
উঃ রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার
৪৪) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ ডিরোজিও
৪৫) মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৬) মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি?
উঃ বিদ্যাসাগর কলেজ
৪৭) বিদ্যাসাগর রচিত দুটি গ্রন্থের নাম লেখ।
উঃ বর্ণপরিচয়, কথামালা
৪৮) রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ স্বামী বিবেকানন্দ
৪৯) কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়?
উঃ 1897 খ্রিস্টাব্দে
৫০) কবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়?
উঃ 1875 খ্রিস্টাব্দে
৫১) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উঃ থিওডোর বেক
উঃ 1781 খ্রিস্টাব্দে
২) কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে?
উঃ ওয়ারেন হেস্টিংস
৩) এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1784 খ্রিস্টাব্দে
৪) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ স্যার উইলিয়াম জোন্স
৫) বারাণসীতে সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1792 খ্রিস্টাব্দে
৬) বারাণসীতে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ জোনাথন ডানকান
৭) শ্রীরামপুরে ব্যাপ্টিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1800 খ্রিস্টাব্দের
৮) শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন এর প্রতিষ্ঠাতা কে?
উঃ উইলিয়াম কেরি
৯) হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1817 খ্রিস্টাব্দে
১০) হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে?
উঃ ডেভিড হেয়ার
১১) হিন্দু কলেজের বর্তমান নাম কি?
উঃ প্রেসিডেন্সি কলেজ
১২) কলকাতায় হেয়ার স্কুল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1817 খ্রিস্টাব্দে
১৩) শিবপুরে বিশপস কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 18২০ খ্রিস্টাব্দে
১৪) শিবপুরে বিশপস কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ বিশপস মিডলটন
১৫) কলকাতায় কবে সংস্কৃত কলেজ স্থাপিত হয়?
উঃ 1824 খ্রিস্টাব্দে
১৬) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ ডেভিড হেয়ার
১৭) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1817 খ্রিস্টাব্দে
১৮) কলকাতায় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ আলেকজান্ডার ডাফ, 1830 খ্রিস্টাব্দে
১৯) জেনারেল অ্যাসেম্বলিজ এর বর্তমান নাম কি?
উঃ স্কটিশ চার্চ কলেজ
২০) জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন বা জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়?
উঃ 1823 খ্রিস্টাব্দে
২১) কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1835 খ্রিস্টাব্দে
২২) কলকাতা মেডিকেল কলেজ কোন বড়লাটের আমলে স্থাপিত হয়েছিল?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
২৩) চার্লস উডের প্রতিবেদন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উঃ 1854 খ্রিস্টাব্দে
২৪) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?
উঃ 1857 খ্রিস্টাব্দে
২৫) ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উঃ কলকাতা বিশ্ববিদ্যালয়
২৬) ভারতের প্রথম আধুনিক মানুষ কে?
উঃ রাজা রামমোহন রায়
২৭) আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়কে
২৮) ভারতীয় নবজাগরণের দূত কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়কে
২৯) রবীন্দ্রনাথ কাকে ভারত পথিক বলে সম্বোধন করেছেন?
উঃ রাজা রামমোহন রায়কে
৩০) পন্ডিত জহরলাল নেহেরু কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন?
উঃ রাজা রামমোহন রায়
৩১) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায়
৩২) ব্রাহ্মসভা ও ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায়
৩৩) সতীদাহ প্রথা কবে রোধ করা হয়?
উঃ 1829 খ্রিস্টাব্দে
৩৪) সতীদাহ প্রথা নিবারণ আইন কে পাস করেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
৩৫) রাজা রামমোহন রায়ের পর ব্রাহ্মসমাজের নেতৃত্ব দেন কে?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর
৩৬) আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর
৩৭) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ কেশব চন্দ্র সেন
৩৮) ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কেশব চন্দ্র সেন
৩৯) সাধারণ ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু
৪০) নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ কেশব চন্দ্র সেন
৪১) নব্যবঙ্গ দলের প্রতিষ্ঠাতা কে?
উঃ ডিরোজিও
৪২) ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি কাকে বলা হয়?
উঃ ডিরোজিও
৪৩) ডিরোজিওর দুজন অনুগামীর নাম লেখ।
উঃ রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার
৪৪) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ ডিরোজিও
৪৫) মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৬) মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি?
উঃ বিদ্যাসাগর কলেজ
৪৭) বিদ্যাসাগর রচিত দুটি গ্রন্থের নাম লেখ।
উঃ বর্ণপরিচয়, কথামালা
৪৮) রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ স্বামী বিবেকানন্দ
৪৯) কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়?
উঃ 1897 খ্রিস্টাব্দে
৫০) কবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়?
উঃ 1875 খ্রিস্টাব্দে
৫১) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উঃ থিওডোর বেক
Comments
Post a Comment
Haven't doubt please let me know.