ভৌতবিজ্ঞান ছোট প্রশ্ন ও উত্তর/physical science insecure short question and answer, SSC bank rail Arabi miscellaneous WBCS MCQ question and answer
Physical science GK for competitive exams.ভৌতবিজ্ঞান multiple questions and answers.
১) পলিয়েস্টার তৈরি হয় কি দিয়ে?
উঃ অ্যালকোহল ও এসিডের বিক্রিয়ায়
২) গ্যালভানাইজেশনে যে দুটি কে একত্রে উত্তপ্ত করা হয়, সে গুলি কি কি?
উঃ রাবার ও গন্ধক
৩) 0 ডিগ্রি সেলসিয়াস এর 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করলে কি হবে?
উঃ সমস্ত বরফ গলে যাবে এবং তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে।
৪) রোধের একক এর নাম কি?
উঃ ওহম
৫) তারের কম্পাঙ্ক মাপা হয় কিসের দ্বারা?
উঃ সনোমিটার
৬) নাইট্রিক এসিডের জারণ ধর্ম কিরূপ?
উঃ তীব্র
৭) ক্যামেরায় মাইক্রোস্কোপ, টেলিস্কোপ কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?
উঃ উত্তল লেন্স
৮) গায়ে মাখা পাউডার এ কি মেশানো হয়?
উঃ ম্যাগনেসিয়াম সিলিকেট
৯) কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়?
উঃ কঠিন মাধ্যমে
১০) কর্পূর উড়ে যায় কেন?
উঃ কর্পূর উদ্বায়ী পদার্থ বলে
১১) লড়াইট সালফেট এর দ্রবণ কি হিসাবে ব্যবহৃত হয়?
উঃ শ্যাম্পু
১২) দুটি ধাতু গল্পের উদাহরণ দাও।
উঃ আর্সেনিক ও এন্টিমনি
১৩) কার মন ছাড়া আর কোন মৌলের বহুরূপতা আছে?
উঃ সালফার
১৪) সিনেমার পর্দার আলোর প্রতিফলন কিরূপ প্রতিফলন?
উঃ বিক্ষিপ্ত প্রতিফলন
১৫) সালফারের বিশেষ পরিচিত বহুরুপ দুটি কি কি?
উঃ রম্বিক, মনোক্লিনিক
১৬) গ্রামোফোন আবিষ্কার করেন কে?
উঃ এডিসন
১৭) জলকে বিশুদ্ধ করতে কি ব্যবহার করা হয়?
উঃ ক্লোরিন
১৮) ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন?
উঃ সিম্পসন
১৯) কার্বনের সবচেয়ে শক্ত বস্তুটির নাম কি?
উঃ হীরক
২০) লাফিং গ্যাসটির নাম কি?
উঃ নাইট্রাস অক্সাইড
২১) ফ্যারাডে কিসের একক?
উঃ ধারকত্বের
২২) স্বচ্ছ নীল রংয়ের কোরান্ডামকে কি বলে?
উঃ চুনি
২৩) কাঁচা বা পিতল কোন শ্রেণীর পদার্থ?
উঃ ধাতু সংকর
২৪) মুক্ত সালফার সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়?
উঃ লুইসিয়ানা
২৫) গানপাউডার এর আবিষ্কারক কে?
উঃ রজার বেকন
২৬) একটি শূন্য শ্রেণীর মৌলের উদাহরণ দাও
উঃ হিলিয়াম
উঃ অ্যালকোহল ও এসিডের বিক্রিয়ায়
২) গ্যালভানাইজেশনে যে দুটি কে একত্রে উত্তপ্ত করা হয়, সে গুলি কি কি?
উঃ রাবার ও গন্ধক
৩) 0 ডিগ্রি সেলসিয়াস এর 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করলে কি হবে?
উঃ সমস্ত বরফ গলে যাবে এবং তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে।
৪) রোধের একক এর নাম কি?
উঃ ওহম
৫) তারের কম্পাঙ্ক মাপা হয় কিসের দ্বারা?
উঃ সনোমিটার
৬) নাইট্রিক এসিডের জারণ ধর্ম কিরূপ?
উঃ তীব্র
৭) ক্যামেরায় মাইক্রোস্কোপ, টেলিস্কোপ কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?
উঃ উত্তল লেন্স
৮) গায়ে মাখা পাউডার এ কি মেশানো হয়?
উঃ ম্যাগনেসিয়াম সিলিকেট
৯) কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়?
উঃ কঠিন মাধ্যমে
১০) কর্পূর উড়ে যায় কেন?
উঃ কর্পূর উদ্বায়ী পদার্থ বলে
১১) লড়াইট সালফেট এর দ্রবণ কি হিসাবে ব্যবহৃত হয়?
উঃ শ্যাম্পু
১২) দুটি ধাতু গল্পের উদাহরণ দাও।
উঃ আর্সেনিক ও এন্টিমনি
১৩) কার মন ছাড়া আর কোন মৌলের বহুরূপতা আছে?
উঃ সালফার
১৪) সিনেমার পর্দার আলোর প্রতিফলন কিরূপ প্রতিফলন?
উঃ বিক্ষিপ্ত প্রতিফলন
১৫) সালফারের বিশেষ পরিচিত বহুরুপ দুটি কি কি?
উঃ রম্বিক, মনোক্লিনিক
১৬) গ্রামোফোন আবিষ্কার করেন কে?
উঃ এডিসন
১৭) জলকে বিশুদ্ধ করতে কি ব্যবহার করা হয়?
উঃ ক্লোরিন
১৮) ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন?
উঃ সিম্পসন
১৯) কার্বনের সবচেয়ে শক্ত বস্তুটির নাম কি?
উঃ হীরক
২০) লাফিং গ্যাসটির নাম কি?
উঃ নাইট্রাস অক্সাইড
২১) ফ্যারাডে কিসের একক?
উঃ ধারকত্বের
২২) স্বচ্ছ নীল রংয়ের কোরান্ডামকে কি বলে?
উঃ চুনি
২৩) কাঁচা বা পিতল কোন শ্রেণীর পদার্থ?
উঃ ধাতু সংকর
২৪) মুক্ত সালফার সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়?
উঃ লুইসিয়ানা
২৫) গানপাউডার এর আবিষ্কারক কে?
উঃ রজার বেকন
২৬) একটি শূন্য শ্রেণীর মৌলের উদাহরণ দাও
উঃ হিলিয়াম
Comments
Post a Comment
Haven't doubt please let me know.