ফরাসি বিপ্লবের কারণগুলি লেখ।Class 9 history question and answer

১) ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ গুলি আলোচনা করো।

উত্তর:
    ফ্রান্সের অধিবাসীরা 1789 খ্রিষ্টাব্দে যে বিপ্লব ঘটেছিল, তা ইতিহাসে ফরাসি বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবের মাধ্যমে ফরাসি জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। এই বিপ্লবের পিছনে ছিল একাধিক কারণ---

ফরাসি বিপ্লবের কারণ:-
ক) সামাজিক কারণ:
               ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল সামাজিক কারণ। ফরাসি সমাজ ছিল বৈষম্য ও শোষণে পীড়িত। যাজক শ্রেণী, অভিজাত ও বর্গ ও ব্যবসায়ী কৃষক এই তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল--( ১) যাজক শ্রেণী সংখ্যায় খুব কম ছিল। মোট জনসংখ্যার প্রায় ১%। এরা ফ্রান্সের মোট জমির ১০% দখলে রাখতো। এই জমির জন্য এরা কোন প্রকার কর দিত না। এরা নানারকম সুবিধা ভোগ করে বিলাসবহুল জীবনযাপন করত। 
(২) অভিযাত্রা ছিল দ্বিতীয় শ্রেণীর। এরা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় ১.৫%। ফ্রান্সের মোট জমির ২০% ছিল এদের দখলে। এরা জমির জন্য সরকারকে কর দিত না।
(৩) ফরাসি সমাজের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক সকলেই ছিলেন তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। মোট জনসংখ্যার প্রায় ৯৭% ছিল এদের অন্তর্ভুক্ত। ফ্রান্সের বেশিরভাগ কর এদের বহন করতে হতো। এরা সমাজের উচ্চশ্রেণীর মানুষদের দ্বারা শোষিত ও নিপীড়িত হত।

অর্থনৈতিক কারণ:
                অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল।ফ্রান্সের প্রথম শ্রেণী ভুক্ত ধর্মযাজক ও দ্বিতীয় শ্রেণী ভুক্ত অভিযাত্রা বেশিরভাগ ভূসম্পত্তি ভোগ করলেও তাদের কর দিতে হতো না। অপরদিকে সরকারের মোট রাজস্বের ৯৬% দিতে হতো তৃতীয় সম্প্রদায় কে। ফ্রান্সের বুরবোঁ রাজপরিবারের অতিরিক্ত ব্যায়ের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ভাঙন দেখা দেয়। এর ফলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়।

রাজনৈতিক কারণ:
               ফরাসি সম্রাট চতুর্দশ লুই ছিলেন চরম স্বৈরাচারী। তিনি বলতেন আমিই রাস্ট্র।এরপর পঞ্চদশ লুই শাসন কাজ পরিচালনার ক্ষেত্রে তার উপপত্নীর দ্বারা প্রভাবিত ছিলেন। তার প্রশাসনিক কাঠামো দুর্নীতিমুক্ত ছিলনা। ষোড়শ লুই এর আমলে ফরাসি রাজতন্ত্র জটিল পরিস্থিতিতে পড়ে। তাছাড়া ফরাসি রাজতন্ত্রে বিচারের নামে প্রহসন ছিল সাধারন ঘটনা। বিচারককে বেতন দেয়া হতো না। তিনি জরিমানার অর্থ ভোগ করতেন। রাজা ইচ্ছামতো রায় বদলাতে পারতেন। এই সকল ব্যবস্থা মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছিল।



এরকম প্রশ্নের উত্তর পেতে আমাদের ব্লগের সঙ্গে যুক্ত থাকুন।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)