দিন ফুরালে//শঙ্খ ঘোষ//সপ্তম শ্রেণী //Din furole question answer

সমার্থক শব্দ
বারি-জল,
অরুণ-তপন, ভাস্কর
অম্বর-আকাশ, গগন, খ
পেটিকা- বাক্স
অজ্ঞান-মূর্ছা, চেতনাহীন
গোছা-গুচ্ছ
বিষাদ-দুঃখ
কন্দর-গর্ত
পা-পদ, চরণ
বিশ্রী-কুৎসিত

বিপরীত শব্দ:

ভালো-মন্দ
মিথ্যা-সত্য
বাইরে-ভিতরে
বুড়ো-ছোকরা, জোয়ান
সুশ্রী-বিশ্রী

কারক ও বিভক্তি

চমকে দেবেন লক্ষ্য রং এর দৃশ্যে।
                                         -------
উঃ করণ কারকে এ বিভক্তি

বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ।
----------------
উঃ কর্তৃ কারকে শূন্য বিভক্তি

কেইবা খুলে দেখছে রঙের বাক্স।
                              --------
উঃ সম্বন্ধ পদে এর বিভক্তি

নিজের নিজের মন খারাপের গর্তে।
                       _________________
উঃ অধিকরণ কারকে এ বিভক্তি

এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি।
____________
করণ কারকে শূন্য বিভক্তি

১) সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দূচ্ছাই বলেছেন কেন?
উঃ শঙ্খ ঘোষ রচিত "দিন ফুরালে" কবিতায় সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলেছেন। কারণ সূর্য ডবে যাওয়ার পরে অন্ধকার নেমে আসবে। ফলে কথকরা আর বাড়ির বাইরে থাকতে পারবে না। তাদেরকে নিজেদের বাড়িতে সেই সময়ে ফিরে আসতে হবে। তাই বিরক্তি ভাবে কথকরা দূচ্ছাই বলেছেন।

২) কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ্য রং এর দৃশ্যে চমকে দেবেন?
উঃ দিন ফুরালে কবিতায় কথক বলেছেন, সূর্য অস্ত যাওয়ার পরেই এক ঈশ্বর আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন।

৩) কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবেনা?
উঃ সূর্য অস্ত যাওয়ার পরে কথকদের নিজের নিজের বাড়িতে ফিরে আসতে হবে। তাই তারা সেই দৃশ্য দেখতে পাবেনা ‌

৪) বাপ মায়েরা কি হলে মুচ্ছো যাবেন?
উঃ সন্ধ্যা হলে বাচ্চারা যদি বাড়িতে ফিরে না আসে তাহলে বাপ মায়েরা মুচ্ছো যাবেন।

৫) পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়?
উঃ পাখিরা সারিবদ্ধ ভাবে ধানের গুচ্ছ থেকে আঁধার ফেলে ঘরের দিকে উড়ে যায়।

৬) বাবা কি বলবেন?
উঃ বাবা বলবেন, এইটুকু সব বাচ্চা দিন ফুরালেও মাঠ ছাড়েনা আচ্ছা।

৭) মা বাড়ি ফিরলে কি বলবেন?
উঃ মা বলবেন, ঠ্যাং দুটো কি কুচ্ছিত।

৮) কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে?
উঃ থ্যাংকস দুটো কুৎসিত হওয়ায় কথকরা এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে।

Comments

  1. "Your talents and abilities are simply awe-inspiring. The way you excel in everything you do is a true testament to your hard work and dedication. Keep reaching for the stars!" mensagem de bom dia

    ReplyDelete

Post a Comment

Haven't doubt please let me know.

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)