SSC, Bank, rail, clock, miscellaneous, RRB etc exams MCQ question and answer/physical science short question and answer/ভৌত বিজ্ঞান ছোট প্রশ্ন ও উত্তর

১) ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উঃ 9.8 মিটার/সেকেন্ড ×সেকেন্ড

২) সি জি এস পদ্ধতিতে ওজনের একক কি?
উঃ ডাইন

৩) এস আই পদ্ধতিতে ওজনের একক কি?
উঃ নিউটন

৪) ভরের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন?
উঃ আইনস্টাইন

৫) পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কি?
উঃ সূর্য

৬) বরফের গলনাঙ্ক কত?
উঃ 0 ডিগ্রি সেলসিয়াস

৭) ন্যাপথলিন এর গলনাঙ্ক কত?
উঃ 80 ডিগ্রী সেলসিয়াস

৮) লোহার গলনাঙ্ক কত?
উঃ 1539 ডিগ্রি সেলসিয়াস

৯) জলের হিমাঙ্ক কত?
উঃ 0 ডিগ্রি সেলসিয়াস

১০) কোন উষ্ণতাতেই গলেনা এমন কয়েকটি পদার্থের নাম লিখ?
উঃ ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, কর্পূর, আয়োডিন

১১) দুটি উদ্বায়ী পদার্থের নাম লেখ।
উঃ কর্পূর, আয়োডিন

১২) দু'খন্ড বরফকে চাপ দিলে জোড়া লেগে যায়, কারণ কি?
উঃ পুনঃশিলীভবন

১৩) কয়েকটি অনুযায়ী পদার্থের নাম লিখ?
উঃ গ্লিসারিন, পারদ

১৪) জলের স্ফুটনাঙ্ক কত?
উঃ 100 ডিগ্রী সেলসিয়াস

১৫) সমুদ্র জলের স্ফুটনাঙ্ক কত?
উঃ 108 ডিগ্রী সেলসিয়াস

১৬) নারিকেল তেলের পরিমাণ কত?
উঃ 290 ডিগ্রি সেলসিয়াস

১৭) প্রেশারকুকারে অধিক বাষ্প চাপে জলের স্ফুটনাঙ্ক কত হয়?
উঃ 110 ডিগ্রী সেলসিয়াস থেকে একশো কুড়ি ডিগ্রী সেলসিয়াস

১৮) বরফ গলনের লীন তাপ কত?
উঃ 80 ক্যালোরি/গ্রাম

১৯) লীন তাপের আন্তর্জাতিক একক কি?
উঃ জুল/কেজি

২০) লীন তাপের একক কি?
উঃ ক্যালোরি/গ্রাম

২১) বরফ গলনের লীন তাপ কত?
উঃ 80 ক্যালোরি/গ্রাম

২২) ব্লিচিং পাউডারের মধ্যে ঝাঁঝালো গন্ধের কারণ কি?
উঃ ক্লোরিন

২৩) ধাতু নিষ্কাশনে পাথরে পদার্থ অপসারণে যে পদার্থ ব্যবহৃত হয় তাকে কি বলে?
উঃ ধাতুমল

২৪) রবারকে শক্ত করতে কি ব্যবহৃত হয়?
উঃ গন্ধক

২৫) ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য কি ব্যবহৃত হয়?
উঃ হাইড্রোজেন পার অক্সাইড

২৬) রেকটিফাইড স্পিরিট কি?
উঃ 96% C2H5OH,4%H2O

২৭) অ্যামালগাম কি?
উঃ পারদ এর অণ্য ধাতুর সাথে মিশ্রন।

২৮) ড্রাইসেলে কোন প্রকার শক্তি সঞ্চয় করা হয়?
উঃ বৈদ্যুতিক শক্তি

২৯) কাপড় কাচার সোডার সংকেত কি?
উঃ Na2CO3,10H2O

30) সরল ভোল্টিয় কোষের EMF কত?
উঃ 1.08 ভোল্ট

৩১) কোন পদার্থ গলনের ফলে আয়তন হ্রাস পায়?
উঃ বরফ

৩২) নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার?
উঃ প্রথম শ্রেণীর লিভার

৩৩) খাদ্য হজম হওয়া কিরূপ পরিবর্তন?
উঃ রাসায়নিক পরিবর্তন

৩৪) যাঁতি কোন শ্রেণীর লিভার?
উঃ দ্বিতীয় শ্রেণীর লিভার

৩৫) ডিফবেস্ট যে নতুন তড়িৎদ্বার এর প্রবর্তন করেছিলেন তার নাম কি?
উঃ গ্রিড

৩৬) টাটকা ডিম ও পুরানো ডিম পৃথক করা যায় কিসের দ্বারা?
উঃ এক্সরে

৩৭) এম কে এস পদ্ধতিতে বলের একক কি?
উঃ নিউটন

৩৮) পদ্ম পাতার উপর এক ফোটা জল চকচক করে এর কারণ কি?
উঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

৩৯) চাঁদ কি ধরনের বস্তু?
উঃ অপ্রভ বস্তু

৪০) কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা কম?
উঃ তৃতীয় শ্রেণীর লিভার

৪১) ওয়াট কিসের একক?
উঃ ক্ষমতা

৪২) মরীচিকা সৃষ্টির কারণ কি?
উঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

৪৩) ধাতব অনলাইনে ভোল্ট থাকে কত?
উঃ 0

৪৪) কোন বর্ণের আলোতে আলোর প্রতিসরাঙ্ক বেশি হয়?
উঃ লাল

৪৫) ভিনিগার কি জাতীয় যৌগ?
উঃ অ্যাসিটিক অ্যাসিড

৪৬) একটি লাল গোলাপ ফুলকে নীল আলোতে রাখলে তার বর্ণ কিরকম হবে?
উঃ কালো বর্ণের হবে

৪৭) একটি অ্যারোমেটিক যৌগের নাম লেখ?
উঃ টলুইন

৪৮) ডায়ালিসিস করা হয় কেন?
উঃ কিডনির সমস্যায় আক্রান্ত রোগীদের ডায়ালিসিস করা হয়।

৪৯) প্রতি 100 বছরে পৃথিবীর তাপমাত্রা কত বাড়ছে?
উঃ 1 ডিগ্রি সেলসিয়াস

৫০) প্রতি লিটার সমুদ্র জলে ক্লোরাইড আয়নের পরিমাণ কত?
উঃ 0.001 গ্রাম

৫১) মুক্তি বেগ কত?
উঃ 11.2 কিলোমিটার/সেকেন্ড

৫২) কনডেনসার ব্যবহৃত হয় কি সংগ্রহের জন্য?
উঃ আধান সংগ্রহের জন্য

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)