Life science short question and answer, MCQ short question and answer, of Bank, rail, primary, SSC, RRB, sub inspector, food exam etc

১) সকল উৎসেচক কি জাতীয় পদার্থ?
উঃ প্রোটিন

২) উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ হয় কিসের অভাবে?
উঃ ম্যাগনেসিয়াম

৩) মূত্রের রং হলুদ হয় কেন?
উঃ বিলিরুবিন এর অভাবে

৪) বৃক্কের গঠন গত ও কার্যগত একক এর নাম কি?
উঃ নেফ্রন

৫) স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক এর নাম কি?
উঃ নিউরন

৬) অ্যামিবার রেচন অঙ্গের নাম কি?
উঃ সংকোচনশীল গহবর

৭) চিংড়ির রেচন অঙ্গের নাম কি?
উঃ সবুজ গ্রন্থি

৮) আরশোলার রেচন অঙ্গের নাম কি?
উঃ ম্যালপিজিয়ান নালিকা

৯) লেবুতে কোন এসিড পাওয়া যায়?
উঃ সাইট্রিক অ্যাসিড

১০) তেতুলে কোন এসিড পাওয়া যায়?
উঃ টারটারিক অ্যাসিড

১১) আপেলে কোন এসিড পাওয়া যায়?
উঃ ম্যালিক অ্যাসিড

১২) পিঁপড়ের হুলে কোন এসিড পাওয়া যায়?
উঃ ফরমিক অ্যাসিড

১৩) চোখ নেই কোন প্রাণীর?
উঃ কেঁচো

১৪) ফিতা কৃমির রেচন অঙ্গের নাম কি?
উঃ ফ্লেম কোষ

১৫) মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি?
উঃ প্লীহা

১৬) অনুচক্রিকার অপর নাম কি?
উঃ থ্রম্বোসাইট

১৭) লোহিত কণিকার কাজ কি?
উঃ জীব দেহের প্রতিটি কোষে কোষে অক্সিজেন সরবরাহ করা এবং কোষ থেকে দূষিত পদার্থ গুলিকে ও কার্বন-ডাই-অক্সাইডকে বহিষ্কার করা

১৮) শ্বেতরক্ত কণিকার কাজ কি?
উঃ রোগ জবাণু ধ্বংস করা

১৯) অনুচক্রিকার কাজ কি?
উঃ রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা

২০) কোন ভিটামিনে কোবাল্ট থাকে?
উঃ ভিটামিন-B12

21) একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও?
উঃ লিমুলাস

২২) অঙ্গুরীমাল ও সন্ধিপদ প্রাণী সংযোগকারী প্রাণীর নাম কি?
উঃ পেরিপেটাস

২৩) অঙ্গজ জনন কোন উদ্ভিদে দেখা যায়?
উঃ পাথরকুচি

২৪) যৌন জননের একক এর নাম কি?
উঃ গ্যামেট

২৫) অযৌন জননের একক কি?
উঃ রেনু

২৬) সালোকসংশ্লেষ দ্রুত হয় কোন আলোতে?
উঃ লাল আলোতে

২৭) রক্তে অ্যান্টিবডি কোথায় থাকে?
উঃ শ্বেত কণিকা

২৮) অগ্ন্যাশয় এর বিটা কোষ থেকে নিসৃত হয় কোন হরমোন?
উঃ ইনসুলিন

২৯) দুগ্ধ শর্করার নাম কি?
উঃ ল্যাকটোজ

৩০) রেচন একপ্রকারের কি জাতীয় বিপাক?
উঃ অপচিতি বিপাক

৩১) শ্বসন এক প্রকারের কি জাতীয় বিপাক?
উঃ অপচিতি বিপাক

৩২) সালোকসংশ্লেষ একপ্রকার কি জাতীয় বিপাক?
উঃ উপচিতি বিপাক

৩৩) বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উঃ ভিটামিন-B1

৩৪) কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না?
উঃ মানুষ


৩৫) কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে?
উঃ কুনোব্যাঙ


৩৬) কুনোব্যাঙ এর বিজ্ঞানসম্মত নাম কী?
উঃ বুফো মেলানসটিকটাস।

৩৭) পেলেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উঃ নিয়াসিন

৩৮) ক্ষুদ্রান্তের ইউ আকৃতিবিশিষ্ট অংশটিকে কি বলে?
উঃ ডিওডেনাম

৩৯) আর্টিফিশিয়াল জিন কে আবিষ্কার করেন?
উঃ হরগোবিন্দ খোরানা

৪০) কোন গাছের পাতায় সিস্টোলিথ থাকে?
উঃ বটগাছ



Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)